রোমান্টিক ছন্দ

এখানে কিছু রোমান্টিক ছন্দ দেয়া হলো । এই ছন্দ গুলো একদম নতুন এবং খুবই সুন্দর । আমাদের প্রায় সবার কাছেই ছন্দ পড়তে অনেক ভালো লাগে । আর রোম্যান্টিক ছন্দ যদি হয়, তাহলে তো কোন কথাই নেই । তাহলে আসুন আক আমরা এমন কিছু ছন্দ পড়ে দেখি ।রোমান্টিক ছন্দ

রোমান্টিক ছন্দ :

১. এ প্রনয়ে কথা দিলাম সূর্য চন্দ্র তারা,
সাক্ষী থেকো মরন যেন হয় না তোমায় ছাড়া।

২. এতক্ষণে এলে তুমি, এতক্ষণে এলে?
আমায় তবে সরিয়ে দূরে, কি সুখ তুমি পেলে?

৩. আসলে এইসব আয়োজন তোমার প্রেমের জন্য,
ভেবে দেখো জীবনটা মোর করবে তুমি ধন্য।

৪. কত শত স্বপ্ন সাজাই তোমায় ভালোবেসে,
তোমায় চোখে হারাই খুঁজে বেড়াই আমার চারপাশে।

৫. আমার হৃদয়ে বিরাজ করে যা খুশি তাই করো,
শাওন, ভাদর, আষাঢ় শ্রাবণ বৃষ্টি হয়ে ঝরো।

৬. ঠাঁই নেই সেই আকুল পাথার ডুব দিয়েছি কবে!
প্রথমবার তোমার চোঁখে চোঁখ রেখেছি যবে!

৭. কত ছলে কত বলে তোমার কাছে আসি,
তোমায় পেতে উজাড় করে দিচ্ছি দিবা রাতি।

৮. আশায় থাকি চেয়ে থাকি তোমার পথের পানে,
আসবে কবে আমার কাছে ভালোবাসার টানে।

৯. যেদিন তুমি আমার হবে প্রেমের বাহুডোরে,
সেদিন সব পিপাসার হবে অবসান, খুব আয়োজন করে।

১০. তোমায় কাছে পেলেই মনে হয় সব খোয়ালাম বুঝি,
নিজেকে যেন তোমার কাছে হারিয়ে আবার খুঁজি।

১১. যেন তোমাকেই ভালবেসেছি শতরূপে বহুবার,
ভালোবাসায় হাজার প্লাবনে ভেসে গেছি কতোবার।

১২. তুমি কত রূপ ধরে পড়েছ অঙ্গে, কতো যে রূপকার-
কত হৃদয়ে যে বলি হল তাই, কতো যে হাহাকার।

১৩. হায়! বিধাতার কাছে কতো অনুযোগ, কতো অনুরাগ তোমার নামে,
ভালোবাসা তাই সাজিয়ে দিলাম রক্তিম কৃষ্ণচূড়ার খামে।

১৪. আপনি আমাকে অধিকার করুন, একবার ভালোবাসে ছুঁয়ে দেবো!
বিনিময়ে আপনার শতকনা ভালোবাসা, হাজার গুণ প্রানবন্ত করে ফিরিয়ে নেবো।

১৫. কতো করুনায় চাতকের মতো চেয়ে থেকেছি,
যতবার দেখেছি তোমায়, ততবার তৃষিত হয়েছি।

১৬. ধন্য করো পূর্ণ করো আমার হৃদয় আঁখি,
এইটুকুন এক আশার প্রদীপ তোমায় জ্বেলে রাখি।

১৭. তুমি বোঝো? কতো ভালোবাসি তোমাকে?
যতটা আকাশ তার বিশাল বুকে, মেঘকে ধরে রাখে।

১৮. ভালোবেসে এসো তুমি আমার এই জীবনে,
আধার ঘোচায় যেমন প্রদীপ নিজের আলোর গুনে।

১৯. লাল গোলাপে সাজিয়ে দেবো তোমার ভালোবাসা,
তোমার খুশি, তোমার হাসি আমার কাছে নেশা।

২০. আকাশ ছোঁয়া সুখের মতো তোমার ভালোবাসা,
আমার হৃদয়ে তোমার যেনো নিত্য যাওয়া আসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x