মজার ফেসবুক স্ট্যাটাস

আপনিকি মজার ফেসবুক স্ট্যাটাস খুঁজছেন ? তাহলে আমাদের এই পোস্ট এ আপনাকে স্বাগতম । আমরা এখানে অনেক সুন্দর সুন্দর মজার ফেসবুক স্ট্যাটাস দিয়েছি । এই স্ট্যাটাস গুলো খুবই সুন্দর । যে কেউ এই স্ট্যাটাস গুলো পড়ে অনেক মজা পাবে । আমরা সব সময় আপনাদের নতুন কিছু দেয়ার চেষ্টা করি । আসুন তাহলে দেখে নেয়া যাক আমাদের আজকের স্ট্যাটাস গুলো ।মজার ফেসবুক স্ট্যাটাস

মজার ফেসবুক স্ট্যাটাস :

১. আজকালকার সময় মানুষ যেভাবে ক্রাশ খায়, একটা ছাগলও মনে হয় সেভাবে ঘাস খেতে পারে না।

২. আমার আসলে মায়ের জন্য খুব কষ্ট হয়। পাশের বাসার আন্টির সাথে ঝগড়ায় পারেনা। তাই ভাবছি মার জন্য পার্টনার হিসেবে বিয়ে করে একজন নতুন বউ নিয়ে আসবো।

৩. আজকে আমার মন খুবই খারাপ। কারন আমার তিন নাম্বার গার্লফ্রেন্ডটা আমার সাথে ব্রেকআপ করেছে।

৪. এই তোরা আর কাল থেকে একসাথে একই বেঞ্চে বসবি না। আপনার স্কুল লাইফে এই কথাটা না শুনলে আপনার স্কুল লাইফটাই বৃথা।

৫. আপনার মাথার চুল পড়ে গেলে আপনি বুঝতে পারবেন যে, ব্রেকআপ এর চেয়েও কষ্টের হচ্ছে চুল পড়ে যাওয়া।

৬. আমার ছোট বোন আর আমি মিলে হারিয়ে যাওয়া চকলেট খুঁজছি। ‌ যেটা আমি কিছুক্ষণ আগে খেয়ে ফেলেছি। ‌

৭. ক্লাস সেভেনের বাচ্চা ছেলেটা ও তার অতীত ভুলতে চায়। ‌ আচ্ছা ওর আবার অতীত কি? বিছানায় মূত্র বিসর্জন দেয়ার অতীত?

Read more:>>> ইমোশনাল ফেসবুক ক্যাপশন

৮. নতুন প্রেমে পড়ার পর প্রেমিকা বলছে, “দেখো বাবু কাক পাখি টা কত সুন্দর!!!”

৯. ভাই বোন কিংবা স্কুলের বান্ধবীদের মধ্যে হাসাহাসি করার জন্য কোন টপিক লাগেনা। এরা যে কোন কিছুতে হাসতে পারে।

১০. প্রেম ছাড়া নাকি মানুষ বাঁচতে পারে না। আমার তো মনে হয় বেঁচে থাকার জন্য অক্সিজেনই আগে দরকার।

১১. ভুলেও আপনার বন্ধুদেরকে বিশ্বাস করবেন না। যেকোনো মুহূর্তে ওরা আপনার মান ইজ্জত লুটে নিতে পারে।

মজার ফেসবুক ক্যাপশন :

১২. ছাত্র জীবনে আমাদের সবচেয়ে কমন অজুহাত ছিল, “স্যার তার বউ এর সাথে ঝগড়া করে আমার খাতা দেখছে।” ‌

১৩. দশ টাকা ভাড়া বাঁচানোর জন্য বাসে উঠেছিলাম। এদিকে ভাইয়া-আপুরা হাততালি দিয়ে আমার কাছ থেকে বিশ টাকা নিয়ে গেল।

১৪. আপনি কখনো এক বয়ফ্রেন্ডের জন্য দাবিদার দুইজন গার্লফ্রেন্ডকে দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে ধরে নিন ওদের দুজনের মধ্যে বলির পাঠা, বয়ফ্রেন্ডই হবে। ‌

১৫. আসলে আমার বন্ধু আর তার গার্লফ্রেন্ডের সব কথা শোনার পর আমি যা বুঝলাম।‌ ভুলটা আসলে আমারই ছিল। কেন যে ওদের কথা শুনতে গিয়েছিলাম?

১৬. আমার বান্ধবীর বাচ্চারা নাকি কার্টুন না দেখে খাবার খায় না। এদিকে আমি এখনো গোপাল ভাঁড় দেখতে দেখতে ভাত খাই।

১৭. শান্তি ভাগাভাগি করার জন্য একজনকে হৃদয় দিয়েছিলাম। শেষ পর্যন্ত সেই আমার বাকি শান্তিটুকু নিয়ে ভাগছে।

১৮. বউয়ের অনুরোধে সিগারেট ছাড়ার জন্য ছেলে টা বললো, “আজকে সিগারেট খাবো না।” আর এদিকে বন্ধুরা বললো, দোস্ত ভাবীর কসম। একটা সিগারেট খা। বাকিটা ইতিহাস।

১৯. বাবার পকেট মেরে গার্লফ্রেন্ডের জন্য গিফট কিনে দেয়া ছেলেটা ও ফেসবুকে স্ট্যাটাস দেয়, “বাবাই আমার বটবৃক্ষের ছায়া।

২০. সবাই ই দিন দিন ফেমাস হয়ে যাচ্ছে। আর এদিকে যারা আমাকে চিনতো, তারা ও আমাকে ভুলে যাচ্ছে।

২১. আমার মায়ের মতে, পৃথিবীতে যত অঘটন ঘটে যাক না কেন সব দোষ মোবাইলের।

শেষ কথা :

প্রিয় বন্ধুরা, আমরা এখানে চেষ্টা করেছি আপনাদেরকে মজার ফেসবুক স্ট্যাটাস ও ক্যাপশন দেয়ার চেষ্টা করেছি । আমাদের এই স্ট্যাটাস গুলো ভালো লাগলে নিচে কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাইট বন্ধুদের সাথেও শেয়ার করবেন । আমাদের সাইটে এই রকম হাজার হাজার মজার স্ট্যাটাস রয়েছে । এজন্য আপনাকে নিচের পোস্ট গুলো দেখতে হবে । আমরা এখানে প্রায় সব ধরণের স্ট্যাটাস শেয়ার করে থাকি, তাই আমাদের সাথেই থাকবেন নতুন নতুন আরো অনেক মজার ফেসবুক স্ট্যাটাস পেতে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x