শুভ বিবাহ বার্ষিকী ছবি বিবাহের শুভেচ্ছা কার্ড sms গান কবিতা স্ট্যাটাস ও এসএমএস নিয়েই আমাদের আজকের পোস্ট। এখানে কিছু সুন্দর সুন্দর ছবি ও ছন্দ লাইন পাবেন শুভ বিবাহ নিয়ে যা আপনি যে কারো বিয়েতে উইশ করতে পারেন। ছবি গুলো আমরা অনেক ভালো করে বানিয়েছি, তাই এগুলো শেয়ার করলে উইসার কে খুশী করা যাবে সহজেই। Read more >> Happy marriage anniversary bangla sms
শুভ বিবাহ বার্ষিকী ছবিঃ
শুভেচ্ছা ও উক্তিঃ
প্রেমে পড়া সহজ, তবে একই ব্যক্তির সাথে সারাজীবন ভালবেসে থাকা অনেক কঠিন।
একে অপরের ভালোবাসার আরেকটি নতুন বছরের জন্য অভিনন্দন ।
যদিও আরও এক বছর কেটে গেছে, আপনার ভালোবাসার ভাগীদার অব্যাহত রয়েছে। আমার সমস্ত ভালোবাসা ও শুভেচ্ছাকে প্রেরণ করলাম আপনাদের ভালোবাসার আরো একটি নতুন বছরের জন্য।
সুখী হতে টাকা পয়সা লাগে না, সুখ থাকে মনের অনেক গভীরে। আশাকরি তোমার বিবাহিত জীবনের আরো একটি বছর শুরু হবে সুখ, সমৃদ্ধি আর ভালোবাসার মধ্য দিয়ে ।
Read more:>> বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা
বিবাহ নিয়ে কিছু কথাঃ আমাদের বর্তমান সমাজের বিয়ের দিকে তাকালে মনে হয় না যে আমরা বিয়ে করছি, মনে হয় আমরা কোন কনসার্টে বা জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করছি। কিন্তু ইসলাম কি বলে বিয়ের বেপারে তা আমরে কেউই মনে রাখি না বা মানতে চাই না। ইসলাম জাঁকজমক পূর্ণ বিয়েকে সমর্থন করে না, বিয়ে যত সাদামাটা হবে ইসলামের নিয়মে বিয়ে ততটাই ভালো এবং সুন্নাহ ভিত্তিক।
আর আরেকটা বেপার হচ্ছে, আমাদের আধুনিক বাবা মা, তারা তাদের ছেলে মেয়ে কি অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে কি না তা নিয়ে একটুও মাথা ঘামায় না। যদি ছেলে মেয়ে বিয়ের কথা বলে, তখন আমাদের বাবা মায়েরা বলে ছেলেটা বা মেয়েটা লজ্জা সরমের মাথা খেয়েছে। অথচ তারা গোপনে অথবা সম্মুখে যত খারাফ কাজই করুক না কেন, তারা তাতে কিছুই মনে করে না, তারা মনে করে এটা আধুনিক যুগ, ছেয়ে মেয়েরা এভাবেই চলবে এটাই স্বাভাবিক।
অথচ তারা এটা মানতে চায় না যে, যুগ যতই আধুনিক হোক, পাপ তো পাপই। আমরাই আমাদের সন্তানদের খারাফ পথে ঠেলে দেই। আবার আমরাই বলি ছেলে মেয়ে গুলো খুব খারাফ, কথা শুনে না। আরো অনেক কিছু।