অভাব দূর করার দোয়া

অভাব দূর করার দোয়া আমাদের সবার জানা উচিৎ । কেউ জানেনা আগামী দিন কি হতে যাচ্ছে । কথায় আছে আজকের রাজা তো কালকের ফকির । আমরা যে কেউ যে কোন সময় অভাবে পড়তে পারি । তাই সেই অবস্থায় আমাদের আল্লাহর উপর আস্থা রেখে নিচের দোয়াটি পড়তে হবে । ইনশাআল্লাহ্‌ পরম করুনাময় আপনাকে অভাব থেকে মুক্ত করে দিবেন ।

অভাব দূর করার দোয়া :

আরবি :-
لاَ حَوْلَ وَلا قُوَّةَ إِلاَّ بِاللهِ ، وَلا مَلْجَأَ مِنَ اللهِ إِلاَّ إلَيْهِ

Read More >>  দুরুদে তাজ

বাংলা উচ্চারণ:-
লা হাউলা ওয়ালা কুওয়্যাতা ইল্লাবিল্লাহ- লা মালজায়া মিনাল্লাহি ইল্লা ইলাইহি।

অর্থ :-
আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বিরত থাকা এবং নেক আমলে মশগুল হওয়া সম্ভব না। আল্লাহতায়ালার কাছ থেকে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। তার কাছেই আশ্রয় গ্রহণ করতে হবে।

কিছু কথা :

এখানে যে দোয়াটি দেয়া হয়েছে, তা আমরা কালেকশন করে দিয়েছি । আমাদের এই দোয়া পড়লেই যে আপনার অভাব চলে যাবে এমন কোন কথা নেই । আপনি যদি অভাব দূর করতে চান, তাহলে প্রতি নামাজের পর মোনাজাতে এই দোয়া পড়তে পারেন এবং বেশী বেশী ইস্তেগফার বা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন । এতে করে আপনার অজান্তে কোন পাপ হয়ে থাকলে আল্লাহ্‌ ক্ষমা করে দিয়ে আপনার ও আপনার পরিবারের রিজিক বাড়িয়ে দিতে পারেন । এছাড়াও তাহাজ্জুত নামাজ পড়ে আল্লাহ্‌র মন খুলে দোয়া করতে পারেন । চাওয়া মত চাইতে পারলে আল্লাহ্‌ কাওকেই না দিয়ে থাকেন না । কারণ আল্লাহ্‌র কোন কিছুর অভাব নেই । তিনি চাইলে আপনাকে একদিনেই ধনী করে দিতে পারেন । সবাই ভালো থাকবেন, আল্লাহ্‌ হাফেজ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *