রোজ কলেজে দেখা হতো কথা হতো না
তোমায় দেখে আমার মনের দুঃখ থাকতো না
সব সময় তোমার দেখা পেতে চায় এই মন
তোমার খোজে থাকতাম তাই আমি সারাক্ষন ।
প্রথম প্রেমে মজা বেশী বলতো লোক জনে
তোমায় দেখে প্রেম জেগেছে আমার এই মনে
আমার কাছে তুমি আমার স্বপ্নের রাজকন্যা
তোমার জন্য এই বুকেতে ভালোবাসার বন্যা ।
তুমি এলে আমার কাছে আলোক বাতি হয়ে
মাঝি তুমি হলে ওগো আমার মনের নায়ে
ভালোবেসে তোমায় আমি দেবো অনেক আদর
আমার কাছে হবে বেশী তোমার মনের কদর ।
যদি তুমি ভাসো ভালো একটু আলতো করে
উজাড় করে দেবো সব খুবই যতন করে
এসো দুজন মিলে যাই এক মন হয়ে
মনে মনে মিলে থাকবো জনম জনম ধরে।