মাশাআল্লাহ অর্থ কি এবং কখন এটা বলতে হয়

আসুন দেখে নেই- মাশাআল্লাহ অর্থ কি এবং কখন এটা বলতে হয় ।

“মাশাআল্লাহ” একটি আরবি শব্দ । এর অর্থ হচ্ছেঃ আল্লাহ যা ইচ্ছে করেন তাই হয় ।

কখন এটা বলতে হয়ঃ
১। সুন্দর কোন কিছু দেখলে ।
২। কেউ কোন ভালো কাজ করলে ।
৩। কারো সফলতা দেখলে ।

আমরা অনেকেই জানি না, কখন মাশাআল্লাহ বলতে হয় আর কখন সুবহানাল্লাহ বলতে হয় । ইসলামের মতে নজর খুব খারাফ জিনিস। কারো উপর নজর লাগলে, খুব বিপদ । তাই আমাদের উচিৎ কোন কিছু দেখলে বা কেউ ভালো কিছু করলে মাশা আল্লাহ বলা । এতে করে নজর লাগে না । এবং মানুষ নিরাপদ থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *