সূরা নাস বাংলা উচ্চারণ অর্থ আরবি

সূরা নাস বাংলা উচ্চারণ সহ অর্থ ও আরবি লেখা পাবেন এখানে । মদিনায় অবতীর্ণ সূরা আন নাস আল কুরআনের ১১৪তম ও সর্বশেষ সূরা। এই সূরার ৬ আয়াতে শয়তান যে গোপনে মানুষদেরকে সবসময় কুমন্ত্রণা দিতে থাকে এবং এ থেকে রক্ষা পাওয়ার জন্য কার কাছে আশ্রয় চাইতে হবে সে কথায় বলা হয়েছে। এছাড়া সকল প্রকার বালা মসিবত হতে মুক্তিসহ সূরা নাসের আছে অনেক ফযিলত। নীচের অংশে সূরা নাসের আরবী, বাংলা উচ্চারণ, বাংলা অর্থ ও এর ফযিলত দেওয়া হলো।

সূরা নাসের আরবিঃ

بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْم

قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ
مَلِكِ ٱلنَّاسِ
إِلَٰهِ ٱلنَّاسِ
مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ
ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ
مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ

Read More >>  রোজা সম্পর্কিত আয়াত ও হাদিস

সূরা নাস বাংলা উচ্চারণঃ

বিসমিল্লাহির রহমানির রহিম :
১. কুল আঊযু বিরব্বিন্ নাস
২. মালিকিন্ নাস
৩. ইলা-হিন্ নাস
৪. মিন্ শাররিল ওয়াস্ওয়াসিল খন্নাস
৫. আল্লাজী ইউওয়াসবিসু ফী সুদু-রিন নাস্
৬. মিনাল জিন্নাতি ওয়ান্নাস

সূরা নাস বাংলা অর্থঃ

পরম দয়ালু, দয়াময় আল্লাহর নামে শুরু করছি:
১.আপনি বলুন, আমি মানবজাতির প্রতিপালকের নিকট আশ্রয় চাই।
২. মানুষের মালিকের নিকট।
৩. মানুষের উপাস্যর নিকট।
৪. গোপনে কুমন্ত্রণাদাতা (শয়তানের) অনিষ্ট হতে।
৫. যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়।
৬. জিন অথবা মানুষের মধ্য থেকে।

আরো দেখুনঃ>>> সূরা ফালাক

সূরা নাসের ফযিলতঃ

প্রতিদিন সকাল-সন্ধ্যায় তিন কুল হিসেবে পরিচিত সূরা ইখলাস, সূরা ফালাক ও এই সূরা পাঠ করলে সমস্ত প্রকার বিপদাপদ ও কষ্ট থেকে রক্ষা পাওয়া যায়। বিশেষ করে শয়তান ও শয়তানরুপী মানুষের অনিষ্ট তথা ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। এছাড়া প্রত্যেক ফরজ নামাজের পর সূরা ফালাকের সাথে এই সূরা পাঠের বিশেষ উপকারীতা আছে। রাসূল (সাঃ) প্রতি ফরজ নামাজের পর ও ঘুমাতে যাওয়ার আগে ও ঘুম থেকে উঠার পরে এই সূরাদ্বয় পাঠ করার আদেশ দিয়েছেন।

Read More >>  দান নিয়ে উক্তি

মানুষের রব, মালিক ও মাবুদ একমাত্র আল্লাহ তায়ালাই। তিনি ছাড়া অন্য কেউ এসব গুণের অধিকারী নয়। তাই সকল চাওয়া শুধুমাত্র তার কাছেই চাইবেন। আর মনে রাখবেন, শয়তান যে শুধু জীন তা কিন্তু নয়, মানুষের মধ্যেও শয়তান বিরাজ করে। এরা মানুষকে বিভিন্নভাবে প্ররোচিত করার চেষ্টা করে। কিন্তু তাদের হাত থেকে বেঁচে থাকতে শুধুমাত্র আল্লাহ তায়ালার কাছেই আশ্রয় চাইবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *