এখানে আমরা হরেক রকমের মেহেদি ডিজাইন এর ছবি দিয়েছি । এই ছবি গুলো খুবই সুন্দর । আমাদের দেশে বিবাহ অনুষ্ঠানে অথবা ঈদের সময় প্রায় সকল মেয়ে এবং কিছু ছেলেরা হাতে ও পায়ে মেহেদি লাগায় । আমরা এখানে প্রথমে হাতের ও পরে পায়ের কিছু মেহেদি লাগানোর ডিজাইন দিয়েছি আপনাদের জন্য । আশাকরি আমাদের এই ছবি গুলো অনেক ভালো লাগবে সবার ।
মেহেদি ডিজাইন ছবি :
পায়ের মেহেদি ডিজাইন ছবি :
শুধু হাতের ডিজাইন দিলে কি হবে ? অনেকেই তো পায়েও মেহেদি ডিজাইন করে । তবে পায়ে মেহেদি দেয়া ইসলাম সম্মত না । তারপরও আমরা কিছু ছবি দিয়ে দিয়েছি এখানে কারণ এগুলো তৈরি করা হয়ে গেছে । তবে এখন বাজারে যে মেহেদি পাওয়া যায় তা অরিজিনাল মেহেদি না । মেডিসিন টাইপের এইসব মেহেদি । তাই আশা করি এইসব মেহেদি পায়ে লাগাগে কোন সমস্যা হবে না । তারপরও কোন সন্দেহ থাকলে ভালো করে জেনে তারপর লাগানোর অনুরোধ রইলো । ধন্যবাদ ।