আখেরাত বা পরকাল নিয়ে উক্তি

আখেরাত বা পরকাল নিয়ে উক্তি বাণী হাদিস কোরআনের আয়াত ইসলামিক পোস্ট । মৃত্যু পরবর্তী জীবন হলো আখিরাত। পরকালে কে কেমন থাকবে সেটা নির্ভর করে দুনিয়াতে বান্দার কর্মের উপর। ভালো কাজের বিনিময়ে জান্নাত আর মন্দ কাজের বিনিময়ে জাহান্নাম নির্ধারণ করা আছে। তবে অনেকেই আখেরাত সম্পর্কে সচেতন না। তাই মানুষের মাঝে সচেতনতা বাড়াতে আপনাদের জন্য কোরান হাদীসে উল্লেখিত আখেরাত সম্পর্কে গুরুত্বপূর্ণ বাণী নিয়ে এসেছি। আশা করছি আখেরাত নিয়ে উক্তি আপনাদের কাছে বেশ ভালোই লাগবে।

আখেরাত বা পরকাল নিয়ে উক্তি :

দুনিয়া হলো আখেরাতের শস্যক্ষেত্র। সংগৃহীত

হায়! যদি আখেরাতের জন্য কিছু করতাম। সূরা ফজরঃ ২৪

আখেরাতে বান্দার জন্য তাকওয়াই সর্বোত্তম পন্থা। হযরত মুহাম্মদ (সাঃ)

দুনিয়াতে সামান্য কিছুর জন্য আখেরাতকে ভুলে যেও না। সংগৃহীত

কবর হলো আখিরাত জীবনের প্রথম মনজিল। হযরত ওসমান (রাঃ)

যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা আখেরাত হারায় । সংগৃহীত

মানুষকে সৃষ্টি করা হয়েছে আখেরাতের জন্য, দুনিয়ার জন্য নয়। সংগৃহীত

দুনিয়ার নেয়ামত অল্প এবং আখেরাতের নেয়ামত অফুরন্ত। সংগৃহীত

দুনিয়া এমন একটি নদী যার যাত্রী তারাই যার তীরে আখেরাত এবং যার নৌকা তাকওয়া। সংগৃহীত

Read More >>  সাজেক নিয়ে ক্যাপশন

আখেরাত বা পরকাল নিয়ে উক্তি

এই জীবনের মাধুর্য পাওয়া যায় আল্লাহকে স্মরণে; আখেরাতের মাধুর্য পাওয়া যায় তাকে দর্শনে। ইয়াসির কাদি

সাহাবাদের অন্তরে দুনিয়ার উপস্থিতি ছিলো শূন্য কিন্তু তাতে আখেরাত ছিলো পরিপূর্ণ। ইবনে রজব আল হানবলী

নিশ্চয়ই যারা আখিরাতকে বিশ্বাস করে না তারা সঠিক পথ থেকে বহু দূরে রয়েছে। সূরা মুমিনঃ৭৪

নামাজ পড়, রোজা রাখ, কালেমা পড় ভাই, তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই। কাজী নজরুল ইসলাম

এদের দুনিয়া ও আখেরাতের সমূদয় আমল বিফলে যাবে এবং তাদের কোনো সাহায্যকারী নেই। সূরা ইমরানঃ২২

যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের উপর ঈমান রাখে, সে যেন উত্তম কথা বলে; নইলে চুপ থাকে। বুখারী ও মুসলিম

 

দুনিয়া নিয়ে দুঃশ্চিন্তা করা অন্তর অন্ধকারাচ্ছন্ন, আর আখেরাত নিয়ে দুঃশ্চিন্তা করা অন্তর আলোকিত। হযরত উসমান (রাঃ)

দুনিয়ার প্রেমে আল্লাহকে পাওয়া যায় না, কিন্তু আল্লাহর প্রেমে দুনিয়া ও আখেরাত উভয়ই পাওয়া যায়। সংগৃহীত

যে নিজেকে স্মার্ট দাবি করে কিন্তু আখেরাতের দিকে মনোযোগ দেয় না, সে মিথ্যা বলছে। ওয়াহব ইবনে মুনাবীহ (রঃ)

Read More >>  বারান্দা নিয়ে ক্যাপশন

নিশ্চয়ই যারা আখেরাতের উপর ঈমান রাখে না, তাদের জন্য আমি বেদনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। সূরা বনি ইসরাইলঃ১০

এ দুনিয়া রং তামাশা ছাড়া কিছুই নয়, আর নিশ্চয়ই আখেরাতের আবাসই হলো প্রকৃত জীবন যদি তারা জানত।- সূরা আনকাবূতঃ৬৪

যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য ধর্মে যেতে চাইবে তার সে ধর্ম কবুল হবে না এবং আখেরাতে সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা ইমরানঃ৮৫

যারা ইসলাম অনুযায়ী সঠিক পথ অবলম্বন করে, তারা এই মহাবিশ্ব ও আখেরাতে কোনো ভয় ও সমস্যার সম্মুখীন হবে না। আল কোরআন

উত্তম সঙ্গী সেই, যাকে দেখলে আল্লাহকে স্মরণ হয়, যার কথা আপনার জ্ঞান বৃদ্ধি করে এবং যার কাজ আপনাকে আখেরাতের কথা মনে করিয়ে দেয়। সংগৃহীত

 

আপনি ন্যায় বিচারে বিশ্বাসী হলে আপনাকে অবশ্যই আখেরাতকে বিশ্বাস করতে হবে। কারণ, এই দুনিয়াটা শুধুমাত্র ন্যায় বিচারের ক্ষেত্রে যথেষ্ট নয়। নোমান আলী খান

লোকেদের মধ্যে এমনও কিছু লোক আছে, যারা বলে, হে আমাদের প্রভু! ইহকালেও আমাদের কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও এবং আমাদেরকে দোযখের আযাব হতে রক্ষা কর। সূরা বাকারাঃ২০১

Read More >>  শূন্যতা নিয়ে উক্তি

দুনিয়ায় মৃত্যু পরবর্তী সময় আখেরাত নিয়ে যথেষ্ট জ্ঞান না রাখায় দিনকে দিন আমরা গোমরাহর দিকে অগ্রসর হচ্ছি। ফলে জান্নাতের রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে। তাই আখেরাত সম্পর্কে ওয়াকিব থাকা একান্ত জরুরী। আর আমাদের আখেরাত নিয়ে উক্তি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে। মনে রাখবেন মানুষদেরকে ভালো পথে নিয়ে আসলে আল্লাহ তায়ালা তার উপর সন্তুষ্ট থাকেন। এবং বিনিময়ে জান্নাত নসিব করেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

You May Also Like

About the Author:

I am Md Habibur Rahman Sohel. Like to read and write all kinds of bangla content. Mostly like bangla caption, status, poem, quotes and sms.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *