শিশির ভেজা ঘাস নিয়ে ক্যাপশন ও কিছু কথা নিয়ে আমাদের আজকের পোস্ট । শীতের সকালে শিশির ভেজা ঘাসের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার যে একটা অনুভূতি, তা কখনো কাউকে বলে বুঝানো যাবে না । বিশেষ করে গ্রামের বাড়ি গুলোতে এই সুযোগ টা বেশী আসে । আমরা যারা এখন শহরে থাকি, তারা এই চিত্র এখন দেখি না বললেই চলে । তবে কিছু কিছু বাড়ির পাশে খোলা মাঠ থাকে, সেখানে এই চিত্র দেখা যায় । আমাদের আজকের এই ক্যাপশন গুলো ছন্দ মিলানো এবং অনেক রোম্যান্টিক । তাই আপনি চাইলে এই স্ট্যাটাস গুলো আপনার প্রিয় জনের সাথে শেয়ার করতে পারেন । তাহলে আসুন দেখা নেয়া যাক আমাদের আজকের লিখা ক্যাপশন গুলো ।
শিশির ভেজা ঘাস নিয়ে ক্যাপশন :
শিশির ভেজা ঘাসে এসো হাটি দুজনে,
চুপি চুপি মনের কথা বলবো গোপনে ।
শিশির ভেজা ঘাসে হাঁটতে ভালো লাগে,
তোমার সাথে প্রেমের খেলা খেলতে স্বাদ জাগে ।
আমি শ্বেত শিশির বিন্দু তুমি সকালের সূর্য কিরণ
আমার লুকোচুরি প্রণয়ের সাক্ষী এই গুল্ম ।
আকাশ শোনায় ভোরের গল্প সূর্য ওঠার পাশে
চাদের কান্না কি করে আটকে পরে, রোজ শিশির হয়ে ঘাসে ।
তুমি শিশির ভেজা ঘাসে আলতো পায়ে হেটে যাও,
আমার হৃদয়ের অনুভূতি গুলো দোল খেয়ে যায় ।
যেমন করে শিশির ফোঁটা লুকিয়ে থাকে ঘাসে
তেমন তুমি আছো আমার মনের মাঝে ।
শিশির ভেজা ঘাসে তুমি যখন হেঁটে যাবে,
মনের মধ্যে অন্যরকম এক অনুভূতি পাবে ।
মনের মাঝে যদি অন্যরকম এক অনুভূতি নিতে চাও
শিশির ভেজা কোন এক খোলা মাঠে চলে যাও ।
শান্ত মনে খালি পায়ে শিশির ভেজা ঘাসে হেঁটে যান
মনের সব দুঃখ কষ্ট ঝরে যাবে এক নিমিষেই ।
শীতের সকালে শিশির ভেজা ঘাসের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া
সত্যিই এক অসাধারণ অনুভূতি ।
Read more:>>> আকাশ নিয়ে ক্যাপশন
কোন এক শীতের সকালে শিশির ভেজা ঘাসে আলতো পায়ে
তুমি আসবে আমার কাছে, আমি রয়েছি তোমার অপেক্ষায় ।
শিশির ভেজা খোলা মাঠে তোমার হাত ধরে হাঁটতে চাই আমি
দেবে কি সেই একটু মিষ্টি সময় আমায় তুমি ?
শিশির ভেজা ঘাসে পড়ে থাকে আমার মন,
তুমি আসবে কবে, হাটবো একসাথে দুজন ।
প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ক্যাপশন গুলো ? আশা করি অনেক ভালো লাগছে শিশির ভেজা ঘাসের এই স্ট্যাটাস ও ছন্দ গুলো । আপনাদের কাছে সামান্যতম ভালো লাগলেই আমরা সার্থক । এই রকম আর অনেক সুন্দর সুন্দর ক্যাপশন পেতে আমাদের নিচের পোস্ট গুলো ভিজিট করুন । অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ।