Premer kobita

Welcome to bangla premer kobita. In this post you will get most popular and romantic bangla love poem in bangla font. If you search on google for bangla premer kobita, than you will get huge reasult but you will not get as you want.If you want to send these poems to your girlfriend, you can send it. When you will send these poems to your girlfriend, she will be very happy to you. So dear friends enjoy your love life with the best romantic bangla love poems. ছোট প্রেমের কবিতা

Bangla premer kobita:

প্রথম দেখা

নিশিত রাতে পিদিম হাতে চলেছি মেঠোপথের ধারে,
হঠাৎ করে আলোর ছোটায় দেখলাম -আমি কারে।
রুপ তো নয় আগুন ঝরা,
হরিণ কাটা কাজল জোড়া।
পায়েও আছে নুপুর খাসা,
হাসিটাও ভুবনমাতা।
কথায় ঝরে মুক্ত কনা,
নামটি তার হলনা জানা।
আঁধারকে আলো করে,
চললো সে আপন নীরে।
আবার যখন হল দেখা,
পরনে তার নীল শাড়ীটা।
কাচের চুরির ঝনঝনানি,
কাজল কালো চোখের চাহুনি।
কপোলের টিপটা ভীষণ –
লাগছে তাকে পরীর মতন।
সারাক্ষণ তারই কথা,
করছে আমায় ভীষণ তারা।
তাকে দেখার আকুলতা,
বারায় মনের ব্যাকুলতা।
স্বপ্ন বুনি তারই সাথে,
সকাল দুপুর গোধূলি সাঁঝে।
আনমনাতে হাটতে থাকি,
তার কথাই ভাবতে থাকি।
হঠাৎ করে আবার দেখা,
পরীর মত ডানাকাটা।
জানতে হবে আজকে আমরা,
নামটি কি বলবে তোমার।
ঝড়ের বেগে জিজ্ঞেস করে,
নামটি জেনে কি করবে।
দেখেছি যখন নিশিত রাতে,
তোমায় আমি পিদিম হাতে।
মনের কোনে উঁকি মেরে ,
ভালো- লাগা উঠলো ফুটে।
আবার দেখি নীল শাড়ীতে,
আলত করে চুল সরাতে।
ভালোলাগা উদাস হয়ে,
পূর্ণ হল ভালোবাসায়।
নামটি যখন ছিল অজানা,
বনলতাতেই তোমায় চেনা।
তবু যখন আকুতি হয়,
নামটি কি রাত্রি না সকাল?
এটাই ছিল জানতে চাওয়ার ,
নামটি জানার ছোট্ট কারন।
লোকে বলে প্রথম দেখায়,
ভালোবাসা কি সত্যি সত্যি হয়!!
ভালোবাসা তো মনের ব্যাপার,
প্রথম আর শেষ বা তার—-

Read More  জ্যোৎস্না রাত নিয়ে ক্যাপশন

premer kobita

 

 

bengali love poem

Romantic bangla kobita:

স্মৃতি কথা

চৈত্র দুপুর বেলা,
নদীর ধারে বসে আছি আমি একলা।
কল্পনাতে ভেবে তোমায়,
ভাবনা আমার ধমকে দাঁড়ায়।
মুচকি হাসি মুখের কোনে,
নামটি তোমার স্মরণ হলে।
মেঠোপথে হেঁটে চলা,
ফুসকা খাওয়া যায় কি ভোলা।
বিষ্টি পড়া বিকেল বেলা,
টঙ্গের দোকানে আড্ডা চলা।
যায় কি সেই দিন কে ভোলা,
নৌকা করে শাপলা তোলা।
শরতের ঐ কাশবনে,
সাদা রঙ্গের পাল তোলা।
ঘুড়েছি দুজন ভুবনময়,
আমাদেরই আঙ্গিনায়।
ভালোবাসায় ছিলাম ঘোর,
পাশে ছিলে যখন মোর।
দশ টাকারই ঝাল মুড়িতে,
মোদের প্রেম কি দেয় ভুলিতে।
নাম না জানা অজানায়,
দু’জন হাঁটি চাঁদের আলোয়।
ক্লাস শেষে ভর দুপুরে,
মামার দোকানে চায়ের সুরে।
দুজনেরই খুনসুটিতে,
ভালোবাসার নেই ত্রুটি যে।
তুমি বিনা এক বেলা,
লাগে যেন খুব একেলা।
লাল শাড়ী এলো চুলে,
কপালের টিপ টি বলে-
লাগছে আমায় কেমন বলো?
হঠাৎ করেই চুবসে গেলেম।
সামনে এসে আমি চুপ,
দেরি আজ হয়েছে খুব।
না তাকিয়ে খুব রাগে –
এখন আসার সময় হলো!!
ধমকে গিয়ে দেখে আমায়,
রাগ যেন দূরে পালায়।
হাসি মুখে বলে যখন,
লাগছে আজ দারুণ তোমায়।
দিন গুলো সব ছিল রঙ্গিন,
আসবে ফিরে আর কোনোদিন।
স্মৃতিকে আজ বহন করে,
অপেক্ষাতেই—–
বসে আছি আমি যে তোমার নীরে ।

Read More  কাব্যিক ক্যাপশন

premer kobita chora

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *