প্রোফাইল পিক ক্যাপশন

এখানে আমরা আপনাদের জন্য কিছু সেরা প্রোফাইল পিক ক্যাপশন এবং প্রোফাইল পিকচার ক্যাপশন বাংলা নিয়ে এসেছি । আমাদের এই এলখা গুলো খুব দারুণ। তাই এগুলো আপনারা আপনাদের ফেসবুকে ব্যাবহার করতে পারেন । আশাকরি সবাই অনেক লাইক করবে ।

প্রোফাইল পিক ক্যাপশন :

দূর থেকে মানুষ চেনা সহজ, কিন্ত ভেতর থেকে চেনা খুব কঠিন

এ জীবনে অনেকেরই ভালো বন্ধু হয়েছি কিন্তু কারো প্রিয় বন্ধু হতে পারিনি..

মাথাব্যথা করলে একটা প্যারাসিটামল খেয়ে নিতে বলাটা হচ্ছে কেয়ারিং । আর মাথায় হাত বুলিয়ে দেয়াটা হচ্ছে ভালোবাসা।

কিছু কিছু মানুষ আছে যারা অন্যকে টিস্যু পেপার মনে করে,নিজের প্রয়োজনে ব্যবহার করে, প্র‍য়োজন শেষে ছুঁড়ে ফেলে দেয়,,প্রোফাইল পিক ক্যাপশন

আপনার রাগের জন্য হয়তো কেউ আপনাকে শাস্তি দেবে না , কিন্তু আপনার রাগই আপনাকে শাস্তি দেবে।

স্বাভাবিক ব্যাপারগুলোকে স্বাভাবিকভাবে মেনে না নিতে পারা মানুষগুলোই অস্বাভাবিক হয়ে থাকে |

প্রকৃত স্মার্ট তারা , যারা সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে

স্বাভাবিক ব্যাপারগুলোকে স্বাভাবিকভাবে মেনে না নিতে পারা মানুষগুলোই অস্বাভাবিক হয়ে থাকে |

পড়াশোনা হচ্ছে আমার বাম হাতের খেলা কিন্তু সমস্যা হলো আমি ডানহাতি খেলোয়াড

মানুষের জীবনের সুখ আর Android ফোনের চার্জ কখনই দীঘস্থায়ী নয় !

Get High Quality photos on:>>> Wallpics

একটা সময় ছিল আমার অভিমান গুলোর কদর ছিল,অভিমান ভাঙানোর হাজার চেষ্টা করত,না খাইলে জোর করে লোকমা তুলে খাইয়ে দিত,আজ আর কেউ সারাদিন উপোষ থাকলেও একটু খাবার মুখে দেওয়ার মত নেই,হারিয়ে গেছে রঙিন দিনগুলি ।

জানিনা মানুষ কিভাবে গার্লফ্রেন্ডকে মনের কথা বুঝায়__ আমি তো নাপিত দর্জিকেও আমার মনের কথা বুঝাতে পারিনা

৫ মিনিট সময় চেয়ে ৫০ মিনিট ধরে সাজু গুজু করা মেয়েদের জন্মগত অধিকার !

প্রোফাইল পিকচার ক্যাপশন বাংলা :

এখানে আরো কিছু প্রোফাইল পিকচার ক্যাপশন বাংলা পাবেনঃ

সম্পর্ক গুলা অনেক দিন বেচেঁ থাকে যদি ইগোটাকে সাইডে রাখা যায়

সেই ছেলে গুলাই ছ্যাচড়া হয় যেগুলা মেসেজ সিন এর পর রিপলে না পেয়ে আবারো মেসেজ দেয়

শুনেছি ভালো মানুষের কপালে ভাত জোটে না ! . তাহলে কি আমাকে সারাজীবন বিরিয়ানি খেয়ে থাকতে হবে..?

সেই ছেলে গুলাই ছ্যাচড়া হয় যেগুলা মেসেজ সিন এর পর রিপলে না পেয়ে আবারো মেসেজ দেয়

সম্পর্ক গুলা অনেক দিন বেচেঁ থাকে যদি ইগোটাকে সাইডে রাখা যায়

জীবন এত ক্ষণস্থায়ী বলেই মাঝে মাঝে সবকিছু এমন ভালো লাগে।প্রোফাইল পিকচার ক্যাপশন বাংলা

বেশি দিন ভালবাসতে পারে না বলেই ভালবাসার জন্য মানুষের এত হাহাকার।

সাদা রঙের ড্রেস পছন্দ…. পরলে সবাই বলে ভালো লাগছে অদ্ভুত!!! যখন মরে যাবো তখন তো সাদা রঙের কাপড়ই পরে থাকবো তখন সবাই কি বলবে??

ঘুম ভাঙ্গেছে তবু বিছানা আমাকে ছাড়ে না কেন আরও ঘন্টাখানেক শুয়ে থাকা মানে কি অলসতা নাকি সত্যি বিছানা আমাকে ভালোবাসে….

তুমি যদি কাউকে হাসাতে পার, সে তোমাকে বিশ্বাস করবে। সে তোমাকে পছন্দও করতে শুরু করবে।

হৃদয়ের গভীরে যার বসবাস, তাকে সবকিছু বলতে হয় না। অল্প বললেই সে বুঝে নেয়।

মানবহৃদয় আয়নার মত। সে আয়নায় ভালবাসার আলো পড়লে তা ফিরে আসবেই।

ভালো বাংলা ক্যাপশন :

নিচে ভালো কিছু প্রোফাইল পিকচার ক্যাপশন বাংলা পাবেনঃ

হৃদয়ের গভীরে যার বসবাস, তাকে সবকিছু বলতে হয় না। অল্প বললেই সে বুঝে নেয়।

কাগজে-কলমে কোন সৌন্দর্যের যথার্থতা ব্যাখ্যা করা সম্ভব নয়। সৌন্দর্যের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হয়।

সুখী হওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষের। এ জগতে সবচেয়ে সুখী হচ্ছে সে, যে কিছুই জানে না। জগতের প্যাঁচ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায়।

সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায়। যেসব মানুষের শখ মিটে গেছে তারা অসুখী।

যার কাছে ঘুম আনন্দময় সে-ই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। অতি সামান্য জিনিসও মানুষকে অভিভূত করে ফেলতে পারে।

খুব বেশি দারুণ কোন কিছু দীর্ঘস্থায়ী হয় না। খুব ভাল মানুষরাও বেশি দিন বাঁচে না। স্বল্পায়ু নিয়ে তারা পৃথিবীতে প্রবেশ করে।

যখন কেউ কারো প্রতি মমতা বোধ করে, তখনই সে লজিক থেকে সরে আসতে শুরু করে। মায়া-মমতা-ভালবাসা এসব যুক্তির বাইরের ব্যাপার।

বেশি নৈকট্য দূরত্বের সৃষ্টি করে। প্রিয়জনদের থেকে তাই দূরে থাকাই ভাল। সম্পর্ক স্থির নয়, পরিবর্তনশীল।

রহস্য সৌন্দর্যের সৃষ্টি করে। কৌতূহলেরও জন্ম দেয়।

Read More  শুভ সকাল রোমান্টিক মেসেজ

কিছু কথা শুধু নিজের ভেতর রাখো। দ্বিতীয় কেউ জানবে না। কোনভাবেই না। দুই জন জানলে বিষয়টা গোপন থাকে। তিনজন জানলে নাও থাকতে পারে। আর চারজন জানা মানে সবাই এক সময় জেনে যাবে।

বলার আগে শুনে নাও, প্রতিক্রিয়া দেখানোর আগে চিন্তা কর, সমালোচনার আগে ধৈর্য্য ধর, প্রার্থনার আগে ক্ষমা চাও, ছেড়ে দেয়ার আগে চেষ্টা কর।

না চাইতেই যা পাওয়া যায়, তা সবসময় মূল্যহীন।

পায়ের আলতা খুব মনোরম জিনিস। কিন্তু আলতাকে সবসময় গোড়ালীর নিচে পড়ে থাকতে হয়, এর উপরে সে উঠতে পারেনা।

অতিরিক্ত যেকোন কিছু পতন নিয়ে আসে। সবকিছু তাই নির্দিষ্ট সীমায় রাখাই শ্রেয়।

চুপ থাকা খুব সহজ একটা কাজ। পারস্পরিক বহু সমস্যার সমাধান শুধু চুপ থাকলেই হয়ে যায়। কিন্তু মানুষের সবচেয়ে বড় অযোগ্যাতা হচ্ছে সে মুখ বন্ধই রাখতে পারে না, অপ্রয়োজনে অনর্গল বকে যায়।

দুর্নামকারীরা সাধারণত আড়ালপ্রিয়। সামনে ভাল মানুষ সেজে বসে থাকে।

বিচার যখন থাকে না, সমস্যার সমাধানও হয় না। সব সমস্যা বরং পুঞ্জীভূত হয় আরও। আমাদেরও তাই হচ্ছে।

সেরা ফটো ক্যাপশন :

প্রোফাইল পিকচার ক্যাপশন বাংলা গুলো ফেসবুকে দিতে পারেনঃ

১. তোমার কথাতেই যেন সর্বনাশের শেষ আয়োজন রচিত হয়। তোমার বিধ্বংসী চাহনিতে আমি বিলীন হয়ে যাব।

২. দীর্ঘদিন দুঃখের সাথে বসবাস,
সুখ এসে যেখানে করে হাসফাস। ‌

৩. একাকীত্ব যেন এক মরণ সুখ। ‌ যে একা থেকে অভ্যস্ত হয়ে যায় তার যেন কিছুতেই আর কোলাহল ভালো লাগেনা।

৪. শুনে যেন তোমার হাসি,
বাজঁতো বাঁশি সর্বনাশী।‌

৫. ব্যর্থতায় ভরা গল্পটাতেও আমিই সেরা। নিজের গল্পে কাউকে কৈফিয়ত দেয়ার প্রয়োজন হয় না।

৬. প্রয়োজনে তোমার কাছে এসে তোমাকে অনুকরণ করে নেব। তুমি শুধু আমায় অনুসরণ করো।

৭. পৃথিবীতে শূন্যস্থান বলে কিছু নেই। প্রতিটি শূন্যস্থান ই খুব দ্রুত পূর্ণ হয়ে যায়।

৮. তুমি আমার এত কাছে তবুও পাশে নেই কেন? তাহলে কেন এই প্রহসন।

৯. আমাদের জীবন ঝুড়ি যখন অপ্রাপ্তি তে ভরে যায় তখন স্বপ্ন উঁকি দিয়ে যায়। স্বপ্নই আমাদের মনে আশার সঞ্চার করে।

১০. এক জীবনে অনেক কিছুই চেয়েছি বলেই হয়তো প্রাপ্তির খাতা শূন্য। তবুও বেঁচে থাকা এক অন্যরকম প্রশান্তি।

১১. আমি যেন আমাতে বিলীন হয়ে গেছি। আজকাল আর কাউকে তেমন নিজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় না। ‌

১২. কত শত স্বপ্ন দেখা চোঁখ দুটো একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। একদিন হয়তো আমার জীবনে এভাবে ইতি ঘটবে।

১৩. যে ব্যক্তি বাস্তব জীবনে যত ব্যর্থ, সে ব্যক্তি কল্পনার জগতে তত বেশি সুখী। কারণ কল্পনার জগতে কেউ তাকে বিচার-বিশ্লেষণ করবে না।

১৪. প্রেয়সীর চোঁখ আর প্রেমিকের হৃদয় বাজ পাখির মতোই তীক্ষ্ণ। একজনের ভালোবাসা আরেকজনকে ছো মেরে নিয়ে যায়।

১৫. বাস্তবতাকে ভুলে থাকতে স্বপ্ন আঁকড়ে ধরা মানুষগুলোই জানে হৃদয় ভাঙ্গার কি জ্বালা।

সেরা নতুন ফটো ক্যাপশন :

নতুন কিছু প্রোফাইল পিক ক্যাপশন নিচে পড়ুনঃ

১. একজন মিথ্যাবাদী মানুষ ই সব সময় যুক্তি তর্কে জিতে যায়। আর একজন সত্যবাদী মানুষের মূল শক্তি হলো তার অকপট স্বীকারোক্তি।

২. পৃথিবীর সবচেয়ে কষ্টদায়ক কাজ হল অভিনব কৌশলে নিজের চোখের পানিকে লুকিয়ে ফেলা। যে যত ভালো ভাবে নিজের চোখের পানিকে লুকাতে পারে সেই প্রকৃত কৌশলী মানুষ।

৩. এক খন্ড ভেজা মেঘও কিছুক্ষণের জন্য সূর্যকে আড়াল করে দেয়। তাই ছোট বিষয়গুলিকে কখনো অবহেলা করা ঠিক না।

৪. যেভাবে নদী, সাগরের পানে ছুটে যায়। ঠিক সেভাবে আমিও তোমার কাছে ধেয়ে আসতে চাই। সব বাধা চূর্ণ-বিচূর্ণ করে আমি তোমাতে এসে পূর্ণ হতে চাই।

৫. যদি বিশ্বাস থাকে আর সম্পর্কটা খাটি হয়। তাহলে হাজার ব্যস্ততার মধ্যেও প্রিয়জনের কথা মনে পড়বে।

৬. একটি সম্পর্ক ততদিন বেঁচে থাকে, যতদিন তার মধ্যে স্বার্থ থাকে। স্বার্থ শেষ হলে যে কোন সম্পর্কই আস্তে আস্তে মৃত্যুর জন্য অপেক্ষা করে।

৭. আমি আসলে নিখুঁত বা নিখাদ কাউকে চাই না। বরং এমন কাউকে চাই যে অনেক ভেঙ্গে গিয়েছিল।

৮. সুগন্ধি বিলিয়ে ক্লান্ত ফুলটিও ঝরে পড়ে। তোমায় ভালবাসতে বাসতে আমিও প্রচন্ড ক্লান্ত। আমার আর ভালবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া হলো না।

Read More  মন ছুঁয়ে যাওয়া ক্যাপশন

৯. এক মুহূর্তে ফিরিয়ে দাও আবার কাছে ডাকো।
তোমার এমন এক মুহূর্ত হাজার থেকেও লাখো।

১০. ঐ আকাশকে প্রশ্ন কর ওই ঝর্ণাকে প্রশ্ন কর। ‌ বিশালতার উপমা সাজায় যে আকাশ, তারও অশ্রু ঝর্ণা হয়ে ঝরে।

১১. জীবনে যদি সত্যিই ব্যক্তিত্বশীল মানুষ হতে চাও। তাহলে পাহাড়ের মত গম্ভীর আর আকাশের মত বিশাল হয়ে যাও।

১২. চোখের দেখা থেকে প্রতিটি প্রণয়ের সূত্রপাত হয়। তাই নিজের দৃষ্টি মায়ার শিকলে বেঁধে রাখা উচিত।

১৩. অভিমানগুলো জমতে জমতে চোখের কোনায় ভারী হয়ে ওঠে। আর একসময় তা অঝোরে ধরণীর বুকে নেমে আসে।

১৪. কেউ কেউ আমাদের জীবনে স্বল্পক্ষণের জন্য এসে দীর্ঘ সময়ের জন্য দাগ কেটে যায়। যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা।

ভালো ছবির ক্যাপশন :

