রোমান্টিক কথা প্রেমের কথামালা

রোমান্টিক কথা , রোম্যান্টিক ভালোবাসার কথা , প্রেমিকার জন্য প্রেমের কথামালা কথাবার্তা নিয়ে আমাদের আজকের লিখা । এই পুরো সাইট টি হলো রোমান্টিক কথা আর এসএমএস নিয়েই । তাই আমাদের সব গুলো পোস্ট ঘুরে দেখবেন আরো অনেক রোমান্টিক কথা আর এসএমএস পেতে । এখানেও সব জনপ্রিয় ও সুন্দর সুন্দর রোমান্টিক কথা দেয়া হয়ছে । এই রোমান্টিক কথা গুলো আপনি চাইলে সবার সাথে শেয়ার করতে পারেন । এই রোমান্টিক কথা গুলো এসএমএস করে আমাদের অন্যান্য পোস্টে দেয়া হয়েছে ।

রোমান্টিক কথা ও লিখাঃ

**মানুষের জীবনে চাওয়ার শেষ নেই,
স্বপ্নের সমাপ্তি নেই,আকুলতার অন্তি নেই ,
আমার চাওয়া তুমি,স্বপ্ন তুমি ,
আমার সব আকুলতা শুধু তোমার মাঝে
আমার জীবন শুধু তোমাকে ঘিরে॥**

**দুর নিলিমায় রয়েছি তোমার পাশে।
খুজে দেখ আমায় পাবে হ্রিদয়ের কাছে।
শুনাব না কোন কথা,গাইব শুধু গান।
যে গানে খুজে পাবে ভালবাসার টান।**

রোমান্টিক কথা

**দেখো চাঁদের দিকে,,কত যে কষ্ট
তার বুকে.. কখনো কালো মেঘ ঢেকে
যায়,,কখনো সে জোত্সনা হারায়.. তবুও
জোত্সনা ছড়িয়ে সে হাসে,,কারন সে
আকাশ কে ভালবাসে..!!**

**যার রাগ বেশি সে নিরবে অনেক
ভালোবাসতে জানে,
যে নিরবে ভালোবাসতে জানে তার
ভালোবাসার গভীরতা বেশি,
আর যার ভালোবাসার গভীরতা বেশি
তার কষ্টও অনেক বেশি।**

**হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক
দূরে যেখানে রয়েছে তোমার
ভালোবাসার সূখের নীড়। আর সেই
নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম।
আমি কল্পনার সাগরে ভেসে চলে
যাবো,যাবো তোমার হৃদয় সৈকতে,
তুমি দিবেনা ধরা?**

রোম্যান্টিক কথা

**ভুলতে পারিনা তারে,,ভালবাসি আমি যারে..
মনে পড়ে তারে,,শুধু বারেবারে..
জানিনা সে কত দূরে,,তবুও আছে মন জুরে..
এখনো যে ভাবি তারে,,
সে কি আজো ভালবাসে আমারে..??**

**কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে,,
বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে..
আর কেউ যদি না দেখে কাঁদে,,
বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালবাসে..!!**

**যারা ভালবাসা নিয়ে খেলা করে,,
তারাই ভালবাসা পায়..
আর যারা মন থেকে ভালবাসে,,
তারা ভালবাসা পায়না ঠিক কিনা..??**

Read more:  রোমান্টিক ক্যাপশন

**যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার??
আমি বলব চোখের পাতা নড়ে যতবার..
যদি বলো তোমায় ভালবাসি কত??
আমি বলব আকাশে তারা আছে যত..!!**

**তুমি রাজি থাকলে প্রেম করবো,
কাজী এনে বিয়া করব,
রাগ করলে কিস করবো,
দূরে গেলে মিস করবো,
পাশে থাকলে আদর করবো,
আর ভুলে গেলে খুব কষ্ট পাবো…!!**

**তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয়,,
তাহলে আমি ভুলে যেতে রাজি..
ভুলতে হয়তো কোনদিন ও পারবো না,,
তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো..!!**

**ভালবাসা মানে আবেগ দ্বারা নিয়ন্ত্রিত
হৃদয়ের অভ্যন্তরীণ একটা অনুভুতি,
যা কেবল – শুধু মাত্র ভালবাসার মানুষের সামনে
ভাষায় অথবা আচরণে প্রকাশ হয় ।**

**Sms হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুরে,,
রিংটোন হয়ে বাজবো আমি মিষ্টি মধুর সুরে,,
কখনো ভেবোনা আমি তোমার থেকে দুরে,,
বন্ধু হয়ে আছি আমি তোমার নয়ন জুরে,,**

**বন্ধু আমি চাইনা তোমায় অসীম সুখের ভাগ,,
কিন্তু যখন থাকবে দুঃখে দিও আমার ডাক,,
তোমার মুখে কান্না নয় দেখতে চাই হাসি??
মনে রেখো বন্ধু তোমায় অনেক ভালোবাসি!!!**

ভালোবাসার কথা মালা :

এখানে আমরা আরো কিছু রোমান্টিক কথা দিয়েছি আপনাদের জন্য । আমাদের সবার জীবনেই প্রেম আসে, আর সেই সময় আমরা হারিয়ে যাই এক অন্য জগতে । যেখানে ভালো লাগে সব রকমের রোমান্টিক কথা , কবিতা আর ছন্দ মালা । আসুন তাহলে ঠিক তেমন কিছু কথা ও ছন্দ এখানে দেখা যাক ।

**এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে,,
সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে..
মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই,,
শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই..!!**

**একটু ভালোবাসা দিবি?
যে ভালোবাসায় থাকবে না কোন দুঃখ ।
থাকবে না,না পাওয়ার যন্ত্রনা
থাকবে না মায়া কাঁন্না।
থাকবে শুধু সীমাহীন অনুভূতি ।
যেই অনুভূতি কে সাথি করে
কাটিয়ে দিবো সারাটা জীবন।**

ভালোবাসার কথা

**যদি ভালবাসাকে মৌচাক ধরি,
তাহলে বিশ্বাস হল মৌমাছি
কেননা উভয়ের বিশ্বাসের মাধ্যমেই
ভালবাসার অমৃত মধু পাওয়া যায়।**
**যদি পৃথিবীকে ধ্বংস করতে একদিন,
তৃতীয় মহাযুদ্ধ বাধে,
যদি কমে যায় কভু আলো আকাশের ঐ চাদে,
তবুও তুমি আমার,শুধু আমার।**

Read more:>>> প্রেমের এসএমএস

**ভালবাসো তাকে যে ভাবে তোমাকে..
বন্ধু করো তাকে যে চেনে তোমাকে..
আপন করো তাকে যে ভাবে তোমাকে..
মনে রাখো তাকে যে কখনো ভোলেনা তোমাকে..
জীবন সাথী কর তাকে যে থাকবে
তোমার পাশে সারা জীবন ।**

**প্রেম হলো সরল অংকের মত।
সরল অংকে যেমন যোগ,বিয়োগ,গুন,ভাগ ও
বন্দনী থাকে,তেমনি প্রেমেও থাকে
হাসি-ট্টাটা,মান-অভিমান,বিরহ- বিচ্ছেদ,
অনাবিল সুখ আর না পাওয়ার সিমাহীন বেদনা**

**টিপ দিলেই বলিস তুই টিপ হয়েছে বাঁকা,
ঠিক করার অজুহাতে আমায় ছুঁয়ে থাকা।
জ্বর এসেছে শুনলে জানি কপাল ছুঁয়ে দিবি,
ভালোবাসি বলতে গাধা আর কত সময় নিবি?**

**যদি পৃথিবীর সব গোলাপ প্রতিদিন
একটা করে তোমাকে দিয়ে বলি আমি
তোমাকে ভালবাসি ,সব গোলাপ শেষ
হয়ে যাবে ..তবুও আমার ভালবাসা শেষ
হবে না ..হয়তো আজও আমার ভালবাসার
গভীরতা বুঝতে পারো নি ….**

**মন নেই ভালো,জানিনা কি হলো,
পাসে নেই তুমি,কি করি আমি,
পাখী যদি হতাম আমি এই জীবনে,
তোমায় নিয়ে উড়ে যেতাম অচিন ভূবনে,
তুমি কি যাবে আমর সাথে ¡**

**যখন কেউ কারো জন্য কাদে,
সেটা হল আবেগ..
যখন কেউ কাউকে কাদায়,
সেটা হল প্রতারনা…
আর যখন কেউ কাউকে কাদিয়ে,
নিজেও কেদে ফেলে..
সেটা হল প্রকৃত ভালোবাসা !!**

**আমি তো হাত বাড়িয়ে দাড়িয়ে
আছি তোমার ভালবাসা নিবো বলে।
দাও তুমি কতো ভালবাসা দেবে আমায়।
বিনিময়ে একটা হৃদয় তোমায় দিবো যা
কখনো ফিরিয়ে নেবার নয়।**

**যার কাছে সব কিছুবলা যায়..
যার হাতে হাত রেখে চলা যায়..
যাকে আপন বলে ভাবা যায়..
যার কাছে বিশ্বাস টুকো জমা রাখা যায়..
তাকেই তো ভালবাসা যায়..**

**চাঁদ কে ভালবাসি রাত পর্যন্ত,
সূর্য কে ভালবাসি দিন পর্যন্ত,
ফুল কে ভালবাসি সুভাস পর্যন্ত,
কিন্তু তোমাকে ভালবেসে যাবো
আমার শেষ নিশ্বাস পর্যন্ত।**

**দুটি চোখের কান্নার মর্ম যদি কেউ বুঝতো।
দুঃখের পিছনেও যে সুখ আছে
সেটা যদি সবাই জানতো।
ভালোবাসার মাঝে টক-ঝাল মিষ্টি
এগুলো সবই আছে কিন্তু ভালোবাসার
এসব অনেকের জীবনেও মিছে।**

**ভালোবাসা হল এমন একটি শ্বাস
যাতে শুধু খাটে দুজনার বিশ্বাস এটি হল
ছোট্ট সুখের বাসা তাইতো এর নাম
রাখা হয়েছে ভালোবাসা।**

Read More  ফেসবুক স্ট্যাটাস

প্রেমিকার জন্য রোমান্টিক কথা :

১. ওগো আমার প্রিয়া! চলো একসাথে দুনিয়া ঘুরে দেখি।

২. তুই আমার প্রেয়সী, তোকেই শুধু চাই, তোকে ছাড়া এ জীবনে চাওয়ার কিছুই নাই।

৩. কথা দাও, তুমি মোর হবে চিরদিন।
কথা দিলে তো?- ভুলবোনা এ ঋণ।

৪. যেখানে তাকাই শুধু তুমিময় ঘ্রাণ,
তুমি মোর হৃদয়ে, তুমি মোর প্রাণ।

৫. কথা দাও আমাকে- সারা জীবন এভাবেই ভালবেসে যাবে!

৬. প্রেমের শব্দ কেবল প্রেমীরা ই বুঝে থাকে। অন্য কোনো মানুষের সেই ভাষা বোঝার সামর্থ্য ই নেই।

৭. তুমি যদি হও রাজি,
রাখতে পারি হাজার বাজি।

৮. তুমি মোর জীবন, তুমি ই মরণ। তোমাকে ছাড়া আর কখনো কিছু চাইনে।

৯. প্রভাতে সূর্য ওঠার সাথে সাথে তোমার মধুময় হাসি চারিদিকে ছড়িয়ে যায়। সে হাসির ছটায় চারিদিক আরো বেশি বেশি আলোকিত হয়ে যায়।

১০. তোমাকে ছাড়া শূন্য এ আমি, শূণ্য এ জীবন। তোমাকে না পেলে এ জীবন আমার বৃথা।

১১. খোদার কাছে একটাই আবদার!- তুমি যেন আর অন্য কারও না হও। তুমি যেনো হও শুধুই আমার।!গার্লফ্রেন্ড এর জন্য রোমান্টিক স্ট্যাটাস

১২. তোমাকে পেলে আমি যে হায় সবচেয়ে খুশি হই,
তুমি মোর পাশে থেকো, আমি তোমার হয়ে রই।

১৩. শূন্য এ জীবনে এলে তুমি! তারপর রাঙিয়ে দিলে রংধনুর সাত রঙে। পাল্টে দিলে আমার এই নিভৃত জীবন! আলোকিত করলে আমার সারা দুনিয়াকে।

১৪. এসেছিলে বাঁচাতে আমায়, ভরে দিলে নতুন আশায়, রূপকথার মতো।

১৫. আমার এ জীবনে শুধু তোমাকেই চাই। আমার জীবন জুড়ে শুধু তুমি ই থাকো।

১৬. জীবন যুদ্ধে হেরে গিয়েও জিতে গেছি। কারন, আমার পাশে যে তুমি আছো!

১৭. আমার এ জীবনের আরেক নাম তুমি। তোমার আগমনে আমার এ জীবন ছন্দময় হয়ে উঠেছে।

১৯. এভাবেই পাশে থেকো চিরদিন বন্ধুর মতো, আগলে রেখো আমায়।

২০. তোমাকে এক মুহূর্ত না দেখলে মনে হয়, শত কোটি বছর তোমাকে দেখিনা!

২১. আমার এই জীবন তোমার হোক। তোমার ওই জীবন আমার হোক।

২২. ভালোবাসি বলতে গিয়েও থেমে যাই বারবার। কারণ, তুমি যদি রাগ করো!

২৩. আমার এই জীবন তো তোমাকেই উৎসর্গ করেছি প্রিয়!

২৪. আজ গাছে গাছে ফুল ফুটছে। গাছে গাছে পাখিরা কিচিরমিচির জুড়ে দিয়েছে, তোমার নাম ধরে!

২৫. ব্যর্থতার নিষাদ কালোয় যখন ডুবেছিল আমার জীবন, তুমি আমাকে ছুঁয়ে দিলে রূপকথার নেশায়।

২৬. মন তো চায় হারিয়ে যাই তোমার সাথে। বহু অজানায়, অচেনা এক জায়গায়। যেখানে আমাদের আর কেউ খুজে পাবে না। খুঁজে পাবে না কোন মন্দ শক্তি।

২৭.তোমার আগমনে আমার জীবন যেন নতুন রং খুঁজে পেয়েছে। সে রঙের মহিমায় আমি সব সময় উচ্ছ্বসিত থাকি। সে রং আমাকে সব সময় অনুপ্রেরণা যোগায়, আত্মবিশ্বাস দেয়।

২৮. আজ তুমি আছো বলে, আমার জীবন এত হাস্যোজ্জ্বল থাকে। তুমি না থাকলে আমি এতদিনে হারিয়ে যেতাম।

২৯. ধন্যবাদ প্রিয়! আমার জীবনটাকে এত অর্থবহ করে তোলার জন্য।

৩০. তুমি আছো তাই, রং ছড়িয়ে যাই।
তুমি না থাকলে হায়,
কী হবে আমার?!

৩২. আমার জীবনকে পূর্ণ করে তুলেছো তুমি। বলো, কি উপহার চাও প্রিয়?

৩২. একা থাকার বেলায় এসো তুমি প্রিয়, মোর হৃদয় আঙ্গিনায়।

৩৩. মোর এই দেহ জুড়ে শুধু তুমি ই বিরাজ করো, আর কেউ নয়।

৩৪ . জানিনা, তোমাকে হারানোর ভয় কেন সবসময় ছেয়ে বসে!

ভালোবাসার কথা মালা :

ভালবাসা হল,বিসর্জন,নিজেকে বিলিয়ে দেয়া,উজার করে দেয়া কারো জন্যে ।

ভালবাসা হল,মনের মাঝে কারো ছবি একে রাখা,তার যত্ন করা, তাকে মূল্যায়ন করা, তার সম্মান রক্ষা করা,ভালবেসে যাওয়া ।

ভালবাসা হল,বেচে থাকার আশায় বেচে থাকা,যে বেচে থাকার আশা জাগায় তাকেই ভালবাসা,তার কাছেই নিজেকে সপে দেয়া ।ভালবাসা কোন ওয়াদা রক্ষা নয় ভালবাসা হল,কারু প্রতি বিশ্বস্ত থাকা ।শুধু তাকেই ভালবাসি,এ বিশ্বাসেই তার হাতটা ধরা ।তাকে নিয়ে স্বপ্ন দেখা নয়,তার স্বপ্ন গুলোকে পুরন করা ।

মাইলের পর মাইল এক সাথে হাটে যাওয়া,কিংবা ঘণ্টার পর ঘন্টা কারু জন্যে আপেক্ষার নাম ভালবাসা নয় ।ভালবাসা হল, হৃদয়ের সাথে মিশে থাকা,কারু অস্তিত্তের উপস্থিতি নিজের মাঝে ধারন করা ।নিঃশ্বাসে নিঃশ্বাসে শুধু তাকেই অনুভব করা, তার ছোট থেকে ছোট চাওয়া গুলো, পুরন করার আস্থিরতা,তার ভালমন্দ সবখানেই নিজেকে খুজে পাওয়া ।ভালোবাসার কথা মালা

ভালবাসা হল, কাউকে দেখার ইচ্ছাই, মনটা ব্যাকুল হয়ে উঠা, তার ভাবনাই জেগে থাকা,নিজের সুখটাকে তার মাঝেই বিলিয়ে দিয়ে একটুখানি হাসি এটে দেয়া আর সব থেকে বড় কথা ভালবাসা হল, সারাটা জীবন তার পাসে থাকা…..

আর সব প্রেম সফলও হয় না। প্রেমে ব্যর্থ হলে নিজের জীবন নষ্ট করে দেয়ার মানে নেই। আবেগকে নিয়ন্ত্রণ করে বাস্তবতাকে মেনে নিতে শিখতে হবে। পৃথিবীতে প্রেম অল্পতেই শেষ হয় না। প্রেম জীবনে একবারও আসে না। প্রেম জীবনে বহুবার বহুরুপে আসে।

“ভালবাসা মানে কাউকে জয় করা নয় বরং নিজেই কারো জন্য হেরে যাওয়া। এটা জ্ঞানের গভীরতা দিয়ে হয়না, হয় হৃদয় এর পবিত্রতা দিয়ে !!!

পৃথিবীর সবচেয়ে বেশি উচ্চারিত এবং আলোচিত শব্দ “ভালবাসা”। এই ভালোবাসা কখনও কাঁদায়, কখন হাসায়, কেউ এর জন্য আত্মবিসর্জন দেয়।

মানুষ কত ত্যাগ স্বীকার করে ভালোবাসার মানুষকে পাবার জন্য। আবার এই ভালবাসার জন্য মূল্যবান অনেক কিছুই হারায় যার জন্য বিন্দুমাত্র আফসোস ও কখনো হয় না …।

আপনি কখনই পারবেন না অন্য কারও ভালোবাসাকে ছিনিয়ে নিতে কিংবা জোর করে অন্যের ভালো লাগার মানুষ হতে। বরং আপনি যেটা পারবেন তা হল নিজেকে এমন ভাবে তৈরি করতে যাতে যে কেউ আপনার ব্যাবহারে মুগ্ধ হয়ে আপনাকে পছন্দ করতে শুরু করে।

আপনি যতোই ভাবুন না কেন যে- অন্যের জন্য আপনি কিছু করছেন কিংবা করে যাচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রেই সেই মানুষগুলো তা বুঝতে পারবে না। তাই বরঞ্চ উচিত হবে তাদের থেকে কোন কিছুর আশা না করা; নইলে আপনাকে দুঃখ পেতে হবে।

রোমান্টিক প্রেমের কথা :

আপনি যদি রোমান্টিক কোন কথা বলতে চান । তখন সেখানে কিন্তু প্রেমের কথা ও চলে আসে । প্রেম মানেই রোমান্টিক কিছু যা আমরা কথার মাধ্যমে আমরা আমদের ভাব প্রকাশ করে থাকি । তাই আসুন সবাই মিলে এক রোমান্টিক কথার দুনিয়া তৈরি করি আর হারিয়ে যাই এক রোমান্টিক দুনিয়ায় ।

**ভালোবাসা মানে নিল প্রজাপ্রতি..
ভালোবাসা মানে রুপালি উজান।
ভালোবাসা মানে জোছনার গান।
ভালোবাসা মানে উশ্ন সুখের বরফ গলা নদী।**

Read More  Robi number check

**পৃথিবীর সব সুখ তখনি নিজের মনে হয়,
যখন ভালোবাসার মানুষটি
ভালোবেসে পাশে থাকে..
আর তখনি নিজেকে অনেক
ভাগ্যবান মনে হয় যখন
ভালোবাসার মানুষটি বিশ্বাস দিয়ে
বিশ্বাস রাখে…**

**বন্ধুকে ভালবাসার মানুষের জায়গায় বসানো যায়..
কিন্তু ভালবাসার মানুষকে কখনও শুধু
বন্ধু হিসেবে মেনে নেয়া যায় না…**

প্রেমের কথা

**যদি ভালবাসো মোরে,
তবে মোর হাত দুখান ধরে,
নিয়ে চল অনেক অনেক দূরে,
যেথায় তোমাতে আমাতে কথা হবে,
মুখে মুখে নয় কেবলই মনে আর মনে**

**মাঝে মাঝে তোমাকে খুব কষ্ট দিই…
কারন তোমাকে ভালবাসি বলে..
নীরবে নিজেও কষ্ট পাই…
তোমাকে মিস করবো বলে..
তোমাকে যখন মিস করি…
তখন পৃথিবীকে এড়িয়ে চলি..
কারন তখন আমার সব…
অনুভূতি জুড়ে শুধুই তুমি..**

**এক ফোঁটা শিশিরের কারনেও বন্যা
হতে পারে যদি বাসাটা পিঁপড়ার হয়,
তেমনি এক চিমটি ভালবাসা দিয়ে ও
সুখ পাওয়া যায় যদি সেই ভালবাসা খাঁটি হয়..**

**জানিনা ভালোবাসার আলাদা
আলাদা নিয়ম আছে কিনা,
তবে আমি কোন নিয়মে তোমাকে
ভাল বেসেছি তাও জানিনা,
শুধু এইটুকু জানি আমি
তোমাকে অনেক অনেক ভালোবাসি…**

**তুমি যমুনা হলে হব অামি যমুনা ব্রিজ।
তুমি চায়ের কাপ হলে হব চায়ের প্রিজ।
তুমি জিবন হলে হব অামি প্রেম,
তুমি দরজা হলে হব অামি দরজার ফ্রেম।*

**মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে,
তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশের নীলে,
তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা।
সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা।**

**চাঁদ মেঘে লুকালো তোমাকে দেখে প্রিয়া_
রাত বুঝি ঘুমালো এসো না বুকে প্রিয়া_
ঝিরি ঝিরি হাওয়া শিরি শিরি ছোয়া_
ঝড় উঠেছে এ মনে হায় এ মনে কেউ জানেনা_**

**মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো,
হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো.
স্বপ্ন গুলো দিলাম তাতে আরও দিলাম আশা,
মনের মতো সাজিয়ে নিও আমার ভালবাসা..**

