অভিমানী প্রেম গানের লিরিক্স obhimani prem lyrics

অভিমানী প্রেম গানের লিরিক্স obhimani prem lyrics : গানের নাম “অভিমানী প্রেম” গানটির সূর হাবীব ওয়াহিদ । গানটি লিখেছেন মস্তাফিজুর রাহমান ইরফান গানটি গেয়েছেন টি কে তারেক । গিটারঃ রায়হান ইসলাম শুভ্র ।

অভিমানী প্রেম গানের লিরিক্স obhimani prem lyrics

যদি কখনো আকাশ কাঁদে বৃষ্টি হয়ে
ভেবোনা তুমি এই আমার
জমাট অভিমানী।
যদি কখনো ফুলে ফুলে
ভ্রমর আসে ফিরে ফিরে,
ভেবোনা তুমি এই আমার
নীরব পিছুটান।

শীতের সকালে কুয়াশা ভেজায়
তোমার উঠোন,
দু’পা ফেলে সোনা বন্ধুয়ারে।
এ আর কিছু নয়
এই আমার শুভ্র প্রেমের আহ্বান,
বদলে যাওয়া ভালোবাসার অভিধান।

Read More >>  Aguner poroshmoni lyrics

ভুল যত সংশয় মিথ্যে করেই অভিনয়
আবার ফিরে আসা কি যায় না?
একবার ফিরে দেখো
প্রথম প্রেমের মতো,
আবার শুরু হোক আবেগি প্রণয়।

কথা দিলাম,
এই প্রেম কভু যাবো না ভুলে,
আসলে আসুক, বিষাদী প্রলয়।
গানে গানে আজ তাই
জানিয়ে দিলাম এ আর কিছু নয়,
এই আমার শুভ প্রেমের আহ্বান।

 

obhimani prem lyrics english

If ever the sky cries become rain
Don’t think you are mine
Frozen arrogant.
If ever swollen
The bumblebee comes back,
Don’t think you are mine
Silent retreat.

Read More >>  বাবু খাইছো লিরিক্স

Winter mists get wet
Your yard
Leaving both feet in the golden buddy.
This is nothing else
This is the call of my white love,
Dictionary of changed love.

Acting as false as suspicion is wrong
Can’t come back again?
Take a look back
Like first love
Let the emotional love begin again.

I promised,
I will never forget this love,
In fact, let it be a sad catastrophe.
The song is so today
I told you this is nothing more,
This is the call of my happy love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *