তুমি কি দেখেছ কভু লিরিক্স

গানের নামঃ তুমি কি দেখেছো কভু ।   Read more: ঘুম ভালোবাসি লিরিক্স
গীতিকারঃ মো: মনিরুজ্জামান
সুরকারঃ সত্য সাহা

তুমি কি দেখেছ কভু লিরিক্স :

তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় !
দুঃখের দহনে, করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় ।

আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়
শুকনো পাতার মর্মরে বাজে কত সুর বেদনায়
আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়।

প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে
জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে ।
.
কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়
স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় ?
ধরণীর বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারো নয় ।

Read More >>  ei raat tomar amar lyrics

দুখের দহনে, করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় ।

Tumi ki dekhecho kovu lyrics:

Tumi ki dekhecho kovu jiboner porajoy ?
dukher dohone, korun rodone tile tile tar kkhoy.

ami to dekhechi koto je sopno mukulei jhore jay
sukno patar mormoro baje kot sur bedonay
akashe batashe nisfol asha hahakar hoye roy.

Read More >>  Purano sei diner kotha lyrics

protidin koto khobor ase je kagojer pata vore,
jibon patar onek khobor roye hay ogocore.

keu to jane na praner akuti bare bare se ki chay
sarther tane priyojon keno dure sore cole jay ?
dhoronir buke pashapashi tobu keu bujhi karo noy.

dukher dohone korun rodone tile tile tar kkhoy……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *