ভালোবাসার কবিতা – ভালোবাসা ডট কম

ভালোবাসা ডট কম
হাসানুল হক

দোতলার ওই চিলেকোঠায় একটুখানি রোদ,
আমায় দেখে মুচকি হেসে, নিচ্ছ প্রতিশোধ?
মুগ্ধ চোখে তোমায় দেখি
কি যে দারুন লাগে
সকাল শুরু হয় যে আমার
তোমায় দেখি আগে।

ধীরে ধীরে বেলা গড়ায়
শহুরে ভিড় বাড়ে
ব্যস্ত মানুষ, ব্যস্ত সবই
তোমাকে ভাল্লাগে।

চিন্তাগুলো তোমায় নিয়ে
ভাবনাগুলো ভাবি,
মনে মনে বলি আমি,
‘সঙ্গে আমার যাবি?’
দূর পাহাড়ে ,নীল আকাশে
ছোট্ট একটা ঘরে
ভেসে যাব দুজন মিলে
মেঘের মতো করে।

প্রেমের ডানা মেলে দুজন
হারিয়ে যাবো নীলে,
আকাশ ছোঁয়ার সাহস পাব
মনটা আমায় দিলে!

অজানা এক গানের সুরে
মিলিয়ে দুজন সুর,
ফুরিয়ে যাবে সব চিন্তা
কষ্ট হবে দূর।

মিষ্টি হাসি দেখে তোমার
মনটা জুড়িয়ে যায়,
” ভালোবাসি”, “ভালোবাসি”
মনটা বলতে চায়।

বাড়ছে বেলা ,বাড়ছে সময়
বাড়ছে প্রেমের রেশ,
চিৎকার করে বলছি আমি,
এইতো আছি বেশ।

অ্যামাজন থেকে আটলান্টিক
শুধুই তোমায় দেখি
হিমালয় থেকে সুন্দরবন
তোমার ছবি আঁকি!

তোমার জন্য আমার বুকে
অনেক ভালোবাসা,
তোমার সাথে জীবন পাড়ি দিব
এই তো মনের আশা।
প্রথম যখন তোমায় দেখি
সে এক অনুভূতি!
মিষ্টি মায়া,
মুখটা জুড়ে
আহা সে কি স্মৃতি!

নীল রংটা তোমার আবার
অনেক বেশি প্রিয়
ভালবেসে যাব আমি
একটা সুযোগ দিও!

নীল রঙের সেই শাড়িতে আজ
লাগছে পরি তোমায়,
হরিণী সেই কাজল চোখে
পাগল করলে আমায়!

লাল টিপ এর রহস্য যে
গোপন থেকেই যাক
কিছু কিছু কথা না হয়
অপ্রকাশিত থাক।

যতদূর চোখ যায়
শুধুই যে তুমি
তুমিময় চারপাশ
প্রেমময় আমি।

তোমার প্রিয় হলে আমি
সবার কাছে প্রিয়
ভালবেসে যাব আমি
একটা সুযোগ দিও।

নামটি তোমার শোনার আগেই
নাম দিয়েছি আমি
সেই শব্দের মূল্য এখন
সবচাইতে দামি।

যখন তোমার সময়গুলো
কাটে অন্ধকারে
উষ্ণ আলো নিয়ে আমি
আসবো বারে বারে।

সূর্য ডুবে সন্ধ্যা হলে
ভয় পাবে না তুমি
পাশে আছি, পাশেই থাকবো
এইযে হলাম আমি।

জোনাক পোকার মৃদু আলোয়
তোমার উপস্থিতি,
তোমার সাথে জমিয়ে রাখব
জ্যোৎস্না রঙিন স্মৃতি!

তুমি ,তুমি ,তুমিময়
আমি দিনকাল ভালোবেসে ফেলেছি
জানে মহাকাল।
জানে ওই গাংচিল, জানে ওই বাড়ি
কথা দাও ওগো প্রিয়,
দিবে না যে আড়ি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x