শাওন নামের অর্থ কি ? বলা হয়ে থাকে মানুষের নামের সাথে তার ভাগ্যের অনেকটা যুক্ত থাকে। বিধাতা পুরুষ ভাগ্য লেখেন ব্যাক্তির নামের সাথে সামঞ্জস্য রেখে। তাই একজন সদ্য ভূমিষ্ট যে শিশু তার নাম কি হবে, জীবনের চলার পথে পরিচয় কি হবে এ নিয়ে বাবা মাযের চিন্তার শেষ থাকে না। বই, পুস্তক, ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করে তোলপাড় করে ফেলেন তার আদরের সন্তানের নামের জন্য। নামটি হতে হবে যেমন ধর্মীয় ভাবসমৃদ্ধ, তেমনি হতে হবে যুগোপযোগী, আধুনিক ও স্মার্ট৷ বাবা, মায়ের এই পরিশ্রমের সমাধান হতে পারে “শাওন” নামটি। এই নামটি যেমন স্মার্ট, তেমনি ধর্মীয় ভাবসম্পন্ন।
” শাওন ” নামটি নিয়ে এই লেখাটি থেকে যা জানতে পারবেন :
* শাওন নামের আভিধানিক অর্থ কি?
* শাওন নামটির ইংরেজি বানান কি?
* শাওন নামটি কি ইসলামিক নাম?
* শাওন নামটির সহযোগে কিছু ইসলামিক নাম
* শাওন নামের বিখ্যাত ব্যাক্তি
শাওন নামের অর্থ কি :
বাংলায় শাওন বলতে প্রধানত বর্ষাকাল বা বৃষ্টির সময়কে বোঝানো হয়ে থাকে। তবে শাওন শব্দের আরেকটি অর্থ আছে। শাওন শব্দের অর্থ
” সুসজ্জিত ”
শাওন নামের ইংরেজি বানান :
শাওন নামটির ইংরেজি বানান হলো : Shawon বা Shaon
শাওন নামটি কোন লিঙ্গের :
শাওন নামটি সাধারণত ছেলেদের নাম হিসেবেই ব্যবহৃত হয়ে থাকে৷ তবে মেয়েদের নামের অংশ হিসেবেও এটি ব্যবহৃত হয়ে থাকে।
যেমন: ছেলেদের নাম হিসেবে ” আফ্রিদ হাসান শাওন” আর মেয়েদের নামের অংশ হিসেবে ” মেহের আফরোজ শাওন “
শাওন নামটি কেন জনপ্রিয়!
নামের ক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য নাম হলো তিন অক্ষরের নাম। এ ধরনের নাম ধরে ডাকা সহজ। বানানও সহজ৷ শাওনও তেমনি তিন অক্ষরের নাম। এছাড়াও নামটি যথেষ্ট স্মার্ট ও সময়োপযোগী নামটির অর্থও খুব সুন্দর৷ এছাড়া এই নামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো একটি ধর্মীয় গাম্ভীর্যের বিষয় আছে নামটির মধ্যে।
এই ইসলামী নামটি বাংলাদেশ, ইন্ডিযা, পাকিস্তান, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশে জনপ্রিয় একটি নাম।
আরো জানুনঃ>>> তামিম নামের অর্থ কি
শাওন নামটির সহযোগে কিছু ইসলামী নাম :
শাওন আহমেদ, শাওন হাসান, শাওন রহমান, শাওন হাওলাদার, শাওন তালুকদার, মীর্জা আফ্রিদ শাওন, শাওন ইসলাম, আব্দুল শাওন, শাওন ইকবাল খান। সুমাইয়া আরেফিন শাওন, মেহের আফরোজ শাওন, শাওন ফেরদৌসী, জান্নাতুল ফেরদৌস শাওন।
শাওন নামের বিখ্যাত ব্যাক্তি :
মেহের আফরোজ শাওন, হচ্ছেন বাংলাদেশের একজন অভিনেত্রী, নৃত্যশিল্পী, পরিচালক এবং স্থপতি। তার জন্ম ১৯৮১ সালের ১২ অক্টোবর। তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী। আপনার সন্তান হতে পারেন সেই বিখ্যাত ব্যাক্তি, যার মাধ্যমে
শাওন নামটি আরো মহিমান্বিত হয়ে উঠবে৷ সারা বিশ্বের মানুষ চিনবে “শাওন” কে৷