Robi 10GB Internet Pack 129 tk রবিতে পাচ্ছেন ১০জিবি ইন্টারনেট ডাটা মাত্র ১২৯ টাকায় । তবে এই Package টিতে কিছু Conditions আছে । চলুন তাহলে দেখে নেই এই Offer এর বিস্তারিত ।
Robi 10GB Internet Pack 129 tk
এখানে যে ১০ জিবি ডাটা পাবেন, তার মধ্যে ৫ জিবি যেকোন ভাবে ব্যাবহার করা যাবে আর বাকি ৫ জিবি শুধুমাত্র Facebook আর Instagram এ ব্যাবহার করা যাবে । Robi এর এই Package টির মেয়াদ থাকবে ৭ দিন । এই offer টি এখন পর্যন্ত চলমান আছে । আজকের তারিখ হলো ২০/০৫/২০২১ । এর পর এই offer কতদিন থাকবে, তা Robi কর্তিপক্ষ নির্ধারন করবে । এই offer টি শেষ হয়ে যাবার পর কেউ কোন সমস্যায় পড়লে Robi customer care এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে ।
কিভাবে নিবেন এই অফার টিঃ
এই offer টি নিতে হলে আপনাকে যা করতে হবে, তাহলো আপনার রবি সিম এ ১২৯ টাকা রিচার্জ করতে হবে । এর জন্য কোন কোড ডায়াল করতে হবে না । যেকোন ভাবে শুধু মাত্র ১২৯ টাকা লোড করলেই এই অফার টি চালু হয়ে যাবে । ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করতে পারেন *3#. এই Offer টি আপনি Robi এর অফিশিয়াল ওয়েবসাইট থেকেও কিনে নিতে পারেন । ধন্যবাদ ।