প্রেমিকার জন্য রোমান্টিক কথা ছন্দ কবিতা স্ট্যাটাস ক্যাপশন বাণী উক্তি সম্পর্কিত কিছু লেখা খুঁজছেন ? আপনাকে স্বাগতম ! এই খানে আপনি উপরের সব কিছুই পাবেন একসাথে । প্রেমিকার জন্য বিশেষ কিছু লেখা দিয়েছি, আমরা এখানে । আপনাদের সুবিধামত যেটি ভালো লাগে নিয়ে নিতে পারেন । আর ভালো লাগলে নিচে কমেন্ট করে জানাবেন । ধন্যবাদ ।
প্রেমিকার জন্য রোমান্টিক কথা ছন্দ কবিতা :
কাছে যদি না আসো, গোপন কথা বলি কেমন করে,
আমার যত প্রেম পিরিত, রেখেছি তা তোমার তরে ।
বসন্তের মনোহর গোধূলি বেলাতে,
গাছে গাছে কি যে শোভা ফুলের মেলাতে,
বয়ে যায় এ লগন এসো মোর প্রিয়া,
তোমায় কাছে পেয়ে জুড়াক আমার হিয়া ।
কন্ঠে পড়ে ফুলের মালা, অভিসারে এসো প্রিয়
বসে আছি দুয়ার খুলে, আমি তোমার পথ চেয়ে ।
আরো একটু কাছে এসো, বলবো দুটো মনের কথা,
দূরে থেকে আর তুমি দিও নাকো মনে ব্যাথা ।
তোমার নুপুর ধ্বনি আমি যখন শুনতে পাই,
প্রেমের আবেগে আমি তখন ডুবে যাই ।
এসো ওগো আমার প্রিয়া এসো আমার কাছে,
সবই দেবো তোমায় আমি, যা কিছু মোর আছে ।
সবই কিছু বুঝো তুমি, তবু অবুজ হয়ে থাকো,
তোমার ছেড়ে আর যে আমি থাকতে পারি নাগো ।
হে প্রেয়সী মিষ্টি হাসি, জাগায় প্রানে সাড়া
আবার কবে দেখবো তোমায় তাইতো এত তাড়া ।
আমার মনের মাধুরী মেশায়ে তোমার মূর্তি গড়েছি,
তোমার লাগি ওগো প্রিয় মোর ফুলের শয্যা পেতেছি ।
হৃদয়ের মাঝে তোমার ছবিটি সযতনে এঁকে রেখেছি,
তোমার আসার পথ চেয়ে প্রিয় একা আমি কত রাত জেগেছি ।
হৃদয় দিয়ে ভেবো তুমি শুধু হৃদয়ের কথা,
আজ থেকে তুমি হবে প্রজাপতির পাকাহ,
ভেবোনা কহনো আছ একা,
হাত বাড়ালেই পাবে তুমি আমার দেখা ।
রাতের আকাশে যদি জেগে রয়
ফুলের সুরভী বাতাস ছড়ায়,
কাছে আসবে তুমি, শুধু এ আশায়,
একা একা আমি তাই এসেছি হেথায় ।
ওগো মোর হৃদয় রানী কবে হবে
মোর জীবন সাথী হয়ে,
কত সোনা ঝরা দিন পার হয়ে গেলো
আমি আছি তোমার পথ চেয়ে ।
তব আশে আমি পথ চেয়ে বসে আছি,
তব মধু লোভে, আমি যে গো মৌমাছি ।
চলো চলে যাই, দূর দুরান্তে,
সেখানে তুমি আমি থাকি সারা দিনান্তে ।
সীতা হারা ব্যাকুলতা,পারি না যে আর সহিতে,
এসো কাছে ওগো প্রিয়তমা,
বসো প্রিয় মোর পাশেতে ।
তোমার আমার প্রেম এক জনমের শুধু নয়,
এই প্রেম যেন ওগো চিরদিন অন্তরে রয় ।
আমার হৃদয়ে তোমায় রেখেছি জাগায়ে,
ওগো আমার সোনার বরণ কন্যা ।
তোমায় দেখে হৃদয়ে মোর
জেগেছে প্রেমের বন্যা ।
ঝড় উঠেছে এই বুকে, দেখে তোমায় প্রথম বার,
না পেলে আপন করে, এ ঝড় থামবে না আর ।
কত রাত জেগেছি তোমার কথা ভেবে ভেবে
কবে বলো তুমি আমার আপন করে নেবে ।
গার্লফ্রেন্ড এর জন্য রোমান্টিক স্ট্যাটাস :
১. ওগো আমার প্রিয়া! চলো একসাথে দুনিয়া ঘুরে দেখি।
২. তুই আমার প্রেয়সী, তোকেই শুধু চাই, তোকে ছাড়া এ জীবনে চাওয়ার কিছুই নাই।
৩. কথা দাও, তুমি মোর হবে চিরদিন।
কথা দিলে তো?- ভুলবোনা এ ঋণ।
৪. যেখানে তাকাই শুধু তুমিময় ঘ্রাণ,
তুমি মোর হৃদয়ে, তুমি মোর প্রাণ।
৫. কথা দাও আমাকে- সারা জীবন এভাবেই ভালবেসে যাবে!
