যদিও আপনি জানতে চাচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় জেলা কোনটি ? কিন্তু এটা হবে আমার মতে পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি । এই প্রশ্নটি এভাবেও হতে পারে যে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি ? আমরা এই দুইটি প্রশ্নের উত্তরই জানবো এখানে । আসুন তাহলে জেনে নেয়া যাক ।
পৃথিবীর সবচেয়ে বড় জেলা কোনটি ?
আগেই বলেছি, এখানে প্রশ্নটি হবে পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি । এই হিসেবে আমরা জাপানের টকিয়ো শহরকে বলতে পারি পৃথিবীর সবচেয়ে বড় শহর । কারণ এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশী জনসংখ্যা এখানে বেশী । তাই এটিকেই পৃথিবীর সবচেয়ে বড় শহর বা জেলা বলতে পারেন ।
বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি ?
আমরা জানি আয়তনের দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙামাটি । রাঙামাটির আয়তন ৬১১৬ বর্গ কিলোমিটার । আর জনসংখ্যার দিক হিসেব করলে ঢাকার নাম সবার আগে আসে । তাই এই হিসেবে সবচেয়ে বড় জেলা আমরা রাঙামাটিকেই ধরতে পারি । আরো কিছু জানার থাকলে নিচে কমেন্ট করে জানান । আমরা উত্তর দেয়ার চেষ্টা করবো । ধন্যবাদ ।