মুখোশধারী মানুষ নিয়ে উক্তি ও স্ট্যাটাস নিয়ে আমাদের আজকের পোস্ট । আমাদের চারপাশে কত শত মুখোশধারী মানুষ আছে তার কোন হিসেব নেই । এত এত মুখোশধারী মানুষ এর ভিড়ে ভালো মানুষ গুলো হারিয়ে যায় । ভালো মানুষ গুলো সব সময় সব জায়গায় থাকে না । তাদের খুঁজে বের করতে হয় । আমাদের আজকের লেখা যেহেতু মুখোশধারী মানুষ দের নিয়ে, তাই আসুন তাহলে শুরু করা যাক ।
আমাদের এই লিখা গুলো থেকে অনেক কিছু শেখার আছে । তাই এই লিখা গুলো নিজে পড়বেন এবং সবার সাথে শেয়ার করবেন আমাদের এই পোস্ট লিংক । যাতে সবাই পড়তে পারে ।
মুখোশধারী মানুষ নিয়ে উক্তি :
অনেকেই মুখোশধারী মানুষ নিয়ে উক্তি খুঁজে থাকে । তাদের জন্য আমাদের আজকের এই লেখা । এখানে এমন অনেক গুলো উক্তি দেয়া হয়েছে । যেগুলো পড়লে এই ধরণের মানুষ গুলো সম্পর্কে অনেক কিছুই জানা যায় । আসুন তাহলে শুরু করা যাক ।
১. মানুষের ভিতরে সব সময় দুইটা সত্তা বাস করে। আর একজন মুখোশধারী ব্যক্তি শুধুমাত্র তার লোক দেখানো সত্তাটা সবার সামনে প্রকাশ করে।
২. মুখোশধারী মানুষ কখনোই তার ভেতরের আসল রংটা প্রকাশ করতে চায় না। এজন্যই সে সব সময় দ্বৈত সত্তা নিয়ে চলাফেরা করে।
৩. একজন মুখোশধারী মানুষ সবসময় নিজের প্রকৃত বৈশিষ্ট্য বদলাতে থাকে। ঠিক এই জন্যই সে নিজের এবং অপরের জন্য স্থায়ী হয় না।
৪. আমাদের সামনে থাকা মানুষটা ঠিক কোন ধরনের মুখোশধারী সেটা আমরা কল্পনাও করতে পারবো না। তাই প্রতিটি মানুষের কাছ থেকেই অন্তত নিজেকে ন্যূনতম সতর্ক রাখা উচিত।
৫. মুখোশধারী মানুষ বেশিরভাগ সময় নিজের মধ্যে একটা মিথ্যা আবরণ তৈরি করে রাখে। যার কারণে তার প্রকৃত চেহারাটা সবার অগোচরে থেকে যায়।
৬. মুখোশধারী মানুষের ভিতরে ধোঁকা দেয়ার প্রবণতা বেশি থাকে। কারণ সে সহজেই মুখোশের আড়ালে থেকে যে কাউকে ধোঁকা দিতে পারে।
৭. আপনি যদি ইতিবাচক উদ্দেশ্য নিয়েও মুখোশধারী হয়ে থাকেন। তবুও বলবো নিজের মুখোশ উন্মোচন করে সবার সামনে আসুন, তাহলে সবার কাছ থেকে ভালোবাসা পাবেন।
৮. যেকোনো মুখোশধারী মানুষই নিজের অস্তিত্ব সংকটের বিষয়টি টের পায়। আর তাই সে মিথ্যা মুখোশের আশ্রয় নিয়ে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায়।
৯. প্রতিটি মুখোশধারী মানুষের জীবনে কোন না কোন কালো অধ্যায় রয়েছে। আর তার জন্যই হয়তো একটা সময় সে নিজেকে মুখোশের আড়ালে ঢেকে নিয়েছে।
১০. আমরা সবাই কমবেশি নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করি। আর এরকম করতে করতে একটা সময় আমরা সবাই একেক জন মুখোশধারী মানুষে পরিণত হই।
Read More:>>> মুখোশধারী বন্ধু নিয়ে উক্তি
মুখোশধারী মানুষ নিয়ে স্ট্যাটাস :
মুখোশধারী মানুষ নিয়ে তো অনেক গুলো উক্তি পড়া হলো । এবার আসুন আরো কিছু স্ট্যাটাস পড়ে দেখি । এই স্ট্যাটাস গুলো আপনার ফেসবুকে শেয়ার করতে পারেন । এতে করে সবাই পড়তে পারবে । তারা এই স্ট্যাটাস গুলো থেকে সামান্য হলেও কিছু জানতে পারবে ।
১. নিজের বর্ণ লুকিয়ে একজন মুখোশধারী মানুষ যে কারও হৃদয়ে প্রবেশ করতে পারে। তাই এখন থেকেই নিজের হৃদয়ের জন্য সুরক্ষা প্রাচীর তৈরি করুন।
২. শুধুমাত্র অন্যের কথা ভেবে নিজের আনন্দ খুশি বিসর্জন দেওয়া মানুষটাও একজন মুখোশধারী। অথচ সে খেয়াল করলো না যে, কতগুলো মুহূর্ত সে নিজের সাথে মিথ্যে অভিনয় করে গেছে।
৩. এই পৃথিবীতে একজন মুখোশধারী প্রেমিক অথবা প্রেমিকা সবচেয়ে ভয়ংকর মানুষ। তারা আসলে সর্প সমতুল্য, যে কোনো মুহূর্তে বিষধর সাপের মতো দংশন করতে পারে।
৪. সৎ এবং পরিশ্রমী বাবাও তার সন্তানের সামনে একজন মুখোশধারী মানুষ। সন্তানের আবদার রক্ষা করার জন্য সে অনেক পরিশ্রম করে কিন্তু সেটা লুকিয়ে রাখে।
৫. এই শহরে কতশত মুখোশধারী মানুষের আনাগোনা। শুধু প্রকৃত মানুষের খুব অভাব।
৬. মুখোশধারী মানুষ সবসময় সবকিছু নিখুঁতভাবে করার চেষ্টা করে। আর এই একটা জায়গায় সে খুব সহজেই বোকা বনে যায়।
৭. মুখোশধারী মানুষ আমাদের সামনে সেটাই দেখায়, যা আমরা দেখতে চাই। আর এই কৌশলে সে বিজয়ী হয় আর আমরা অন্ধকারে থেকে যাই।
৮. একজন মুখোশধারী মানুষের স্বভাবই হচ্ছে লুকোচুরি করা। সে কখনোই আপনার সামনে প্রকৃত সত্য উন্মোচন করবে না।
৯. কিছু হলেই আমরা সমাজকে দোষারোপ করতে থাকি। যেখানে আমরা নিজেরাই এক এক জন এক একটা মুখোশধারী মানুষ।
শেষ কথা :
প্রিয় বন্ধুরা, এখানে আমরা চেষ্টা করেছি মুখোশধারী মানুষ নিয়ে উক্তি ও স্ট্যাটাস দিয়ে আপনাদের সাহায্য করতে । যদি আপনাদের উপকারে আসে, তাহলেই আমাদের এত কষ্টের সার্থকতা । আমরা এখানে প্রতিদিন অনেক নতুন নতুন পোস্ট করি । তাই আমাদের সাথেই থাকুন, আর সবার সাথে আমাদের সাইট এর কথা শেয়ার করুন । সবাই ভালো থাকবেন । ধন্যবাদ ।