আজকে আমরা জানবো সুবহানা রাব্বিয়াল আলা অর্থ কি ? এটি আমরা সাধারণত নামাযের সেজদায় গিয়ে পড়ে থাকি । আমরা এখনো অনেকেই এর বাংলা অর্থ জানি না । অনেকেই হয়তো জানি, তবে মনে থাকে না । তাই আমরা এখানে এর অর্থ খুব সুন্দর করে বাংলায় লিখে দিয়েছি । যাতে করে আপনি ভুলে গেলেও এখান থেকে আবার দেখে নিতে পারেন । চলুন তাহলে শুরু করি ।
সুবহানা রাব্বিয়াল আলা অর্থ কি :
এর বাংলা অর্থ হচ্ছেঃ ” আমি আমার মহান রব আল্লাহ্র পবিত্রতা ঘোষণা করছি ” । তবে এটা যেহেতু একটি আরবি দোয়া তাই এটার বাংলা অর্থের মধ্যে সামান্য তারতম্য হতে পারে । তবে এর মূল মর্মার্থ কিন্তু একই । তা হলোঃ মহান আল্লাহ্র পবিত্রতা ঘোষণা করা । তাই এখানে দ্বিমত করার মত কিছুই নেই । আসুন এবার জেনে নেই এটা কখন এবং কতবার পড়তে হয় ।
কখন ও কতবার পড়তে হয় :
এই ছোট্ট দোয়া নামাজের মধ্যে সেজদায় গিয়ে পড়তে হয় । এবং বিভিন্ন আলেমগণের ভাষ্যমতে প্রতি সেজদায় ৩,৫,৭ বার করে পড়তে পারবেন যে কেউ । তবে সর্বনিম্ন তিন বার পড়তেই হবে । তা না হলে সালাত সহীহ হবে না ।
Read more:>>> আসতাগফিরুল্লাহ অর্থ কি
শেষ কথা :
এখানে আমরা সবকিছু আপনাদের সুবিধার জন্যই দিয়ে থাকি । তাই যদি এখান থেকে উপকৃত হন, তাহলে আমাদের জন্য দোয়া করবেন আর যদি কোন ভুল দেখতে পান, তাহলে কমেন্ট করে আমাদের জানান । আমরা খুবই দ্রুত তা ঠিক করে দেবো । আমাদের সাথেই থাকবেন এবং আমাদের সাইট নিয়মিত ভিজিট করবেন । এই কামনা করে আজকের লিখা এখানেই শেষ করলাম । সবাই ভালো থাকবেন ।