Mon Hare Lyrics মন হারে লিরিক্স : গানটির নাম মন হারে । লিখেছেন নীল মাহবুব । গানটি গেয়েছেন মাহতিম সাকিব এবং দৃষ্টি আনাম । সূর দিয়েছেন আশিক মানজুর ।
মন হারে লিরিক্স Mon Hare Lyrics
চলে যাওয়া পথ যদি ফিরে আসা হতো
গল্পেরা কথা মেঘ বৃষ্টি ঝরাতো,
ভুলে ভালে গল্পটা যদি ফুল হত
প্রজাপতি ঘ্রাণে নয় রঙেও হারাতো।
মনে পড়ে মন হারে মন উড়ে যায়
বৃষ্টির ছাঁট রোজ দু’চোখ ভেজায়,
মনে পড়ে মন হারে মন পুড়ে যে যায়
সকালের সোনা রোদ আমাকে ভাবায়।।
হাতটা ছুঁয়ে হাতের গভীরে
কেউ হেঁটে যায় খুব যতনে,
মেঘের ভেলায় ভাসে রূপকথা
ছুঁতে গেলে হায় কেন শূন্যতা।
চোখে চোখে কল্পনা যদি ঠোঁট ছুতো
ভালোবেসে সূর্যটা সন্ধ্যা রাঙ্গাতো।
মনে পড়ে মন হারে মন পুড়ে যায়
আয়নায় গল্পটা স্মৃতিতে হারায়,
মনে আছো মনে থাকো মন ভেসে যে যায়
একটা গোলাপ রোজ আমাকে সাজায়।।
আকাশ ছুঁয়ে মেঘের উঠোনে
চরকা কাটে কেউ খুব গোপনে,
ঘুমটা ছুঁয়ে স্বপ্ন যে হাজার
কেউ হয়ে যাক শুধু যে আমার।
না বলা কথা যদি বলা হয়ে যেতো
মান ভুলে অভিমান আবেগে হারাতো।
Mon Hare Lyrics english:
cole zaoa poth jodi fire asa hoto
golpera kotha megh bristy jhorato
vule vale golpota jodi ful hoto
projapoti grane noy ronge harato
mone pore mon hare mon ure jay
bristir chat roj du cokh vejay
mone pore mon hare mon pure je jay
sokaler sona rod amake vabay
hatta chuye hater govire
keu hete jay khub jotone
megher velay vase rup kotha
chute gele hay keno shunnota
cokhe ccokhe kolpona jodi thoth chuto
valobesher surjota sondhaa raangato
mone poree mon hare mon pure jay
aynay golpota sritile haray
mone acho mone thako mon vese je jay
ekta golap roj amake sajay
akash chuye megheer uthone
corka kate keu khub gopone
ghuta chuye sopno je hajar
keu hoye jak sudhu je amar.
na bola kotha jodi bola hoye jeto
mon vule oviman abage harato.