রাজিব নামের অর্থ কি ? একজন দম্পতি যখন বাবা- মা হয়ে যায় তখন তাদের দ্বায়িত্ব কতর্ব্য বাড়ে বহুগুণে। সন্তানের সুন্দর ভবিষ্যত গড়ে তোলা, তাদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করে তোলা, নৈতিক শিক্ষা প্রদান করার বাবা মায়ের প্রধান কর্তব্য। তবে সন্তান জন্মদানের পর তাদের প্রথম ও প্রাথমিক দ্বায়িত্ব হলো সন্তানের একটা সুন্দর, যুগোপযোগী, স্মার্ট নাম রাখা৷ কিন্তু এই নাম রাখতে গিয়েই বাবা মা পড়ে যান দ্বিধা দ্বন্দ্বে। বই, পুস্তক, ইন্টারনেট ইত্যাদি জায়গা খুঁজে যদিও নাম পছন্দ করেন, কিন্তু তার অর্থসহ আরো কিছু জিনিস তখন জানতে ইচ্ছে হয়। তাদের জন্য সমাধান হতে পারে “রাজিব” নামটি। আসুন এই নামটির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক :-
রাজিব নামের অর্থ কি :
রাজিব শব্দটি এসেছে হিন্দী ভাষা থেকে। এই শব্দটির বাংলা অর্থ হলো শোভিত বা বিরাজিত।
রাজিব নামের ইংরেজি বানান :
রাজিব নামটির ইংরেজি বানান হলো : Rajiv বা Rajib
রাজিব নামটি কোন লিঙ্গের :
রাজিব নামটি সাধারণত ছেলেদের নাম হিসেবেই ব্যবহৃত হয়ে থাকে৷ এজন ব্যাক্তিত্বসম্পন্ন পুরুষের নাম হিসেবে রাজিব নামটি একদম পারফেক্ট।
রাজিব নামটি কেন জনপ্রিয় ?
নামের ক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য নাম হলো তিন অক্ষরের নাম। এ ধরনের নাম ধরে ডাকা সহজ। বানানও সহজ৷ রাজিবও তেমনি তিন অক্ষরের নাম। এছাড়াও নামটি যথেষ্ট স্মার্ট ও সময়োপযোগী নামটির অর্থও খুব সুন্দর৷
এই নামটি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশে জনপ্রিয় একটি নাম।
আরো জানুনঃ>>> তানভীর নামের অর্থ কি
রাজিব কি ইসলামিক নাম ?
রাজিব শব্দটি আরবী শব্দ নয়। তবে ইসলামিক দিক দিয়ে নামটি রাখতে কোনো বাঁধা নেই৷ নামটির অর্থ যেহেতু সুন্দর, তাই আপনি নিশ্চিন্তে আপনার সন্তানের নাম রাখতে পারেন “রাজিব”
রাজিব নামটির সহযোগে কিছু নাম :
রাজিব হোসেন, রাজিব হালদার, রাজিব তরফদার, রাজিব ইসলাম, রাজিব হক, রাজিব চৌধুরী, রাজিব বিশ্বাস, রাজিব মণ্ডল, রাজিব খান, রাজিব অধিকারী, রাজিব শিকদার, রাজিব আহমেদ।
রাজিব নামের বিখ্যাত ব্যাক্তি :
ভারতের প্রাচীনতম রাজনৈতিক দল ভারতীয় কংগ্রেসের অন্যতম প্রধান নেতার নাম রাজিব গান্ধী। ভারতের রাজনৈতিক ইতিহাসে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাক্তি ছিলেন। মাত্র চল্লিশ বছর বয়সে তিনি ভারতের কনিষ্টতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। আপনার সন্তান রাজীবও হতে পারেন ভবিষ্যতের কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি। আপনার সন্তানের মাধ্যমেই রাজীব নামটি আরো মহিমান্বিত হতে পারে।