Rabindranath tagore poems in bengali

Rabindranath tagore poems in bengali you will get in this post. He is the most popular Poet to all bengali language users in the world because he written huge poems in bengali language. Most of these poems are very romantic. Mostly yang generations are read the poems of Rabindranath tagore. So here i am going to write some Rabindranath tagore poems in bengali. Hope you will be happy for these poems.Rabindranath tagore poems in bengali

Rabindranath tagore poems in bengali:

সোনার তরী
রবীন্দ্রনাথ ঠাকুর

গগনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে আছি, নাহি ভরসা।
রাশি রাশি ভারা ভারা
ধান কাটা হলো সারা,
ভরা নদী ক্ষুরধারা
খরপরশা।
কাটিতে কাটিতে ধান এ্লো বরষা।
একখানি ছোট ক্ষেত , আমি একেলা,
চারি দিকে বাঁকা জল করিছে খেলা।
পরপারে দেখি আঁকা
তরুছায়া মসীমাখা
গ্রামখানি মেঘে ঢাকা
প্রভাত বেলা–
এ পাড়েতে ছোট ক্ষেত, আমি একেলা।
গান গেয়ে তরী বেয়ে কে আসে পাড়ে,
দেখে যেন মনে হয় চিনি উহারে।
ভরা-পালে চলে যায়,
কোনো দিকে নাহি চায়,
ঢেউ গুলি নিরুপায়
ভাঙ্গে দু-ধারে–
দেখে যেন মনে হয় চিনি উহারে।
ওগো, তুমি কোথা যাও কোন্‌ বিদেশে,
বারেক ভিড়াও তরী কূলেতে এসে।
যেও যেথা যেতে চাও,
যারে খুশি তারে দাও,
শুধু তুমি নিয়ে যাও
ক্ষণিক হেসে
আমার সোনার ধান কূলেতে এসে।
যত চাও তত লও তরণী-‘পরে।
আর আছে?– আর নাই, দিয়েছি ভরে।
এতকাল নদীকূলে
যাহা লয়ে ছিনু ভুলে
সকলি দিলাম তুলে
থরে বিথরে–
এখন আমারে লও করুণা করে।
ঠাঁই নাই, ঠাঁই নাই– ছোটো সে তরী
আমারি সোনার ধানে গিয়াছে ভরি।
শ্রাবণ গগন ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে
রহিনু পড়ি–
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।

Read More >>  প্রেমের স্ট্যাটাস

অনন্ত প্রেম

– রবীন্দ্রনাথ ঠাকুর

তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রূপে শত বার
জনমে জনমে, যুগে যুগে অনিবার।
চিরকাল ধরে মুগ্ধ হৃদয়
গাঁথিয়াছে গীতহার,
কত রূপ ধরে পরেছো গলায়,
নিয়েছ সে উপহার
জনমে জনমে, যুগে যুগে অনিবার।

যত শুনি সেই অতীত কাহিনী,
প্রাচীন প্রেমের ব্যথা,
অতি পুরাতন বিরহমিলন কথা,
অসীম অতীতে চাহিতে চাহিতে
দেখা দেয় অবশেষে
কালের তিমির রজনী ভেদিয়া
তোমারি মুরতি এসে,
চিরস্মৃতিময়ী ধ্রুভতারকা বেশে।

Read More >>  Romantic bangla kobita

আমরা দুজনে ভাসিয়া এসেছি
যুগল প্রেমের স্রোতে
অনাদি কালের হৃদয়-উৎস হতে।
আমরা দুজনে করিয়াছি খেলা
কোটি প্রেমিকের মাঝে
বিরহ বিধুর নয়ন সলিলে,
মিলন মধুর লাজে—
পুরাতন প্রেম নিত্য নূতন সাজে।

আজি সেই চির দিবসের প্রেম
অবসান লভিয়াছে
রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে।
নিখিলের সুখ, নিখিলের দুখ,
নিখিল প্রাণের প্রীতি,
একটি প্রেমের মাঝারে মিশেছে
সকল প্রেমের স্মৃতি—
সকল কালের সকল কবির গীতি।


Rabindranath tagore poem


**জন্ম**
রবীন্দ্রনাথ ঠাকুর

জীবনের সিংহদ্বারে পশিনু যে ক্ষণে
এ আশ্চর্য সংসারের মহানিকেতনে
সে ক্ষণ অজ্ঞাত মোর । কোন শক্তি মোরে
ফুটাইলো এ বিপুল রহস্যের ক্রোড়ে
অর্ধরাত্রে মহারণ্যে মুকুলের মতো ।।

তবু তো প্রভাতে শির করিয়া উন্নত
যখনি নয়ন মেলী নিরখিনু ধরা
কনককিরণ-গাঁথা নীলাম্বর-পরা,
নিরখিনু সুখে দুঃখে খচিত সংসার —

তখনি অজ্ঞাত এই রহস্য অপার
নিমেষেই মনে হল মাতৃবক্ষসম
নিতান্তই পরিচিত, একান্তই মম ।।

রূপহীন জ্ঞানাতীত ভীষণ শকতি
ধরেছে আমার কাছে জননী মুরতি ।।


**কাব্য**
রবীন্দ্রনাথ ঠাকুর

তবু কি ছিলো না তব সুখ-দুঃখ যত
আশা নৈরাশ্যের দ্বন্দ্ব, আমাদেরই মত
হে অমর কবি ? ছিলো না কি অনুক্ষণ
রাজসভা-ষড়যন্ত্র, আঘাত গোপন ?
কখনো কি সহ নাই অপমানভার,
অনাদর, অবিশ্বাস, অন্যায় বিচার,
অভাব কঠোর ক্রূর— নিদ্রাহীন রাতি
কখনো কি কাটে নাই বক্ষে শেল গাঁথি ?
তবু সে-সবার ঊর্ধ্বে নির্লিপ্ত নির্মল
ফুটিয়াছে কাব্য তব সৌন্দর্যকমল
আনন্দের সূর্য-পানে; তার কোনো ঠাঁই
দুঃখ দৈন্য-দুর্দিনের কোনো চিন্হ নাই ।
জীবন মন্থনবিষ নিজে করি পান
অমৃত যা উঠেছিলো করে গেছো দান ।।

Read More >>  সন্ধ্যামালতী ফুল নিয়ে ক্যাপশন

Dear frineds, here i have posted some collected poems only becasue all poems are possible to post in one post. Therefore i will try to post more poems on other post. So you are invited to read our other poems post.

Sources: Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *