বাংলা প্রেমের কবিতা

প্রিয় বন্ধুরা, এখানে আপনি কিছু সুন্দর ও জনপ্রিয় বাংলা ছোট বাংলা প্রেমের কবিতা পাবেন । যেগুলো পড়ে আপনার কাছে খুব ভালো লাগবে । এই বাংলা প্রেমের কবিতা গুলো বিভিন্ন সোর্স থেকে কালেকশন করা হয়েছে। শুধু মাত্র বেঁচে বেঁচে ভালো ভালো বাংলা প্রেমের কবিতা গুলো নেয়া হয়েছে । যাতে করে এই ভালোবাসার কবিতা গুলো আপনার প্রিয় জনের সাথে শেয়ার করতে পারেন । ধন্যবাদ ।বাংলা প্রেমের কবিতা

বাংলা প্রেমের কবিতা :

ღ_ღ_ কনফিউজড প্রেম
তোমার সাথে হয়না দেখা
হয়না কথা রোজ,
ভাবলে তোমায় কঠিন হৃদয়
যাচ্ছে হয়ে ন্যূব্জ।
মোচড়ে উঠে হৃদয় আমার
দেখলে তোমায় কভূ,
মনের ভাষা হয়না প্রকাশ

গোপনে রয় তবু।


ღ_ღ_ মিষ্টি প্রেম
প্রখর রোদে ঘামছি আমি
ভাবছি এ যে বৃষ্টি,
মন্দের মাঝেও ভালো থাকি
পেলে তোমার দৃষ্টি।
তোমায় ছাড়া শূন্য ভূবন
মহাকাশের মতো,
নেই পাশেও তবু তোমায়

ভাবছি অবিরত।


ღ_ღ_ মিচুয়াল প্রেম
আমায় তুমি ভালোবাসো
আমিও কি কম ?
সমান্তরাল ভালোবাসা
চলছে হরদম।
ছাড় দিইনা কেউ কাউকেই
পান থেকে চুন খসলেই,
ভালোবাসার বারুদ জ্বলে

হৃদয় একটু ঘষলেই।


ღ_ღ_ বেপরোয়া প্রেম
একটু দূরে সরলেই তুমি
মেজাজটা যায় চড়ে,
ইচ্ছে করে এই পৃথিবী
ভষ্ম করি পুড়ে।
আমার কাছে তুচ্ছ সবই
কেবল তুমি ছাড়া,
তোমার জন্য প্রধানমন্ত্রীকেও

করতে পারি তাড়া।


ღ_ღ_ বাঁশ খাওয়া প্রেম
স্কুল লাইফে তোমায় দেখি
কলেজ লাইফে প্রেম,
হাতের মাঝে উল্কি এঁকে
লিখেছি তোমার নেম।
সাত বছরের প্রেমের পর
করবো যখন বিয়ে,
আমায় ছেড়ে বাঁধলে ঘর

অন্য মানুষ নিয়ে।


ღ_ღ_ নষ্ট প্রেম
বন্য আমি তোমার জন্য
নেই জীবনের মানে,
ধ্বংস হলো জীবন আমার
তোমার প্রেমের টানে।
বোতল আমার সঙ্গী সাথী
ধোঁয়ায় জীবন বাঁধা,
তবুও ভাবি কৃষ্ণ আমি

তুমিই আমার রাধা।


ღ_ღ_ মিনি প্রেম
দূর পাল্লার বাসে তুমি
ছিলে সহযাত্রী,
মিষ্টি মিষ্টি হরেক কথায়
কাটলো দিবা রাত্রি।
নামতে গিয়ে নাম্বার দিলে
তোমার সেল ফোনের,
ডায়াল করে টাশকি খেলাম

নাম্বার অন্য জনের।


ღ_ღ_ অফিস প্রেম
রিসিপশানের সেই মেয়েটির
বাঁকা চোখের খাদে,
আটকে গেলো হৃদয় আমার
পড়ে প্রেমের ফাঁদে।
তাকে দেখলেই বিষম খাই
মাথা নত লাজে,
বসের জ্বালায় হয়না প্রেম

মন বসেনা কাজে।


ღ_ღ_ বিবাহত্তোর প্রেম
আমি যদি ডাইনে চলি
তুমি চলো বামে,
শীতে যখন কাঁপছি আমি
তুমি ভেজো ঘামে।
তোমার সঙ্গে এখন আমার
কিছুই মিলে না,
কিন্তু তোমায় ছাড়া আমি
চলতে পারিনা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x