আমরা আজ জানবো সাবিহা নামের অর্থ কি এবং এই নাম সম্পর্কে যাবতীয় তথ্য । বর্তমানে আমরা আমাদের নবাগত বাচ্চার নাম রাখার সময় অনেক চিন্তাকরি এবং যে নামটি অনেক সুন্দর সেই নামটি রাখার চেষ্টা করি । তবে যেই নাম এর অর্থ সুন্দর না, সেই নাম না রাখার নির্দেশ দিয়েছেন ইসলাম । তাই আমাদের সবার উচিৎ বাচ্চার নাম রাখার সময়, সেটি যাতে ইসলামিক এবং সুন্দর একটি অর্থ থাকে ।
তাহলে সাবিহা নামের অর্থ কি ?
সাবিহা নামের অর্থ দুই রকমের হতে পারে । এক হলোঃ দ্রুতগামী অশ্ব আর দুই হলোঃ সকাল বা ভোর । এখন পর্যন্ত এই দুই অর্থ খুঁজে পাওয়া গেছে । অন্য অর্থও থাকতে পারে ।
এই নাম কি ছেলেদের নাকি মেয়েদের ?
সাবিহা নামটি মূলত মেয়েদের নাম হয়ে থাকে । তবে আরব দেশে এই নাম কিছু ছেলেদেরও আছে । তবে বেশীরভাগ ক্ষেত্রে এটা মেয়েদের নাম হয়ে থাকে ।
এই নাম কি ইসলাম সম্মত কিনা ?
যেহেতু এই নামের অর্থ মোটামুটি সুন্দর, তাই এটি ইসলাম সম্মত হতে পারে । মানে এই নাম রাখতে কোন বাধা নেই । বরং এই রকম একটি সুন্দর নাম আপনার বাচ্চার রাখলে অনেক ভালো হয়।