রোমান্টিক ভালোবাসার এসএমএস

বন্ধুরা এখানে কিছু রোমান্টিক ভালোবাসার এসএমএস শেয়ার করতে যাচ্ছি । আশা করি এসএমএস গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে । ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না । আমরা সব সময় চেষ্টা করি নতুন এবং সুন্দর এসএমএস আপনাদের উপহার দিতে । আমাদের অন্যান্ন পোষ্ট গুলো তে আরো অনেক বাংলা রোমান্টিক ভালোবাসার এসএমএস পাবেন । আশা করি সেগুলো ও একবার দেখে আসবেন ।

রোমান্টিক ভালোবাসার এসএমএসঃ

মানুষ মানুষের জন্য, পাখি আকাশের জন্য,
সবুজ প্রকৃতির জন্য, পাহাড় ঝর্ণার জন্য,
ভালোবাসা সবার জন্য,
আর তুমি শুধু আমার জন্য !!!


তোমার জন্য রইলো আমার স্বপ্নে ভেজা ঘুম,
একলা থাকা শান্ত দুপুর রাত্রি নিঝুম,
তোমার জন্য রইলো আমার দুষ্ট চোখের ভাষা ,
মনের মাঝে লুকিয়ে রাখা অনেক ভালোবাসা,


রোমান্টিক ভালোবাসার এসএমএস


যত ভালোবাসা পেয়েছি তোমার কাছ থেকে,
দুষ্ট এই মন চায় আরো বেশি পেতে,
কি জানি তোমার মধ্যে কি আছে ,
এই মন চায় তোমাকে আরো বেশি কাছে পেতে.


Read more >>> ভালবাসার কবিতা


স্বপ্নে তুমি আসো কেন দেখা দাও না ?
তোমায় আমি ভালোবাসি তুমি কেন বুঝ না ?
একবার বলোনা তোমায় আমি ভালোবাসি,
তাহলে স্বর্গের সুখ এনে দিতে রাজি আছি .


ভালবাসার এসএমএস মেসেজঃ

কিছু রাত স্বপ্নের,
কিছু স্মৃতি কষ্টের,
কিছু সময় আবেগের,
কিছু কথা হৃদয়ের,
কিছু মানুষ মনের,
কিছু ভালোবাসা চিরদিনের !

তুমি যদি ৮০ বছর বাঁচো , তবে ৭২০ টা পূর্ণিমা পাবে, ১৬০ টা ঈদ পাবে,
৮০ টা বার্ডডে পাবে, ২/৩ টা সূর্য গ্রহণ ও পেতে পারো ! তবে আমার মতো লাভার
একটাই পাবে !

প্রেম মানে হৃদয়ের টান, প্রেম মানে একটু অভিমান,
দুটি পাখির একটি নীড়, একটি নদীর দুটি তীর,
দুইটি মনের একটি আশা, তার নাম ভালোবাসা .

তুমি জল ছুঁইও না , আমি তোমায় বৃষ্টি দেবো,
তুমি ফুল নিও না , আমি তোমায় বাগান দেবো.
তুমি তারা খুঁজো না, আমি তোমায় চাঁদ দেবো,
তুমি বিষন্ন থেকো না , আমি তোমায় আদর দেবো,
তুমি বিরহে থেকো না, আমি তোমায় ভালোবাসা দেবো .


প্রিয় পাঠক, আমাদের এই কবিতা এসএমএস গুলো কেমন লাগলো ? আশাকরি ভালোই লেগেছে । যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন । আমরা আরো নতুন নতুন এসএমএস ও কবিতা আপনাদের উপহার দেবো ।

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x