ওরে নীল দরিয়া লিরিক্স ore nil doriya lyrics

ছবিঃ সারেং বউ
গানঃ ওরে নীল দরিয়া
শিল্পীঃ আব্দুল জাব্বার
সূরঃ আলম খান
লিখাঃ মুকুল চৌধুরী ।

ওরে নীল দরিয়া লিরিক্স ore nil doriya lyrics

ওরে নীল দরিয়া
আমায় দে রে দে ছাড়িয়া
বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে
কান্দে রইয়া রইয়া

কাছের মানুষ দূরে থুইয়া
মরি আমি ধড়পড়াইয়া রে
দারুণ জালা দিবানিশি
অন্তরে অন্তরে

আমার এত সাধের মন বধুরা, হায়রে
কি জানি কি করে
ওরে সাম্পানের নাইয়া
আমায় দে রে দে ছাড়িয়া
বন্দী হইয়া মনয়া পাখি হায়রে
কান্দে রইয়া রইয়া
ওরে সাম্পানের নাইয়া।

হইয়া আমি দেশান্তরী
দেশ বিদেশে ভিড়াই তরি রে
নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে
বন্দরে বন্দরে

আমার মনের নোঙ্গর পইড়া আছে হায়রে
সাড়েং বাড়ির ঘরে
এই না পথ ধরিয়া
আমি কত না গেছি চইলা
একলা ঘরে মন বধুয়া
আমার রইছে পথ চাইয়া

Read More  Amar hiyar majhe lyrics

About the Author:

Habibur Rahman is an expert writer about Bangla poems, romantic stories, captions, status and quotes. He is writing about all romantic and motivational quotes, poems, captions, and status messages from the past 12 years. He has completed honors and master's degrees in literature from Dhaka University.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *