শুভ জন্মদিন এসএমএস কবিতা স্ট্যাটাস

শুভ জন্মদিন বাংলা এসএমএস এর দুনিয়ায় আমরাই সবার প্রথম । আশা করি সবগুলো জন্মদিনের এসএমএস আর কবিতা অনেক ভালো লাগবে আপনাদের । ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাবেন । ধন্যবাদ

শুভ জন্মদিন এসএমএস ও কবিতাঃ

শুভ শুভ শুভ দিন, আজ তোমার জন্মদিন ।
মুখে তোমার দিপ্ত হাসি, ফুল ফুটেছে রাশি রাশি ।
হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে,
তেমন করে বন্ধু তোমার জীবন যেন শুখের সাগরে ভাসে ।


আজ তোমার জন্মদিন,
জীবন হোক তোমার রঙিন ।
সুখ যেন না হয় বিলীন,
দুঃখ যেন না আসে কোন দিন ।জন্মদিনের শুভেচ্ছা বার্তা


দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন,
কিন্তু তোমার কথাই শুধু ভাবছি সারাদিন ।
** জন্মদিনের শুভেচ্ছা **জন্মদিনের শুভেচ্ছা কার্ড


মিষ্টি আলোর ঝিকিমিকি সবুজ ঘাসে ঘাসে,
স্নিগ্ধ হওয়ায় দুলিয়ে মাথা ফুলের কলি হাসে ।
পাখির গানে পরিবেশে মায়াবি এক ধোঁয়া ,
পেয়েছে ওরা তোমার শুভ জন্মদিনের ছোঁয়া ।
“” শুভ জন্মদিন “”


আধার ভেঙ্গে সূর্য হাসে
বিশ্বভুবন আলোয় ভাসে ।
পাক-পাখালি ধরলো গান
নদীর বুকে ওই কলতান ।
তর তরিয়ে চললো তরী
মহাসাগর দেবো পাড়ি ।
তরু শাখায় লাগলো দোল
চল বন্ধু চল জলকে চল ।
খুশিতে মন তা ধিন ধিন
আজ যে তোমার জন্মদিন **


জন্মদিনের কবিতা


জন্মদিন, শুভ জন্মদিন ।
ফুলেরা ফুটেছে হাসি মুখে
বাড়ছে ভ্রমরের গুঞ্জন,
পাখিরাও গাইছে নতুন সুরে
জানাতে তোমায় অভিনন্দন ।
নদীতে বইছে খুশীর জোয়ার
বাতাসে সুভাশিত কলরব,
তোমাকে নিয়েই মাতামাতি আজ
তোমার জন্যই সব ।
জীবনে হও অনেক বড়
পৃথিবীকে করো ঋণী,
গাইবে সবাই তোমার জয়গান
রাখবে মনে চিরদিনি ।
জীবন হোক ছন্দময়
সপ্নগুলো রঙিন,
ভালোবাসায় ভরে উঠুক
তোমার জন্মদিন ।।
জন্মদিন শুভ জন্মদিন !!


জন্মদিনের শুভেচ্ছা


বান্ধবীকে জন্মদিনের এসএমএসঃ

কোন রাজার সিংহাসন থেকে নয়, নয় হিমালয়ের পাদদেশ থেকে । ৭ সমুদ্র ১৩ নদীর ওপাড় থেকে নয়, আমার হৃদয়ের ছোট্ট কুটির থেকে জানাই **** শুভ জন্মদিন ***


আজ বাতাসে সুভাষিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান । প্রকৃতি হেলে-দুলে হয়েছে রঙিন । ফুলেরা সব ফুটেছে বাগানে । আজ আমার প্রিয়ার জন্মদিন । শুভ জন্মদিন ।


আর একটা বছর এসে গেলো, বেড়ে যাবে আর একটা মোমবাতি ।
কাল ও ছিলাম আজ ও আছি, তোমার জন্মদিনের সাথী । শুভ জন্মদিন ।শুভ জন্মদিন ছবি


আজকের এই বিশেষ দিনে হয়ে উঠো আরো নবীন ,
ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন ।


জন্মদিনে কি বা দিবো তোমায় উপহার ?
বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও পেয়ার ।
শুভ জন্মদিন ।


তোর জন্য ভালোবাসা , লক্ষ গোলাপ জুঁই,
হাজার লকের ভীরে আমার, থাকবি হৃদয়ে তুই ।
শুভ জন্মদিন


সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার, পুরন হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেঁচে থাকো হাজার বছর । ** শুভ জন্মদিন **


নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু । যা হয় না যেন শেষ ।
জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে পাঠালাম তোমায় এই এসএমএস ।
** শুভ জন্মদিন **


শুভ জন্মদিন


জন্মদিনের স্ট্যাটাস ক্যাপশন :

A 4 আমি… B 4 বলতে… C 4 চাই… D 4 দারুন..
E 4 একটা… F 4 ফাটাফাটি… G 4 গোপন কথা…
H 4 হ্যেপি বার্থডে ।


আজকের এই রাত – তোমার জন্য ডেকে আনুক সুখময় নতুন এক প্রভাত ।
আজকের এই দিন – তোমার জন্য হোক রঙিন ।
আজকের এই সময় – তা শুধু তোমার জন্য আর কারো নয় ।
জানাই শুভ জন্মদিন – তোমার জন্য এই পৃথিবীটা হয়ে যাক রঙিন ।


আমাদের ভালোবাসা, পুরন হোক তোমার মনের সব আশা,
সুখী থাকবে তুমি নিয়ে আমাদের ভালোবাসা !!!
******* শুভ জন্মদিন ********


বাড়লো আরেকটা বছর তোমার জীবনের সাথে, এগিয়ে যাও সন্মানের সাথে,
আনন্দের সাথে আরো দূরে । ইচ্ছে হোক তোমার পুরন । শান্তি থাকুক তোমার প্রানে ।
ভালবাসুক সবাই তোমার এই জন্মদিন থেকে । “””” শুভ জন্মদিন “”””””


গ্রীষ্মের ফুলগুলি, বর্ষার অঞ্জলি,
শরতের গীতালি, হেমন্তের মিতালী ।
শিতের পিঠা-ফুলি, বসন্তের ফুল-কলি ।
এমনি করে ভরে থাক,
তোমার জীবনের দিনগুলি ।
“””””””” শুভ জন্মদিন “””””””””জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন


জন্মদিনের শুভেচ্ছা, প্রিতি আর ভালোবাসা, পৌছবে তোমার কাছে, এই আমার আশা ।
এই কবিতা পড়ে তুমি হাসবে হয়তো, কে বা জানে উদ্যেশ্য সফল হবে !
যদি এই এসএমএস একটা হাসি তোমার মুখে আনে ।
****** শুভ জন্মদিন ********


জন্মদিনে কি বা দেবো তোমায় উপহা্‌
বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও পেয়ার,
^^^^^^ শুভ জন্মদিন ^^^^^


তোর জন্যে ভালোবাসা, লক্ষ গোলাপ জুই ।
হাজার লোকের ভিড়ে আমার, থাকবি হৃদয়ে তুই ।
**** শুভ জন্মদিন *****


এই দিনটা আসে যেন বছর বছর ফিরে,
যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে ।
“””””” শুভ জন্মদিন “”””””


সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার,
পুরন হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা,
বেঁছে থাকো হাজার বছর ।
******* শুভ জন্মদিন *******


জন্মদিনের শুভেচ্ছা নিও, যদিও বিলম্বিত,
Birthday Treat পেতে বতস হব বার প্রিত ।
হ্যাপি বার্থডে


মুছে দাও পুরনো বেদনা, খুলে দাও মনেরি জানালা,
ভুলে যাও বেথার দিনগুলি, মুছে ফেলো চোখের পানি,
ঝরে যাক দুঃখ দুর্দশা, মনে জাগাও সন নতুন নতুন আশা ।
“”””””””””””শুভ জন্মদিন””””””””””””


আজ বারোটায় একটু খানি,
কাটিয়ে ঘুমের রেষ,
চোখটি মেলে চেয়ে দেখো,
আরো একটি বছর শেষ ।
(((শুভ জন্মদিন)))


তোমার জন্য দোয়া করি ১২ মাস আনন্দে ৫২ সপ্তাহ খুশী,
৩৬৫ দিন সাফল্য ৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য আর ৫২৬০০ মিনিট সৌভাগ্য ।
+++++শুভ জন্মদিন+++++


সাগরের ঢেউ, ফুলের সুঘন্ধ, রাতের তারারা,
সবাই জড় হয়েছে তোকে একসাথে বলতে—–
\\\\\\\শুভ\\\\\জন্মদিন\\\\\\\\


জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই আমার জানা
সবচেয়ে সুন্দর মানুষটিকে, তোমার একটা হাসিতে
আলোকিত হয় চারিদিক, অনেক ভালোবাসা রইলো তোমার জন্য ।


আজকের এই দিনে আশা রাখি জীবনের
আনন্দ যাত্রায় কখনই সত্যের পথ থেকে সরে যাবে না,
জন্মদিনের শুভেচ্ছা নিও ।
&&&&&& শুভ জন্মদিন &&&&&&&

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *