Tumi robe nirobe lyrics / তুমি রবে নীরবে লিরিক্স । এই গানটি একটি রবীন্দ্র সংগীত । খুব সুন্দর একটি গান । নিচে তুমি রবে নীরবে গানটি লিরিক্স দেয়া হলো । tomar khola hawa song lyrics.
Tumi robe nirobe lyrics / তুমি রবে নীরবে লিরিক্স ঃ
তুমি রবে নীরবে,
হৃদয়ে মমো,
তুমি রবে নীরবে,
নিবিড়, নিভৃত,
পূর্ণিমা নিশীথিনি সমো,
তুমি রবে নীরবে ।
মমো জীবন যৌবন,
মমো অখিল ভুবন,
তুমি ভরিবে গৌরবে,
নিশীথিনি সমো ।
তুমি রবে নীরবে,
হৃদয়ে মমো,
তুমি রবে নীরবে ।
জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি ।
জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি ।
মমো দুঃখবেদন,
মমো সফল স্বপন,
মমো দুঃখ বেদন,
মমো সফল স্বপন,
তুমি ভরিবে সৌরভে,
নিশীথিনি সম ।
তুমি রবে নীরবে,
হৃদয়ে মমো,
তুমি রবে নীরবে,
নিবিড় নিভৃত,
পূর্ণিমা নিশীথিনী সমো,
তুমি রবে নীরবে ॥