মধ্যবিত্তদের স্বপ্ন নিয়ে উক্তি

মধ্যবিত্তদের স্বপ্ন নিয়ে উক্তি স্ট্যাটাস ও ক্যাপশন নিয়ে আমাদের আজকের পোস্ট । মধ্যবিত্তদের স্বপ্ন থাকে অনেক বেশী । কিন্তু তা বাস্তবায়ন করার মত ক্ষমতা বা শক্তি তাদের থাকে না । মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে উঠা ছেলে মেয়েরা খুব বড় কিছু চায় না । তারা চায় একটু খানি সুখ আর ভালো থাকা । কিন্তু তাও তাদের কপালে জুটে না । যাহোক আজ আমরা মধ্যবিত্তদের স্বপ্ন নিয়ে বিভিন্ন কথা শেয়ার করবো । আশাকরি পুরো পোস্ট মনযোগ দিয়ে পড়বেন । আসুন তাহলে শুরু করা যাক ।মধ্যবিত্তদের স্বপ্ন নিয়ে উক্তি

মধ্যবিত্তদের স্বপ্ন নিয়ে উক্তি :

এখানে আমরা শেয়ার করেছি অনেক ধরণের মধ্যবিত্তদের স্বপ্ন নিয়ে উক্তি । এই উক্তি গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশাকরি । কারণ আপনি যদি মধ্যবিত্ত পরিবারের লোক হয়ে থাকেন, তাহলে এই কথা গুলো আপনার মনের মতই হবে । এগুলো ঠিক সেই রকম যেই রকম টা আপনি খুঁজছেন । আসুন তাহলে দেখে নেয়া যাক লেখা গুলো ।

১. মধ্যবিত্তদের যে কত স্বপ্ন অধরাই রয়ে যায় তা শুধু তারাই জানে। মধ্যবিত্তদের আসলে স্বপ্ন দেখাই মানা।

২. আমাদের মত মধ্যবিত্তদের প্রতিদিনের মতোই কত স্বপ্ন যে জলাঞ্জলি দিতে হয় । সেটার কোনো হিসাব নেই।

৩. খুব হিসেব করা চলা মধ্যবিত্তরা কখনোই খুব বড় স্বপ্ন দেখে না। কারণ আমাদের মাঝে মধ্যে খুব ভালো করেই জানে অর্থই হলো সুখের বাহক।

৪. অনেক মধ্যবিত্ত ছেলেদের স্বপ্ন হল বাবা মাকে নিয়ে মাসে একদিন, কোনো ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা। আর টাকা হিসাব করতে করতে সেই মাসটা আর আসে না।

৫. আজকের সমাজে প্রতিষ্ঠিত মানুষগুলো একসময় মধ্যবিত্ত ছিল। তারা বড় কিছু করার স্বপ্ন দেখতো, কিছু করার স্বপ্ন দেখতো।

৬. মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো কখনোই নিজেদের স্বার্থের কথা ভাবে না। বরং তারা সবাইকে একসাথে নিয়ে সুখী হওয়ার স্বপ্ন দেখে।

৭. একটা ভালো চাকরি পাওয়ার স্বপ্ন একজন মধ্যবিত্ত পরিবারের যুবককে তাড়া করে ফিরে। জীবনের একটা সময় হয়েছে মধ্যবিত্ত পরিবারের ছেলেটার একটাই স্বপ্ন হয়ে ওঠে সেটা হচ্ছে চাকরি পাওয়া।

৮. মধ্যবিত্ত পরিবারগুলো এই সমাজে বড়লোক হবার স্বপ্ন দেখে না। তারা আসলে স্রেফ জীবন যুদ্ধে সংগ্রাম করে টিকে থাকে।

৯. একজন মধ্যবিত্ত পরিবারের ছেলের স্বপ্ন হচ্ছে মোটামুটি ধরনের একটা নিজস্ব বাড়ি তৈরি করা। এতে অন্তত মাস গেলে বাড়িভাড়া গুনতে হবে না।

১০. একটা ছোটো সাজানো গোছানো বাসা এবং তার সাথে লাগোয়া ছোট একটি বাগান। বিকেলে সেই বাগানে বসে সবাই একসাথে মিলে চা খাওয়া, এই স্বপ্ন নিয়ে বেঁচে আছে কত মধ্যবিত্ত পরিবার।

Read More:>>> মধ্যবিত্ত ছেলেদের কষ্টের স্ট্যাটাস

মধ্যবিত্তদের স্বপ্ন নিয়ে স্ট্যাটাস :

এখানে আমরা আরো নতুক এবং ইউনিক কিছু মধ্যবিত্তদের স্বপ্ন নিয়ে উক্তি দিয়েছি । এই উক্তি বা স্ট্যাটাস গুলো সবার কাছেই অনেক ভালো লাগবে । বিশেষ করে যারা মধ্যবিত্ত তাদের কাছে এই স্ট্যাটাস গুলো অনেক অনেক ভালো লাগার কথা । আমার কাছেও এগুলো অনেক ভালো লেগেছে, কারণ আমিও একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান । আর কথা নয় চলুন তাহলে স্ট্যাটাস গুলো দেখে নেয়া যাক ।

১. আমরা মধ্যবিত্ত পরিবারের সদস্যরা আসলে বড় কোন স্বপ্ন দেখার সুযোগও পাই না। নিত্যদিনের হিসাব, দেনা পাওনার পরিমাণ বের করতে করতে সময় চলে যায়।

২. মধ্যবিত্ত পরিবারের সন্তানরাও যে বড় স্বপ্ন দেখতে পারে, সেটা কাজে প্রকাশ পায়। মধ্যবিত্ত পরিবারের কেউ যদি সত্যিই হঠাৎ করে বড় কিছু করে ফেলে, তখন আবার অনেকেই সেটা ভালোভাবে নেন না।

৩. মধ্যবিত্ত পরিবারের একজন বাবা মাস শেষে কিছুটা হলেও সঞ্চয় রেখে দেন। একটা সময় এই সঞ্চিত অর্থ দিয়েই নিজের মেয়েকে ধুমধাম করে বিয়ে দেওয়ার স্বপ্ন দেখেন।

৪. মধ্যবিত্ত পরিবারের বড় ছেলেদের অনেকেরই স্বপ্ন থাকে। বাবার জন্য একটা ভালো পাঞ্জাবী এবং মায়ের জন্য নতুন দামী শাড়ি।

৫. মধ্যবিত্ত পরিবারের ছেলে বলেই হয়তো টিফিনের টাকা বাঁচিয়ে কোন নতুন খেলনা কিনে নেওয়ার স্বপ্ন দেখা। কেউ জানতেও পারবে না এই খেলনাতে কত ঘামঝড়া মায়া লুকিয়ে আছে।

৬. মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে রা একটু বড় হলেই টিউশন শুরু করে। আর টিউশনির টাকা থেকেই ঈদে বাবা মায়ের খুশি মাখা মুখ দেখার স্বপ্ন দেখে।

৭. একজন মধ্যবিত্ত পরিবারের ছেলেকে কখনো ই তাচ্ছিল্য করবেন না। আপনি হয়তো জানেন না সে নিজের স্বপ্ন পূরণ করার জন্য কতো রাত নির্ঘুম কাটিয়ে দিয়েছে।

৮. মধ্যবিত্ত পরিবারের কতো ছেলের নিজের প্রিয়জনকে নিজের ঘরনি করার স্বপ্নকে বিসর্জন দিতে হয়েছে।‌ হয়তো চাকরির অভাবে নয়তো অর্থাভাবে।

শেষ কিছু কথা :

প্রিয় বন্ধুরা, আমারা এখানে চেষ্টা করেছি প্রায় সব প্রকারের মধ্যবিত্তদের স্বপ্ন নিয়ে উক্তি ও স্ট্যাটাস দিতে । আমাদের লিখা এই স্ট্যাটাস ও উক্তি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে, তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন । আমাদের এই লিখার মাধ্যমে যদি আপনার সামান্যতম উপকার হয়ে থাকে, তাহলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না । নিচে আমাদের লিখা আরো অনেক রকমের পোস্ট এর লিংক রয়েছে । সময় থাকলে আমাদের সেই পোস্ট গুলো পড়ে দেখতে পারেন । সবাই ভালো থাকবেন । ধন্যবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *