ঐ নীল চোখ তোমার
ঐ নীল চোখ বলে আমাকেই ভালোবাসবে,
হৃদয়ের গভীরে তাজমহল করে রাখবে।
তোমার চোখের মাঝে আছে বহুরুপী স্বপ্নচূরা,
ঐ স্বপ্নগুলো কাঁচ হলেও কাঁচ নয় সে মূল্যবান হিরা।
ভিরু ভিরু চাওয়ার কাছে ভালোবাসার হাতছানি,
ঐ চোখ বলে দেয় ভালোবাসার মাঝে আছে বহু প্রেরণার ধ্বনি।
চোরাবালির মত নয় গো তোমার ঐ মায়াবী চাওয়া,
শতরুপার মত করে রেখেছি তোমার চোখের বর্ণালী পাওয়া।
কষ্টি পাথরের চেয়েও দামী ঐ নীল চোখের আঙ্গিনা,
চোখের ম্যাপে লিখে রেখ আমার নাম নীলাঞ্জনা।
ভালোবাসার চোখে কখনো ঝরাওনা লোনা জল,
তোমার ভালোবাসার মাঝে ঐ নীল চোখের মনি কোঠায় করি না যে ছল।
তোমার চোখের মাঝে বসত করে পুরো ভুবন আমার,
শেষ হয় না যে স্পর্শ তোমার ভালোবাসার।
নীল চোখের মায়াবী চাওয়া বয়ে আনে প্রশান্তির ছায়া,
ভালোবাসার গভীরতা প্রকাশ করে তোমার ভীরু চোখের চাওয়া।
তোমার চোখের মাঝে আছে বহু সততার ধ্বনি,
এ যেন ধ্বনি নয় – সে শুধু তোমার ভালোবাসার বানী।
তোমার ঐ নীল চোখ বলে আমাকেই ভালোবাসবে,
মুগ্ধ কভু জীবন আমার শুধু তোমার হয়েই থাকবে।