অভাব দূর করার দোয়া আমাদের সবার জানা উচিৎ । কেউ জানেনা আগামী দিন কি হতে যাচ্ছে । কথায় আছে আজকের রাজা তো কালকের ফকির । আমরা যে কেউ যে কোন সময় অভাবে পড়তে পারি । তাই সেই অবস্থায় আমাদের আল্লাহর উপর আস্থা রেখে নিচের দোয়াটি পড়তে হবে । ইনশাআল্লাহ্ পরম করুনাময় আপনাকে অভাব থেকে মুক্ত করে দিবেন ।
অভাব দূর করার দোয়া :
আরবি :-
لاَ حَوْلَ وَلا قُوَّةَ إِلاَّ بِاللهِ ، وَلا مَلْجَأَ مِنَ اللهِ إِلاَّ إلَيْهِ
বাংলা উচ্চারণ:-
লা হাউলা ওয়ালা কুওয়্যাতা ইল্লাবিল্লাহ- লা মালজায়া মিনাল্লাহি ইল্লা ইলাইহি।
অর্থ :
আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বিরত থাকা এবং নেক আমলে মশগুল হওয়া সম্ভব না। আল্লাহতায়ালার কাছ থেকে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। তার কাছেই আশ্রয় গ্রহণ করতে হবে।