এলাকার বড় ভাইদের নিয়ে কিছু সুন্দর সুন্দর স্ট্যাটাস ও ক্যাপশন নিয়ে এলাম আপনাদের জন্য । আমাদের দেশের প্রায় প্রত্যেক এলাকায় কিছু বড় ভাই থাকে, যারা ছোট ভাইদের অনেক স্নেহ করে এবং সবাইকে অনেক মাতিয়ে রাখে । আর সবার বিপদে এলাকার সবাইকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে । তাদের নিয়েই আমরা আজ অনেক দারুণ দারুণ কিছু স্ট্যাটাস দেবো । আশাকরি ভালো লাগবে অনেক ।
এলাকার বড় ভাইদের নিয়ে স্ট্যাটাস :
১. এলাকার বড় ভাই মানেই নানান ঝামেলার সাথে যুক্ত হওয়া অথবা মুক্ত হওয়া। ওনাদের ছাড়া আসলে চলেই না।
২. এলাকায় বড় ভাইদের দাপট ই অন্যরকম হয়। ক্রিকেট খেলায় এসে বলবে এই ব্যাট টা দে তো একটা বল মেরে চলে যাই।
৩. এলাকায় যে বড় ভাই গুলো থাকে তারা বেশিরভাগ সময় কোন কাজকর্ম করে না। তাই বিভিন্ন এলাকা ভিত্তিক কাজে জড়িয়ে থাকে।
৪. এলাকার বড় ভাইদের যে যাই বলুক না কেন। যে কোন বিপদে আপদে সমস্যায় তারাই সর্বপ্রথম এগিয়ে আসে।
৫. এলাকার বড় ভাই বাইক কিনেছে। এখন তার পিছে পিছে সব চ্যাংড়া পোলাপান গুলা ও এসে জুটেছে।
৬. আমার এলাকার এক বড় ভাই ছিলেন। যে সব সময় আমাদের ছোট ভাইদের কে ছায়া দিয়ে রাখতেন।
৭. আমাকে আর বড় ভাই মানেই এক প্রকার প্যারা। সব সময় টেনশনে থাকতে হয়, এই বুঝি কোন ঝামেলার জন্য ডেকে নিয়ে যায়।
৮. এলাকার বড় ভাই মা নেই চোখে একটা সানগ্লাস আর একটা বাইক আর একটু মাস্তানি মাস্তানি ভাব। অথচ ভেতরে ভেতরে ভিতুর ডিম একটা।
৯. এলাকার বড় ভাই গুলা বেশিরভাগ সময় পারিবারিক সমস্যায় জর্জরিত থাকে। তাদেরকে মানুষ ভালো চোখে দেখে না অথচ তাদের দুঃখটাও কারো চোখে পড়ে না।
১০. এলাকার বড় ভাইদের আর কিছু থাকুক আর না থাকুক একটা করে গার্লফ্রেন্ড থাকে। বেশিরভাগ সময় গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেলে তারা ছ্যাকা খেয়ে কিছুদিন ব্যাকা হয়ে পড়ে থাকে।
এলাকার বড় ভাইদের নিয়ে ক্যাপশন :
১. আমিও বড় হয়ে একদিন এলাকার বড় ভাই হব। তারপর সরাসরি জামাল চাচার আম গাছ থেকে সব আম নিয়ে আসবো।
২. একবার এলাকার এক বড় ভাইয়ের কথায় বিশ্বাস করে, তার গার্লফ্রেন্ডের জন্য চিঠি নিয়ে গিয়েছিলাম। আরেকটু হলেই গণধোলাই খেতাম।
৩. এলাকার বড় ভাইদের মধ্যে আবার গ্রুপিং থাকে। আর এই গ্রুপিং ছোট ভাইদের জীবন তেজপাতা করে দেয়।
৪. এলাকার যে বড় ভাইটা এক সময় দাপটে চলতো। বাবা মারা যাওয়ার পর সে একেবারে ই মাটির মানুষ হয়ে গেছে।
৫. এলাকার প্রতিটা বড় ভাইদের কাজ হল নিজের খেয়ে বনের মোষ তাড়ানো। বেশিরভাগ সময় কোন না কোন ঝামেলা নিয়ে ঘরে ফেরে।
৬. এখনকার সময় এলাকার বড় ভাইদের কাছ থেকেও দূরত্ব বজায় রেখে চলতে হয়। কারণ এদের সাহচর্যে থাকলে নিজের ক্ষতি বেশি হয়।
৭. আমি আমার এলাকার বড় ভাইদের খুব ভালো করেই চিনি। সামান্য ফুটবল খেলা নিয়েও অনেক বড় কাণ্ড বাধিয়ে দিতে পারে, আবার অনেক বড় গ্যাঞ্জামকেও সহজেই মিটিয়ে ফেলতে পারে।
৮. এলাকার বড় ভাই হতে হলে আপনার পকেট ভর্তি টাকা থাকতে হবে। তাহলেই আশেপাশের পা চাটা ছোট ভাই এগুলো আপনাকে বড় ভাই মনে করবে।
৯. একটা সময় ছিল যখন ছোটরা এলাকার বড় ভাইদের সম্মান করতো আর তারাও স্নেহ করতো। এখন রাজনীতি এসে সুন্দর বিষয়টাকে আরো বেশি নোংরা করে দিয়েছে।
শেষ কথা :
আশাকরি আমাদের এলাকার বড় ভাইদের নিয়ে এই স্ট্যাটাস ও ক্যাপশন গুলো অনেক এনজয় করেছেন । আমরা এইরকম আরো অনেক স্ট্যাটাস এখানে যোগ করবো । তাই আমাদের সাথেই থাকুন । এবং আমাদের সাইট সবার সাথে শেয়ার করুন । ভালো লাগলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না । অন্যান্য পোস্ট গুলো ঘুরে দেখার আমন্ত্রণ রইলো ।