Pohela boishakh pic . Bangla picture of শুভ পহেলা বৈশাখ । ‘এসো হে বৈশাখ এসো এসো’ রবীন্দ্রনাথ ঠাকুরের এ গানটি আমাদের মনে করিয়ে দেয় বৈশাখের কথা যা বাংলা মাসের প্রথম দিন ।বৈশাখ মাসের প্রথম দিন বাঙ্গালী জাতির এমন একটি দিন যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয় । এই দিনে আমরা উৎসব পালন করে থাকি। পহেলা বৈশাখ বাংলা পঞ্জিকার প্রথম দিন। এই দিনকে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। পহেলা বৈশাখ বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণ দিন। এই দিনটি যে শুধু বাংলাদেশের পালিত হয় তা নয় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এ উৎসব পালন করে থাকে ।সেই হিসেবে এটি বাঙালি জাতির একটি সার্বজনীন লোক উৎসব হিসেবে পালিত হয়। তাই পহেলা বৈশাখের ইতিহাস ও উদযাপন নিয়ে আলোচনা করা হলো।