প্রিয় বন্ধুরা, আমরা এখানে আমাদের নিজের লিখা কিছু Romantic kobita দিয়েছি । এই কবিতা গুলো আমরা মজা করে লিখেছি । অনেকেই কবিতা গুলো পড়ে অনেক প্রশংসা করেছেন । তাই আপনাদের সাথেও শেয়ার করলাম । কবিতা গুলো পরে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ।
Romantic kobita বাংলা :
তোমার একটি কথা আমি পারবোনা রাখতে ,
তোমায় ছাড়া আমি পারবোনা থাকতে ।
তোমায় একটি কাজ আমি বলবো না করতে ,
তোমায় ছাড়া আমি পারবোনা বাঁচতে ।
তুমি আমায় কষ্ট দিবে যত ,
তোমায় আমি ভালোবাসবো তত ।
তুমি আমায় দূরে রাখবে যত ,
আমি তোমার কাছে আসবো তত ।
তুমি যখন বলো কষ্টে আছি ,
আমি তখন তোমার পাশেই থাকি ।
তুমি যখন বলো ব্যাস্ত আছি ,
আমি তখন তোমায় নিয়ে ভাবি ।
আমার উপর যতই হও বিরক্ত ,
আমি ততই হবো তোমার ভক্ত ।
——– হাবিবুর রাহমান সোহেল (bangla-love-sms.com)
কিছু সময় আসে হারিয়ে যাবার,
আবার কিছু সময় আসে খুঁজে নিয়ে ধরে রাখার,
কখনো সময় আসে বুজে নেবার, বুজিয়ে দেবার,
কিছু সময় আসে সময়কে কাজে লাগাবার !
চাঁদকে বলে একটু আলো দিতে পারি তোমায়,
সেই আলোতে দেখে নিও পরান ভরে আমায়.
বাতাস হয়ে উড়িয়ে নেবো মেঘেরই উপরে ,
সন্ধ্যা হলে পৌঁছে দেব তোমার আপন ঘরে.
মেঘের হাতে একটি চিঠি পাঠিয়ে দিলাম আজ,
বন্ধু আছি অনেক দূরে হাতে অনেক কাজ,
বৃষ্টি তুমি একটি বার জানিয়ে দিও তাকে,
বন্ধু তোমার পাশেই আছি হাজার কাজের ফাঁকে !
একটু একটু প্রেম আর একটু একটু সুখ,
তোমার ভালোবাসা পেয়ে ভরে গেছে আমার বুক,
অনেক সাধনার পরে পেয়েছি তোমায়,
তাই তোমাকে আর হারাতে চাইনা কোনো অবেলায়,
পিছনে ফিরে তাকাতে আর ভালো লাগে না,
মিলনের মধুর মুহূর্ত কেন কাছে আসে না !
তোমায় যদি না পাই এই জীবনের তরে,
এই জীবন যাবে মোর আঁধারে আঁধারে ,
আলো তুমি মোর নয়নের মাঝে .
অন্তরের মানুষ তুমি এই প্রেমের দুনিয়াতে,
আশা তুমি মোর জীবনের তরে,
ভালোবাসার ঘর বানাবো তোমার মনের মাঝে !
মজার প্রেমের কবিতাঃ
বন্ধুর কাছে চেয়ে একটি
মেয়ের নাম্বার পাই,
মাঝে মাঝে মিস কল দেই,
কিন্তু কোন সাড়া নাই ।
হটাত একদিন বিকেল বেলা,
মেয়েটির মিস কল পাই ,
কল দেবো কি কল দেবো না
ভয়ে মরে যাই ।
সাহস করে যখন আমি
ডিরেক্ট কলটা দেই ,
রিসিভ করে আন্টি বলে,
তোরকি মা-বোন নেই ?
এখন আমি কি যে করি
লজ্জায় মরে যাই ,
কান ধরেছি আর দেবনা কল
এবার ক্ষমা চাই ।
হাবিবুর রাহমান সোহেল (bangla-love-sms.com)
Good