ভালোবাসার ছন্দ কষ্টের এই ছন্দ গুলো আমরা আপনাদের জন্য দিয়েছি । আশাকরি ছন্দ গুলো অনেক অনেক পছন্দ হবে । কারণ এগুলো অনেক বাছাই করা । আপনারা এর আগে হয়তো অনেক ছন্দ দেখেছেন, তবে আমাদের এই ছন্দ গুলো তাদের মত নয় । আসুন তাহলে ছন্দ গুলো দেখে নেয়া যাক ।
ভালোবাসার ছন্দ কষ্টের :
১. পোঁড়া বাঁশি কে বাজায়?
আমায় যে কাঁদায়,
মন বেঁধে রাখি
তবুও সে হারায়।
২. সুখ নিংড়ে কষ্ট ভাসে,
প্রবল স্রোতের তরে।
আমি যেনো ডুবো তরী
অচিন নদীর পাড়ে….
৩. স্বপ্ন ভরা এই জীবনে কষ্ট যখন আসে,
হায় কেউ থাকেনা আমার পাশে দুঃখের অভিলাসে।
৪. স্বপ্নহারা হৃদয় ভাঙা কঠিন মানুষগুলো,
এক অতীতে কেমন করে অনেক খুশি ছিল।
৫. কষ্ট যেখানে দুহাত বাড়িয়ে দেয়,
শ্রাবণ ঢল সেখানে অঝোর বৃষ্টি নিয়ে হাজির হয়।
৬. হৃদয়ে যেথায় মরু হাহাকার সুখ সেখানে ফাঁকি,
দুচোখ ভরে কষ্ট চেপে মুখ লুকিয়ে রাখি।
৭. কষ্ট বুঝি পরশ পাথর আমার অভিধানে,
কতো মানুষ পর হলো যে মিথ্যে মায়ার টানে
৮. আধার কালো কষ্ট হেথায় আমার হৃদয় জুড়ে,
সুখ সরোবর সব আয়োজন তোমায় খুঁজে ফেরে।
৯. খুব ঠকেও সুখ খুঁজেছি স্বপ্ন দেখার ভিড়ে,
কষ্ট যেন আসলো ছুয়ে নিলো আমায় ঘিরে।
১০. কষ্ট সয়ে রাত পোহালো তবু কান্না করা বারণ,
আমার চোখের শিকল পরা কষ্ট হলো আপন।
১১. তোমায় যতবার হারিয়ে খুঁজি, যদি ততবার নিজেকে খুঁজতাম।
তাহলে হয়তো নিজেকে হারাতাম না।
১২. আজ শিকল পরিয়ে আমার চোখে তুমি ভালোবাসো আকঁছো….
কাদঁতে পারছি না আমি…..
১৩. ভালোবাসা তখনই অসহায়,
যখন অবহেলা সামনে এসে দাঁড়ায়।
১৪. নিজের সর্বস্ব দিয়েও বুঝি তোমাকে পাওয়া হলো না।
তোমার ভালোবাসার ভার সইতে পারছি না।
১৫. জনমে জনমে পূজনীয় প্রেম অবহেলার পাত্রে উৎসর্গ করা হয়েছিলো-
শত কষ্টে আধারে প্রদীপ জ্বেলে অগ্নিশিখা জ্বলেছিল।
১৬. কারো জন্য অপেক্ষা করে কিছু বলতেও পারা যায় না।
আবার সহ্য করা যায় না।
কষ্টের ছন্দে ভালোবাসা :
১৭. স্বপ্ন ভাঙ্গা এই শহরে কষ্ট ছিল যত,
উড়িয়ে দিলাম ঐ আকাশে রঙিন ঘুড়ির মত।
১৮. কষ্ট দিয়ে বাঁধো আমায় স্বপ্ন ছুঁয়ে দিও,
একলা শহরে হাঁটবে যখন আমায় খুঁজে নিও।
১৯. তবু ডাকিও না আমায় নিবিড় করে তোমার প্রয়োজনে,
তবুও অপেক্ষা করি আমি হাজারো কষ্টের আয়োজনে।
২০. শুনেছি ভালোবাসায় নাকি সুখ কম কষ্টের পাল্লায় বেশি হয়।
তবুও ভালোবেসে ছেড়ে যাওয়া মানুষের কত ভয়।
২১. নদী ভাঙনের মতো তিলে তিলে কষ্টের হৃদয় ভাঙ্গা টাও বুঝি এত গভীর।
যেখানে মানুষটা শুধু পৃথিবীর মতোই স্থবির।
২২. কি ভয়ানক সেই যন্ত্রনা, যখন মানুষ ভালোবাসা হারিয়ে ফেলে।
অথচ নতুন ভালোবাসা তার চেয়েও বেশি সহজ, নতুন মানুষ খুঁজে পেলে।
২৩. যদি ভালবাসতে নাই পারো তাহলে কেন স্বপ্ন দেখাও?
কেনো সুখের চেয়ে বেশি কষ্টেরই মর্ম বোঝাও।
২৪. আমি সেদিনও এসেছিলাম এক সহস্র সুখের বৃষ্টি নিয়ে।
অথচ ভালোবাসা না দিয়ে তুমি আমাকে এক সাগর কষ্ট ফিরিয়ে দিলে।
২৫. কতবার তোমার কাছে এসেছি, তোমাকে এক নজর দেখেছি।
তোমার এক মুঠো হাসির বিনিময়ে, হাজারো কষ্ট সয়ে নিয়েছি।
২৬. পৃথিবীতে নিখাদ ভালোবাসা বলে কিছুই নেই।
যা আছে সেটা শুধু কষ্টে মোড়ানো এক রক্তিম সুখের অনুভূতি।
২৭. রক্ত জবার মতো রক্তিম হৃদয় নিয়ে তোমার কাছে এসেছিলাম।
অথচ তোমার চোখে কষ্ট সরোবর এক ঝরনা দেখেছিলাম।
২৮. তাহলে কি আজকাল ভালোবাসা ও মেকি হয়ে যাচ্ছে?
আসল আর নকল যে কষ্টই হোক না কেন, তা ভালোবাসাকে হারিয়ে দিচ্ছে।
২৯. কিছু কিছু নীরব কষ্ট রক্তিম ভালোবাসা বয়ে আনে।
যেমনটা এক হৃদয় অন্য হৃদয়কে টেনে আনে।
তুমি শুন্য হাতে এসেছিলে, কষ্ট দিয়ে
ভালোবাসার উপহার দিয়ে গেলে।
৩০. যেমন টা তুমি চেয়েছিলে ঠিক তেমনি করেই বুঝি কষ্ট এসেছে আমার দুয়ারে।
তবুও তুমি করুণার দৃষ্টি নিও না সরায়ে।
৩১. আমার হৃদয় শূন্য ঝুড়ি তোমার পথে চেয়ে,
তবু কষ্ট সয়ে তোমায় দেখি আমার দুচোখ ভরে।