সমুদ্র নিয়ে কবিতা ( Bangla poem about sea ): সাগর বা সমুদ্র সম্পর্কিত তিনটি অসাধারণ কবিতা নিয়ে হাজির হলাম আজ । কবিতা গুলো রোমান্টিক বিখ্যাত কষ্টের । আশাকরি যারা সমুদ্র নিয়ে বিভিন্ন কবিতা পড়তে ভালোবাসেন, তারা এই কবিতা গুলো পড়ে অনেক আনন্দ পাবেন । কবিতা গুলো লিখেছেন আমাদের নিয়মিত লেখিকা সাকিসেফ উম্মে ফাতেমা । চলুন দেখে নেয়া যাক কবিতা গুলো ।
সমুদ্র নিয়ে কবিতা :
সাগরের সাথে প্রেম
সাগর আমায় উদাস করে, স্মৃতির পাতায় ডুব
নীল জলের গর্জনেতে মায়ায় পড়ি খুব;
জীবন বুঝি সৈকতে গড়া বালুর সংসার
ঢেউয়ের আঘাতে তার অমোঘ সংহার।
পূর্নিমাতে জোৎস্নাবিলাস কিংবা আঁধার অমাবস্যা,
হুট করে ক্ষনে ক্ষনে জীবন বদলায় সহসা।
গাঙচিল সাম্পানে মুখরিত তট,
স্বপ্নীল মোহরা সব জড়ায় হুটহাট।
দিগন্ত মেশে যেথায় নীল সমুদ্রের বুকে
সেথায় হারাতে চাই, অপূর্ণতা চোখে।
সূর্যোদয়টা নতুন ভোরের, অপার্থিব সূর্যাস্ত
জীবন সুন্দর হেথায়, প্রশান্তি এক প্রস্ত।
জোয়ার ভাটার চক্রে দেখি জীবনের পরিবর্তন
স্মৃতির সাথে বাস্তবতার পাঁচ-মেশালি আবর্তন,
সূর্যঘড়ির চক্রে এমন সমুদ্রবিলাস
শান্ত করে মনকে ভীষণ, সুখের অভিলাষ।
আরো আছেঃ>> সমুদ্র নিয়ে উক্তি
সমুদ্র নিয়ে কবিতা ( সমুদ্র ও জীবন )
স্বপ্নেরা মেলে ডান নীল সমুদ্দুরে,
চোখ মেললেই দেখি গাঙচিল উড়ে।
প্রবাল পাথর ভেদে- কোমল প্রভা
গোধূলী হতেই ছড়ায় লালাভ আভা।
নোনাজলে জলকেলি মধুর স্মৃতি
ঝাউ আর কেয়াবনে হরিৎ প্রকৃতি।
সারি সারি নারিকেল গাছ ছায়া দেয় তটে
সৈকতে শামুক ঝিনুক পাওয়া যায় বটে।
পানির নীচে সেথায় অন্য জগত
মাছেরা ছুয়ে যায় জল পারাবত,
নিঝুম রাতে তার অন্য এক রূপ
নক্ষত্রের কোলাহল আছে, বাকি সব নিশ্চুপ।
ঢেউয়ের তালে তালে সাম্পান দুলে
ভাটার টানে কতো প্রান যায় ভুলে,
সমুদ্রের অসীমতা শান্ত করে মন
যান্ত্রিকতাহীন অভিলাষী আকাঙ্খিত জীবন।
জলরাশি
সমুদ্র আমায় প্রেমিক করে ধিতাং ধিতাং মন
পূর্নিমাতে জোসনা বিলাস তোমার মন হরন,
খালি পায়ে বালুর তটে তোমার পদচিহ্ন
চলার পথে ঝড় উঠলেও বাধন হবে না ছিন্ন।
সমুদ্রের কল্লোল বুকের বামপাশেতে লাগে
ছয়তারে সুরের তালে প্রেমের হাওয়া জাগে,
হাতের মুঠোয় রুদ্র-পলাশ; নীল শাড়িতে দেবী
উর্বশীর সৌন্দর্যে সমুদ্রও খায় খাবি!
নীল সমুদ্রে জলকেলি প্রিয় তোমার সাথে
জলদেবীও তোমায় সাথে খুনসুটিতে মাতে,
দক্ষিনা বাতাস ফিসফিসিয়ে ভালোবাসা জানায়
গাঙচিলেরা উড়ে বেড়ায় তোমার পাহারায়।
তোমার সাথে ডুবতে রাজি প্রেমের দরিয়ায়
কেয়া পাতার নৌকে ভাসি ভীষণ অবেলায়,
নীল সাগরে ভাসিয়ে দিবো সকল শূন্যতা
তোমার মাঝেই আমার আছে সকল পূর্নতা।