৬. প্রেমের শব্দ কেবল প্রেমীরা ই বুঝে থাকে। অন্য কোনো মানুষের সেই ভাষা বোঝার সামর্থ্য ই নেই।
৭. তুমি যদি হও রাজি,
রাখতে পারি হাজার বাজি।
৮. তুমি মোর জীবন, তুমি ই মরণ। তোমাকে ছাড়া আর কখনো কিছু চাইনে।
৯. প্রভাতে সূর্য ওঠার সাথে সাথে তোমার মধুময় হাসি চারিদিকে ছড়িয়ে যায়। সে হাসির ছটায় চারিদিক আরো বেশি বেশি আলোকিত হয়ে যায়।
১০. তোমাকে ছাড়া শূন্য এ আমি, শূণ্য এ জীবন। তোমাকে না পেলে এ জীবন আমার বৃথা।
১১. খোদার কাছে একটাই আবদার!- তুমি যেন আর অন্য কারও না হও। তুমি যেনো হও শুধুই আমার।!
১২. তোমাকে পেলে আমি যে হায় সবচেয়ে খুশি হই,
তুমি মোর পাশে থেকো, আমি তোমার হয়ে রই।
১৩. শূন্য এ জীবনে এলে তুমি! তারপর রাঙিয়ে দিলে রংধনুর সাত রঙে। পাল্টে দিলে আমার এই নিভৃত জীবন! আলোকিত করলে আমার সারা দুনিয়াকে।
১৪. এসেছিলে বাঁচাতে আমায়, ভরে দিলে নতুন আশায়, রূপকথার মতো।
১৫. আমার এ জীবনে শুধু তোমাকেই চাই। আমার জীবন জুড়ে শুধু তুমি ই থাকো।
১৬. জীবন যুদ্ধে হেরে গিয়েও জিতে গেছি। কারন, আমার পাশে যে তুমি আছো!
প্রেমিকার জন্য রোমান্টিক কথা
১৭. আমার এ জীবনের আরেক নাম তুমি। তোমার আগমনে আমার এ জীবন ছন্দময় হয়ে উঠেছে।
১৯. এভাবেই পাশে থেকো চিরদিন বন্ধুর মতো, আগলে রেখো আমায়।
২০. তোমাকে এক মুহূর্ত না দেখলে মনে হয়, শত কোটি বছর তোমাকে দেখিনা!
২১. আমার এই জীবন তোমার হোক। তোমার ওই জীবন আমার হোক।
২২. ভালোবাসি বলতে গিয়েও থেমে যাই বারবার। কারণ, তুমি যদি রাগ করো!
২৩. আমার এই জীবন তো তোমাকেই উৎসর্গ করেছি প্রিয়!
২৪. আজ গাছে গাছে ফুল ফুটছে। গাছে গাছে পাখিরা কিচিরমিচির জুড়ে দিয়েছে, তোমার নাম ধরে!
২৫. ব্যর্থতার নিষাদ কালোয় যখন ডুবেছিল আমার জীবন, তুমি আমাকে ছুঁয়ে দিলে রূপকথার নেশায়।
২৬. মন তো চায় হারিয়ে যাই তোমার সাথে। বহু অজানায়, অচেনা এক জায়গায়। যেখানে আমাদের আর কেউ খুজে পাবে না। খুঁজে পাবে না কোন মন্দ শক্তি।
২৭.তোমার আগমনে আমার জীবন যেন নতুন রং খুঁজে পেয়েছে। সে রঙের মহিমায় আমি সব সময় উচ্ছ্বসিত থাকি। সে রং আমাকে সব সময় অনুপ্রেরণা যোগায়, আত্মবিশ্বাস দেয়।
২৮. আজ তুমি আছো বলে, আমার জীবন এত হাস্যোজ্জ্বল থাকে। তুমি না থাকলে আমি এতদিনে হারিয়ে যেতাম।
২৯. ধন্যবাদ প্রিয়! আমার জীবনটাকে এত অর্থবহ করে তোলার জন্য।
৩০. তুমি আছো তাই, রং ছড়িয়ে যাই।
তুমি না থাকলে হায়,
কী হবে আমার?!
৩২. আমার জীবনকে পূর্ণ করে তুলেছো তুমি। বলো, কি উপহার চাও প্রিয়?
৩২. একা থাকার বেলায় এসো তুমি প্রিয়, মোর হৃদয় আঙ্গিনায়।
৩৩. মোর এই দেহ জুড়ে শুধু তুমি ই বিরাজ করো, আর কেউ নয়।
৩৪ . জানিনা, তোমাকে হারানোর ভয় কেন সবসময় ছেয়ে বসে!