এই প্রোফাইল পিক ক্যাপশন গুলো খুবই দারুণ, নিচে দেখুনঃ

১. আমরা সবাই ই স্বভাবতই অন্যের মায়ায় বন্দি হতে পছন্দ করি। কিন্তু অন্যজনকে নিজের মায়ায় বাঁধতে পারি না।

২. আমরা নিখুঁতভাবে বাঁচার চেষ্টা করতে করতে প্রচন্ড রকমের ক্লান্ত হয়ে গেছি। অথচ আমরা ভুলে গেছি এই পৃথিবীতে কিছুই নিখুঁত নয়।

৩. মাঝে মাঝে মনে হয় ভালোবাসায় শরীরের স্থান খুবই কম। যেখানে মনের আধিক্যই বেশি। তোমার হৃদয় ছুঁতে পারি না বলেই হয়তো সারাক্ষণ তোমার হাত ধরে থাকতে ইচ্ছে করে।

৪. কিছু পাওয়ার আশা করাটাই হচ্ছে স্বপ্ন। আর পেয়ে হারানোর আশঙ্কা করাটাই হচ্ছে দুঃস্বপ্ন। তাই তো মানুষ স্বপ্ন দেখতে পছন্দ করে।‌ভালো ছবির ক্যাপশন

৫. আমি জানিনা এর শেষ কোথায়? হয়তো তোমাতেই শেষ হব আমি। এক অসহ্য প্রণয়ের সমাপ্তি হবে।

৬. হয়তো তুমি জানতেও পারলে না। আমার মনের কি এক বিশাল জায়গা জুড়ে তুমি ছিলে। ‌ অথচ আমায় নিঃস্ব করে চলে গেলে।

৭. আমিও যেন শৈবাল হয়ে গেছি। সমুদ্রের হাজারো ঢেউ সমতুল্য আঘাত আর আমাকে দুর্বল করে দেয় না।

৮. আপনি যখন কারো খুব প্রিয় হয়ে উঠবেন। তখন চোখ দেখেই তার হৃদয় পড়ে নিতে পারবেন।

৯. সময়ের সাথে সাথে পথ চলা শিখে নিতে হয়। না হলে আপনি আমিও পুরনো আসবাবপত্রের মতই অচল হয়ে যাব।

Read more:>>> আমি নিয়ে ক্যাপশন

১০. কারো কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার চেষ্টা করতে করতেই আমাদের জীবনের অর্ধেকটা কেটে যায়। এতে করে আমরা ব্যক্তিত্বহীন হয়ে পড়ি।

১১. কোন কারণ ছাড়াই মাঝে মাঝে আমাদের হৃদয়ে এক ধরনের হাহাকার তৈরি হয়। যার কোনও কারণ থাকে না।

১২. সুখের দাবিদার অনেকেই হয়। তাই আমি কষ্টকে নিজের সঙ্গী করে নিয়েছি।

১৩. আমি যতবার তোমাকে খুঁজতে গিয়েছি ততবার নিজেকে হারিয়ে ফেলেছি। তাহলে এ কেমন ভালোবাসা!

১৪. আমাকে আঘাত করো না। কারণ আহত প্রাণের আর্তনাদ তার গর্জনের চেয়েও ভয়ঙ্কর। ‌

আরো কিছু ভালো ছবির ক্যাপশন :

আরো কিছু প্রোফাইল পিকচার ক্যাপশন বাংলা নিচে পাবেনঃ

১৫. আপনাকে যদি কেউ বারবার পেরেকের মত আঘাত করতে থাকে। তাহলে আপনিও তাকে হাতুড়ির মতো আঘাত করুন।

১৬. এক পৃথিবী আয়োজন নিয়ে তোমার কাছে এসেছিলাম। ‌ অথচ তুমি বিনিময়ে আমাকে একরাশ অবহেলা উপহার দিলে। ‌

১৭. এ পৃথিবীতে সবটা পেতে হয় না। সব পেয়ে গেলে তখন দুঃখ বলে কিছু থাকবে না। ‌ আর দুঃখ না থাকলে সুখ যেন ডানা ভাঙ্গা পাখির মত ছটফট করবে।

১৮. মাঝে মাঝে নিজের ছায়াকে জড়িয়ে ধরে কাঁদুন। ‌ তাহলে আপনি বুঝতে পারবেন ভেতর থেকে আপনি কতটা নিঃস্ব। ‌

১৯. এই রাত জানে কতটা দীর্ঘশ্বাস হয়ে গিয়েছিল তাকে।‌ এক বিনিদ্র রজনী কত জোড়া নিদ্রাহীন চোখের সাক্ষী।

২০. কি যে একা দীর্ঘ পথ হেঁটে গেছি আমি। রিক্ত পায়ে শূন্য হাতে একগুচ্ছ শুকনো ফুল আমার পথ চলার সঙ্গী ছিল।‌

২১. কোন এক কুয়াশা মাখা ভোরে, একগুচ্ছ লাল গোলাপ হাতে তোমার দরজায় এসে কড়া নাড়বো। তোমার বিস্ময় মাখা হাসিটুকুই হবে সেই ভোরের শ্রেষ্ঠ উপহার।

২২. একদিন হয়তো ফাগুনের মাতাল হওয়ার মতোই অবাধ্য হয়ে উঠবো আমি। তোমাকে ছুঁয়ে দেব অথচ তুমি আমাকে থামাতে পারবে না।

ভালো ফেসবুক ক্যাপশন

২৩. যে প্রণয় তোমাকে আমার কাছে নিয়ে আসে। সেখান থেকে তোমার মুক্তি নেই। এক ভীষণ মায়ায় আবদ্ধ করে নেব তোমাকে।

Read More  মধ্যবিত্ত ছেলেদের কষ্টের স্ট্যাটাস

২৪. কত ভালো ভাবে বিনা বাক্যব্যয়ে সবটা বুঝে গিয়েছিলেন আপনি। কথাহীন অনুভূতি আদান-প্রদান করাটাও কেউ যেন আপনার কাছ থেকে শিখে নেয়।

২৫. আমি এক প্রহরে যেমন কাছে আসতে জানি। তেমনি আপনার একটু অবহেলায় সহস্র মুহূর্ত পিছিয়ে যেতে পারি।

২৬. অযাচিত নাট্যমঞ্চের চেয়ে স্পষ্ট প্রত্যাখ্যান হাজার গুন শ্রেয়।

২৭. যতবার আমি এক নিখাদ ভালোবাসা নিয়ে এগিয়ে এসেছি ততবারই কৃত্রিম প্রেমে ডুবে গিয়েছি। যেখানে কৃত্রিমতাই ছিল নকল ভালবাসার ভিত্তি।

প্রোফাইল পিক ক্যাপশন:

নিচের ছোট ছোট প্রোফাইল পিক ক্যাপশন উক্তি গুলো খুব দারুনঃ

তিনিই প্রকৃত সুখি, যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না। —-ভার্জিল

আহত হৃদয় নিয়ে মানুষ বাচতে পারে, কিন্তু তাক বাচা বলে না —- ডব্লিউ বি ইয়েমে

বিখ্যাত হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে বিশ্বাসী হওয়া —- ওয়ান্ট হুইটম্যান।

বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে। —- উইড্রো উইলসন

সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য্য। —-হোয়াটলি

আমি যা নই তা হবার এবং আমরা যা করতে পারি না তা করার জন্য অবিরাম সংগ্রাম – ই হল জীবন —- উইলিয়াম হ্যাজলিট

পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নেই॥ —- উলিয়ামস হেডস।

সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ কর, তাহলেই প্রতিষ্ঠা পাবে॥ —- ডব্লিউ এস ল্যান্ডের।

আমার জানামতে সবচেয়ে দুর্লভ ব্যাপার হচ্ছে বুদ্ধিমান মানুষকে সুখী হতে দেখা। —- আর্নেস্ট হেমিংওয়ে

সব মানুষের জীবনের সমাপ্তিটা একই রকম। কেবল সে কিভাবে জীবন কাটিয়েছে এবং কিভাবে মারা গেছে তাই তাকে অন্যদের থেকে আলাদা করে রাখে। —- আর্নেস্ট হেমিংওয়ে

মানুষ পরাজিত হওয়ার জন্য তৈরি হয়নি। মানুষকে ধ্বংস করা যায় কিন্তু পরাজিত করা যায় না। —- আর্নেস্ট হেমিংওয়ে

আমার পেছন পেছন হেঁটো না, আমি নেতৃত্ব নাও দিতে পারি। আমার সামনে হেঁটো না, আমি তোমাকে অনুসরণ নাও করতে পারি। কেবল আমার বন্ধু হয়ে পাশাপাশি চলো। —- আলবেয়ার কামু

আমি কেবল একটি কর্তব্যের কথা জানি সেটি হচ্ছে ভালোবাসতে হবে। —- আলবেয়ার কামু

প্রয়োজনের চেয়ে বেশি কথা ঠেকাতে প্রকৃতির এক চমৎকার কৌশল হচ্ছে চুম্বন। —- ইংরিদ বারিমান

সাফল্য স্থায়ী নয়, ব্যর্থতা মানেই মৃত্যু নয়। আসল ব্যাপার হচ্ছে সাহস ধরে রাখা। —- উইনস্টন চার্চিল

আমরা সবাই কোনো না কোনো বিষয়ে অজ্ঞ। —- উইল রজার্স

ওপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করো কারণ নিচে নামার পথে আবার তাদের সাথে দেখা হবে। —- উইলসন মিজনার

একটি সূত্র থেকে কোন কিছু কপি করলে সেটি হয় নকল, আর একাধিক সূত্র থেকে কপি করলে হয় গবেষণা। —- উইলসন মিজনার

বন্ধুর চেয়ে শত্রুকে ক্ষমা করা সহজ। —- উইলিয়াম ব্লেইক

মানুষ এবং পর্বতসম বাধার সম্মিলন ঘটলেই কীর্তির জন্ম হয়। —- উইলিয়াম ব্লেইক

আসলেই যা ঘটেছে তা হলো অতীত, কিন্তু ইতিহাস হচ্ছে এমন কিছু যা কেউ লিখে গেছে। —- এ হুইটনি ব্রাউন

সব বড় মানুষেরাই তাঁদের সাফল্যের জন্য কোন অসাধারণ নারীর সহযোগিতা এবং উৎসাহের ঋণের কথা বলেছেন। —- ও হেনরি

একটি ভালো গল্প হচ্ছে চিনির প্রলেপ দেয়া তেঁতো বড়ির মত। —- ও হেনরি

যে ভালো ভাবে কথা বলতে জানেনা, সে কিছুই জানে না। —- ও হেনরি

সমালোচক হচ্ছেন তাঁরা, যাঁরা পথ চেনেন, কিন্তু গাড়ি চালাতে পারেন না। —- কেনেথ টাইন্যান

শেষ কথাঃ

আচ্ছা বন্ধুরা আমাদের এই প্রোফাইল পিক ক্যাপশন এবং প্রোফাইল পিকচার ক্যাপশন বাংলা গুলো কেমন লাগলো ? আমরা এখানে প্রতিদিন আরো নতুন নতুন ক্যাপশন যোগ করবো, তাই আমাদের সাথেই থাকুন । আর আমাদের জন্য দোয়া করবেন । আমরা যাতে আপনাদেরকে আরো নতুন প্রোফাইল পিক ক্যাপশন উপহার দিতে পারি । অনেক অনেক ধন্যবাদ আমাদের এই লিখা পড়ার জন্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *