পুরনো প্রেমের কবিতা

পুরনো প্রেমের কবিতা

মনে কি পড়ে সেই পুরনো দিনের কথা,
ভালোবেসে আমরা গিয়েছিলাম সেথা ।
কৃষ্ণা চুড়ার ফুলো গুলো ছিলো ফুটে
তুমি মাথা রেখেছিলে এই বুকে ।

বলেছিলে কখনো ভুলে যাবে না
হবে না কোন দিনও পর ।
যাবে না কোথাও, আমায় ছেড়ে
বাধবে না কারো সাথে ঘর ।

হাতে হাত রেখে হতো কত কথা
চোখে চোখ রেখে বুঝতে মনের ব্যাথা,
হেঁটে হেঁটে যেতাম দূর অজানায়
সুখ উকি দিতো মনের জানালায় ।

তোমার কাছে শিখেছি জীবনর মানে
তাই এই জীবন তোমায় শুধু কাছে টানে ।
এই যেন সেদিন হয়েছিলো তোমার সাথে দেখা,
মনের মাঝে বাজে সেই দিনের কথা ।

আমি তোমায় ভুলিনি তো আজও
পারবো না কোন দিন ভুলতে,
তুমিও কি এখনো আমায় নিয়ে ভালো
পাওকি আমার মনের কথা শুনতে ?

অনেক কস্ট করে এই কবিতা টি লিখেছি । যদি ভালো লাগে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইলো । আর অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *