Valo achi valo theko lyrics

valo achi valo theko lyrics, valo achi valo theko bangla song lyrics. This is the most popular bangla song. This song is collected from bangla popular movie. Valo achi valo theke bangla ganer kotha. Amaro porano jaha chay lyrics.

ভাল আছি, ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালাখানি,
বাউলের এই মনটা রে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।

পুষে রাখে যেমন ঝিনুক,
খোলসের আবরনে মুক্তর সুখ
তেমনি তোমার গভীর ছোঁয়া
ভিতরের নীল বন্দরে।

ঢেকে রাখে যেমন কুসুম,
পাপড়ির আবডালে ফসলের ঘুম
তেমনি তোমার নিবিড় চলা
মরমের মূল পথ ধরে।


Below i have posted the image with this song lyrics. You can download and save this song and sing this song anywhere anytime.

Valo achi valo theko lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *