আকাশ নিয়ে ক্যাপশন উক্তি স্ট্যাটাস ও ছন্দ নিয়ে আমাদের আজকের পোস্ট । এখানে আমরা আপনাদের জন্য অনেক দারুণ দারুণ সব লেখা দিয়েছি । আকাশ দেখতে ভালোবাসে না এমন মানুষ নেই বললেই চলে । মন খারাফ হলেই সবাই আকাশ আর সমুদ্র দেখতে অনেক ভালো বাসে । তাই আমাদের আজকের এই বিশেষ আয়োজন শুধুমাত্র আকাশ নিয়ে । চলুন তাহলে আকাশ নিয়ে ক্যাপশন ও উক্তি গুলো পড়ে দেখি ।
আকাশ নিয়ে ক্যাপশন :
১. নীল আকাশ বলে উদার হও
ধবল মেঘ বলে ভেসে বেড়াও
অন্তরের কালিমা সব মুছে ফেল
নিঃস্বার্থ হয়ে যত্ন করো।
২. আকাশ আধারাচ্ছন্ন হয়,
শুধুমাত্র তারাগুলোকে দেখাতে।
৩. আকাশ সীমাবদ্ধতা নয়, এটি কেবল একটি কল্পনা।
৪. নীল আকাশের মেঘবালিকা
আকাশের নীলে নীলে উড়ে বেড়ায়
রোদ্রের কোলে খেলে লুকোচুরি
মাঝে মাঝে কোথায় সে পালায় !
৫. আকাশ আমায় ভরল আলোয়,
আকাশ আমি ভরব গানে।
৬. সুন্দর আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে,
অন্তর যে আমার নৃত্য করে হৃদয়বীণায় সেতার বাজে।
৭. আকাশের চাঁদ মাটির বুকেতে
জোছনার মূর্ছনা ধরে,
আমার জীবনে কেন বারেবারে
তাকেই মনে পড়ে ।
৮. আকাশ কেন ডাকে
মন ছুটি চায়
ময়ূরপঙ্খী বারি
ঐ যায় ভেসে।
৯. আকাশের মতই সীমাহীন
সমুদ্রের মতই গভীর,
হৃদয় তোমার রাঙিয়ে দিলাম
ভালোবাসার তরীর।
১০. মোরা আকাশের মত বাঁধাহীন
মোরা মরু সঞ্চার বেদুঈন,
বন্ধনহীন জন্ম স্বাধীন
চিত্তমুক্ত শতদল।।
১১. আমায় আকাশ বলল
তোমার দু’চোখ,
মেঘ রঙ দিয়ে আঁকতে।
শুনে সমুদ্র বলল
তা কি করে হয়,
তার এত নীল থাকতে?
আমি কার আশা পূরণ করি বলো?
১২. আকাশে আজ স্বপ্নের খেলা
মনে মেঘের মেলা ,
হারালো সুর, বাঁধিল গান
ফুরালো যে বেলা।
Read more:>>> সমুদ্র নিয়ে ক্যাপশন
১৩. আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়-
আমার কথার ফুল গো আমার গানের মালা গো
কুড়িয়ে তুমি নিও.
আমার সুরের রংধনু
রচে আমার ক্ষনিক তনু
জড়িয়ে আছে সেই রংয়ে মোর অনুরাগ অতিক্ত।
১৪. কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে মেলে আঁখি সূর্য তপ্ত শিখাতে,
সঙ্গীত বাজে ওই পাখি কাকলিতে
স্বরলিপি গেয়ে যায় হাসিয়া নিবাসে।
১৫. আজি যত তারা সেই অন্তহীন আকাশে
তবে মোর প্রাণ ভরি জীবনের প্রকাশে।
১৬. আকাশ জুড়ে শুনিনু ওই বাজে
তাহারই নাম সকল তারার মাঝে ॥
১৭. মন আকাশে বৃষ্টি আসে রৌদ্র মেঘের জুটি,
আজ নতুন আলোয় আঁধারের হচ্ছে যে খুনসুটি।।।
১৮. স্বপ্ন আমার আকাশ চুম্বি
বাস্তবে তাই দি হাতছানি,
হারানোর ভয় নেই যে
নিঃস্ব আমি সে তো মানি!
১৯. পাড়ি দেওয়া ভীষণ সহজ
ইচ্ছে ডানায় ভেসে
আমার কল্পনার রং লেগেছে
সুদূর ওই নীল আকাশে ।
২০. আমার একলা আকাশ আতকে গেছে
রাতের কাছে এসে,
শুধু তোমায় কাছে পেয়ে ।
২১. আকাশের নীরবতার সাক্ষী আছে চাঁদ,
সূর্যটা খালি লড়াই দেখে করে না প্রতিবাদ ।
২২. যেথায় শুধুই ভোরের আলো
সেই তো আমার আকাশ,
আঁধার সেখানে ঠাঁই পায় না
শুধুই ভালোবাসার থাকে প্রকাশ ।
২৩. জীবনের আকাশে এত সুখের জ্যোৎস্না আছে,
জানতাম না,
যদি তোমার মনের আকাশে না হারিয়ে যেতাম ।
২৪. বন্ধু একাই আমি জাগব
আঁধার আকাশে একা,
চিরদিন চেয়ে আমি থাকব
একবার তো পাবো তোমার দেখা।
২৫. এই আকাশ নতুন
বাতাস নতুন-
সবই তাহার জন্য
চোখের নতুন চাওয়া দিয়ে
করলো আমায় ধন্য।
২৬. নিত্য নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে,
যেন ভালোবাসা ছড়িয়ে আছে
নীল আকাশের পানে।
আমায় দেখতে দাও-
ওই মন ভোলানো রংধনু রং
দেখতে দাও !
২৭. এত বড় আকাশটাকে
ভরলে জোছনায়
ওগো চন্দ্র
এ রাতে হায়
তোমায় বোঝা দায়!
২৯. নীল আকাশের রংটা না হয়
ভরাক আমার হৃদয়টা,
রক্তিম লাল করুক আমায়
লাল গোলাপের বনটা।
৩০. যদি ঘুম ভেঙে যায় একারাতে
মনে পড়ে আমায় প্রিয়;
চাঁদ হয়ে ভাসবো তোমার আকাশে
মনের চোখে তে আমায় দেখে নিও ।
আকাশ নিয়ে উক্তি :
আকাশ নিয়ে আরো ক্যাপশন ও উক্তি নিচে পাবেনঃ
১. শুধুমাত্র হৃদয় থেকেই আপনি আকাশকে ছুতে পারবেন, কেননা বাস্তবে তা অসম্ভব।
— রুমি
২. আকাশের দিকে তাকাও সেখানে তুমি আলো দেখতে পাবে, সৌন্দর্য খুজে পাবে। যা কোনো ছায়া কোনোদিন স্পর্শও করতে পারবে না।
— যে. আর. আর টলকিয়েন
৩. আকাশ মাঝে মাঝে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়, শুধুমাত্র তারাগুলোকে দেখাতে।
— ইভিট্টি কার্টার
৪. ভুলে যেও না সুন্দর একটা সূর্যাস্তের জন্য একটা মেঘাচ্ছন্ন আকাশই প্রয়োজন।
— পাওলো কোয়েলহো
৫. আকাশ আমাদের চোখের প্রতিদিনের খাবার স্বরূপ।
— রালফ ওয়ালডো ইমারসন
৬. আমার সীমা অনেক কম, আপনার টাও তাই, তবে আকাশের কোনো সীমা নেই।
— টি.এফ. হজ
৭. একটা সূর্যাস্তের সময় মনে হয় আকাশ একটা ডিম এর মতো ফেটে গেছে এবং সমুদ্রতে আগুন লেগেছে।
— পামেলা হ্যান্ডসফোর্ড জনসন
৮. আকাশ আমার কাছে অসংখ্য চলচ্চিত্রের এক সন্নিবেশ। আমি কখনো তার দিকে তাকিয়ে হাপিয়ে যাই না, কারণ সবসময়ই উপরে কিছু না কিছু চলছেই।
— কে.ডি ল্যাং
৯. একসাথে থাকলে আমরা অনেক কিছুর মোকাবেল করতে পারবো তা যতই সাগর এর চেয়ে গভীর কিংবা আকাশের মতো উচু হোক।
— সোনিয়া গান্ধী
১০. বৃষ্টি একটা দান,যখন বৃষ্টি পড়ে ধরে নাও আকাশ তোমাকে দান করছে। কেননা বৃষ্টি ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বিলীন হয়ে যেত।
— জন আপডিক
১১. পৃথিবী ও আকাশ, গাছ ও মাঠ, হ্রদ এবং নদী এসব হলো অত্যন্ত দক্ষ শিক্ষক। যারা আপনাকে জীবনের অনেক অধ্যায়ের শিক্ষা আগেই দিয়ে দেয়।
— জন লুববক
১২. আমি স্বপ্নে দেখলাম আমি একটা প্রজাপতিতে পরিণত হয়েছি, তারপর আকাশে উড়ছি। এখন জেগে উঠে আমি ভাবছি আমি কি মানুষ যে কিনা প্রজাপতি হওয়ার স্বপ্ন দেখলো, না আমি কোন প্রজাপতি যে কিনা মানুষ হওয়ার স্বপ্ন দেখছে!!
— ঝুয়াংজি
১৩. কেউই মুক্ত নয়, এমনকি আকাশ এর ওই পাখিগুলোও আকাশে বন্দি।
— বব ডিলান
১৪. আমি সত্যিই চিন্তিত ছিলাম না যখন আমার সময় খারাপ ছিল। শুধু আকাশ এর দিকে তাকিয়ে ভাবতাম ভালো জিনিস একটা না একটা সময় আসবেই ।
— মাহিরা খান
১৫. যখন আমার জীবনে হাজার হাজার পরিবর্তন হয়ে যায়, তারপরও আকাশ আমার সাথেই থাকে। আর উপরে তাকাইলে তা আমাকে একটা ভালো অনুভূতির জোগান দেয় একটা পুরানো বন্ধুর মতো।
— ইয়োকো অনো
১৬. আকাশ এর দিকে তাকাও দেখতে পাবে তুমি একা নও। আকাশ, সমুদ্র সবই আমাদের বন্ধু যা আমাদের স্বপ্ন দেখতে শেখায় ও তা বাস্তবায়ন করতে শেখায়।
— এপিজে আবুল কালাম আজাদ
১৭. আকাশটাকে রঙ করে নিজের মতো করে সাজিয়ে নাও, তারপর দুঃখের সময় আকাশকে নিজের দুঃখের সঙ্গী বানাও দেখবে সব গায়েব।
— সংগৃহীত
১৮. আকাশের দিকে তাকাও তাহলেই তুমি রংধনু খুজে পাবে, না হলে তোমার জীবন অন্ধকারেই থেকেই যাবে।
— চার্লি চ্যাপলিন
১৯. সমুদ্রের গন্ধ নাও এবং আকাশকে অনুভব করো, জীবনের মানে খুজে পাবে।
— ভ্যান মরিসন
২০. আকাশে তো মেঘ আসবেই, তাই বলে কি ঝড়ের ভয়ে ঘরে বসে থাকবে ?
— সংগৃহীত
২১. আমি আকাশ ভালোবাসি, কারণ আকাশের বিশালতা আমার মনকে বড় করে তোলে ।
— হাবিবুর রাহমান সোহেল
শেষ কথা :
প্রিয় বন্ধুরা, আমাদের এখানে দেয়া আকাশ নিয়ে ক্যাপশন ও উক্তি গুলো কেমন লেগেছে আপনাদের কাছে ? আশাকরি আমাদের লেখা গুলো খুব উপভোগ করেছেন । ভালো লাগার জন্য আমরা এখানে অনেক গুলো কবিতা ও ছন্দ দিয়েছি । আকাশ নিয়ে আরো অনেক নতুন নতুন লেখা আমরা এখানে যোগ করবো, তাই আমাদের সাথেই থাকবেন এবং আমাদের সাইট সব সময় ভিজিট করবেন ।