**ভালোবাসার মানুষ যতোই দূরে থাকুননা কেনো,
কখনো মনে হবে না যে সে দূরে আছে,
যদি সে অনুভবে মিশে থাকে ।**

**ভালবাসা কি ? তপ্ত মরুর বালুর শিখা,
ভালবাসা কি ? নদীর স্রোতে
ভাসমান কোনো ণৌকা,ভালবাসা কি?
ভেসে আসা কোনো সুখের ভেলা,
ভালবাসা কি? দুখের মাঝে হাসি
মিশ্রিত কান্না,ভালবাসা কি? কোনো
এক অজানা ঠিকানা?**

**ভালোবাসা মানে আবেগের পাগলামি,,
ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি ।
ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা,,
ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা ।**

**ভালোবাসা পরিমাপ এর একক হলো “বিশ্বাস”
একে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে,
তাদের ভালবাসার পাল্লা তত ভারী হবে ।**

**ভালবাসা এক অদ্ভুত অনুভূতি_
যখন ছেলেটি বুঝে,তখন মেয়েটি বুঝে না_
যখন মেয়েটি বুঝে তখন ছেলেটি বুঝে নাহ্_
আর যখন উভয়ই বুঝে তখন দুনিয়া বোঝে নাহ্_**

রোম্যান্টিক কথা :

যখন আপনি আপনার প্রিয় মানুষের সাথে থাকেন । তখন আপনি এমন অনেক অনুভব করবেন, যা আগে কখনই অনুভব করেন নি । তখন আপনার ইচ্ছে করবে রোমান্টিক কিছু কথা বা কবিতা শেয়ার করতে আপনার প্রিয় মানুষটির সাথে । তাই আর দেরি কেন, চলুন তাহলে আরো কিছু ছন্দ ও কবিতা পড়ে দেখা যাক ।

**খুঁজিনি কারো মন,তোমার মন পাব বলে।
ধরিনি কারো হাত,তোমার হাত ধরবো বলে।
হাঁটিনি কারো সাথে,তোমার সাথে হাঁটবো বলে।
কাউকে বাসিনি ভালো,তোমাকে ভালবাসি বলে।**

**হৃদয় জুড়ে আছ তুমি,সারা জীবন থেক.
আমায় শুধু আপন করে,বুকের মাঝে রেখ.
তোমায় ছেড়ে যাবনাতো,আমি খুব দূরে.
ঝড় তোপান যতই আসুক,আমার জীবন জুড়ে”**

**যদি চাদঁ হতাম সারা রাত পাহারা দিতাম !
যদি জল হতাম-সারা দেহ ভিজিয়ে দিতাম।
যদি বাতাস হতাম- তোমার কানে চুপি চুপি বলতাম-
“আমি তোমাকে ভালবাসি**

**ফোন করতে পারিনা নাম্বার নাই বলে,
খবর নিতে পারিনা সময় নাই বলে,
দাওয়াত দিতে পারিনা বেশি খাও বলে,
শুধু এসএমএস করি ভালবাসি বলে!**

**রাত যেভাবেই আসুক,নীরবতা থাকবেই।
চাঁদ যেভাবেই থাকুক জ্যোৎসনা ছড়াবেই।
সূর্য যতই মেঘের আড়ালে থাকুক,পৃথিবীতে আলো আসবে।
R নিজেকে যতই লুকিয়ে রাখ না কেনো
ভালোবাসা তোমাকে কাছে টানবেই।**

**তোমার মুখের হাসি টুকু লাগে আমার ভালো,
তুমি আমার ভালবাসা বেঁচে থাকার আলো।
রাজার যেমন রাজ্য আছে আমার আছ তুমি,
তুমি ছাড়া আমার জীবন শূধু মরুভুমি।**

**ভালবাসার তালে তালে চলব দুজন এক সাথে।
কাছে এসে পাসে বসে মন রাখ আমার মনে।
শপ্ন দেখ্ব দুজন মিলে,ঘর কর ছি এক সাথে।
আর কি লাগে পৃথিবীতে??? বউ আনব ভালবেসে।**

**লাগবে যখন খুব একা,চাঁদ হয়ে দিবো দেখা ..
মনটা যখন থাকবে খারাপ,স্বপ্নে গিয়ে করবো আলাপ ..
কষ্ট যখন মন আকাশে,তাঁরা হয়ে জ্বলবো পাশে ।**

**মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালবাসা,
যার মধ্যে ভালোবাসা নেই তার কোনো দুর্বলতাও নেই,
ভালোবাসার জন্য মানুষ সব কিছু ছেড়ে দেয়।
আর সেই ভালোবাসা তার জন্য কাল হয়ে দাড়ায় !!!**

**মানুষের মাঝে আছে মন,
মনের মাঝে প্রেম,প্রেমের মাঝে জীবন,
জীবনের মাঝে আশা,আশার মাঝে ভালবাসা,
আর সেই ভালোবাসার মাঝে শুধুই তুমি?**

**প্রিয়জন যদি থাকে পাশে,
মনে হয় পৃথিবীর সব সুখ আমারি কাছে।
ভালোবাসা বুঝি তখনি সত্যি হয় ,
যখন ভালোবাসার মানুষটি মনের মত হয়।**

**বুক ভরা ভালোবাসা আমি রেখেছি তোমার জন্য,
তুমি যে আমার আমি যে তোমার,
__তুমি শুধু আমার জন্যে__**

**আমার ভালোবাসা সেদিন সার্থক হবে…
যে দিন ভালোবাসার মানুষটি
১ ফোটা চোখের জল ফেলে বলবে…
আমি শুধু তোমাকেই ভালোবাসি।**

**টাপুর টুপুর বৃষ্টি লাগছে দারুন মিষ্টি,
কী অপরুপ সৃষ্টি দেয় জুড়িয়ে দৃষ্টি,
বৃষ্টি ভেজা সন্ধ্যায় তাজা ফুলের গন্ধয়ে,
মনটা নাচে ছন্দে উতলা আনন্দে,
জানু শুধু তোমার জন্য ।**

**এক পৃথিবীতে চেয়েছি তোমাকে,
এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে ,
যদি কাছে আসতে দাও,
যদি ভালবাসতে দাও,
এক জনম নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে.**

**ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,
তুমি আসলে দুজনে সাজাবো জীবন,
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা,
তুমি বন্ধু আসলে দেবো আমার সব ভালবাসা..**

**আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া,
আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া,
আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া,
আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া ,
আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া,
আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !**

**যদি বৃষ্টি হতাম….
তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম।
চোখে জমা বিষাদ টুকু..
এক নিমিষে ধুয়ে দিতাম।
মেঘলা বরণ অঙ্গ জুড়ে..
তুমি আমায় জড়িয়ে নিতে,
কষ্ট আর পারতো না তোমায়..
অকারণে কষ্ট দিতে..!**

Read More  এক নারীতে আসক্ত পুরুষ উক্তি

**ভালবেসে এই মন,তোকে চায় সারাক্ষন।
আছিস তুই মনের মাঝে,পাশে থাকিস সকাল সাঝেঁ।
কি করে তোকে ভুলবে এই মন,
তুই যে আমার জীবন।।
তোকে অনেক ভালবাসি ।**

**চোখে আছে কাজল কানে আছে দুল,
ঠোট যেন রক্তে রাঙা ফুল,
চোখ একটু ছোট ছোট মুখে মিষ্টি হাসি,
এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।**

**মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো,
হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো,
স্বপ্ন গুলো দিলাম তাতে আরও দিলাম আশা ,
মনের মতো সাজিয়ে নিও আমার ভালবাসা ।**

**এখনোও কী লিখেছো স্বপ্নের কবিতা হৃদয়ে,
ভালবাসার শ্রাবন নামবে মনের আকাশ ছুঁয়ে।
এক আকাশে উড়বো দুজনে স্বপ্নের ডানা মেলে॥
করবো তোমায় আলোকিত সুখের প্রদীপ জ্বেলে ॥**

**কখনোও কী লিখেছো স্বপ্নের কবিতা হৃদয়ে,
ভালবাসার শ্রাবন নামবে মনের আকাশ ছুঁয়ে।,
এক আকাশে উড়বো দুজনে স্বপ্নের ডানা মেলে॥
করবো তোমায় আলোকিত সুখের প্রদীপ
জ্বেলে,চাওয়া পাওয়ার স্বপ্নে॥**

**চশমা পরা সেই দুচোখের মাতাল করা দৃষ্টি,
মনজমিনে নামিয়ে ছিলো মুসল ধারায় বৃষ্টি।
তোর ঠিকানায় আছি আমি মনপাড়াতে ঘুরি,
সেদিন থেকে যেদিন নিলি মনটা করে চুরি।**

**গভীর রাতে স্বপ্নের মাঝে দেখি তোমার ছবি,
সেই ছবি দেখে দেখে তোমার কথা ভাবি।
ভাবতে আমার ভাল লাগে শুধু তোমাকে,
তোমার মাঝে হারিয়ে ফেলেছি আমি আমাকে।**

**তোমায় আমি ভালবাসি আমার জীবনের চেয়ে ও বেশি,
তোমাকে দু:খ দেওয়ার জন্য কি তোমায় বেসেছি ভালো আমি।
দুরে কখনো আমি যাব না কভু তোমায় ছেড়ে তোমার পাশেই
থেকেই আমি তোমায় ভালবেসে যাব সারাটি জীবন ধরে।**

কেমন আছো উইশ :

অনেক তো রোমান্টিক কথা পড়লাম । এখন একটু ভিন্ন কিছু লেখা পড়া উচিৎ । তাই না ? তাই আমরা এখানে আপনাদের জন্য কিছু অন্য রকম লেখা । প্রিয় মানুষকে যদি কিছু বলার না থাকে, তাও তাকে এমন একটা এসএমএস দিতে পারেন, যে কেমন আছো । তাই এখানে কেমন আছো উইশ গুলো তাকে দিতে পারেন । কথা গুলো রোম্যান্টিক , তাই ভালো লাগবে আশা করি ।

**পাখির ঠোটে চিঠি দিলাম
তুমি খুলে পড়,
স্বপ্ন দেখে ভয় পেলে
হাতটা চেপে ধর।
রাত জাগা পাখির মত
জেগে আছি আমি,
মনটা আমার জানতে চায়
কেমন আছ তুমি ?**

**কাজল কালো আঁখি তোমার,
চাঁদের মতো মুখ,
না দেখলে বন্ধু তোমায়
লাগে না যে সুখ,
যেখানে আছো যেভাবে আছো
ভালো থেকো
মন চাইলে জানিয়ে দিও
কেমন আছো তুমি ?**

**রাতের বেলা খোলা আকাশ
মনটা হলো একটু উদাস,
তারার সাথে দূর আলাপন
আকাশটা এখন তুষার প্লাবন,
আমি আছি যেমন তেমন
বন্ধু তোমরা আছো কেমন?**

**আমার ভাবনা বলে “I miss you” ,
আমার মন বলে “I feel you”,
আমার চোখ বলে “I see you”,
আমার হৃদয় বলে “I like you”,
আমার এসএমএস বলে “How Are You”**

**বৃষ্টি হীন দিনের ঘুম হীন রাত্রি,
তারা হীন আকাশের দিশা হিন যাত্রি ।
সব মিলিয়ে বিষন্ন এ পৃথিবী ।
তার পরও প্রশ্ন করছি কেমন আছ ?**

**জীবন মরন তোমার নামে দিব আমি লিখে ,
মিষ্টি করে বন্ধু তুমি তাকাও আমার দিকে।
তোমার মনের সব খবর রাখতে চাই আমি ,
সব শেষে বল বন্ধু কেমন আছ তুমি ?**

**সেই সেদিন থেকে ঝুলে শূন্যের কাটা-
তারে দিক ভ্রান্ত,বিভ্রান্ত আমি
মিথ্যে মরিচিকায় তোমাকে খুঁজেছি।
আজ বড় জানতে ইচ্ছে করছে কেমন আছ তুমি ?**

**এক চোখে ঘুম আর এক চোখে স্বপ্ন !!
এক পাশে নীল আর এক পাশে কাশবন ,
এক পাশে সমুদ্র আর একপাশে পাহার ,
এক পাশে তুমি ; আর এক পাশে আমি
বলনা জানু পাখী কেমন আছো তুমি ?**

**অনুরোধে নয় অনুরাগে তোমাকে চাই,
অভিলাসে নয় অনুভবে তোমাকে চাই।
বাস্তবে না পেলেও কল্পনাতে তোমাকে চাই।
সর্বপরি জানতে চাই তুমি কেমন আছো ????**

ভালোবাসার কথা :

ভালোবাসার কথা আর কিছু সুন্দর সুন্দর উক্তি নিয়ে আসলাম আপনাদের জন্য। এই ছবি এবং উক্তি গুলো সবার কাছে ভালো লাগার মত। তাই চাইলে যে কোন কারো সাথে এগুলো শেয়ার করতে পারেন। সবাই এগুলো খুব পছন্দ করবে আশাকরি। আর ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। কারন আপনাদের উৎসাহ পেলে আমরা আরো অনেক সুন্দর সুন্দর ছবি ও উক্তি এসএমএস নিয়ে আসবো এই সাইটে। সবাইকে ধন্যবাদ। Read more >>> রোমান্টিক কথা

ভালোবাসার কথা

ভালোবাসা হলো, বিসর্জন, নিজেকে বিলিয়ে দেয়া, উজাড় করে দেয়া কারো জন্যে । ভালোবাসা হলো, মনের মাঝে কারো ছবি একে রাখা, তার যত্ন করা, তাকে মূল্যায়ন করা, তার সম্মান রক্ষা করা, ভালোবেসে যাওয়া ।

ভালোবাসা হলো, বেচে থাকার আশায় বেচে থাকা, যে বেচে থাকার আশা জাগায়, তাকেই ভালোবাসা, তার কাছেই নিজেকে সপে দেয়া ।ভালোবাসার কথা পিক

ভালোবাসা কোন ওয়াদা রক্ষা নয় । ভালোবাসা হলো, কারু প্রতি বিশ্বস্ত থাকা ।

শুধু তাকেই ভালোবাসি, এ বিশ্বাসেই তার হাতটা ধরা ।
তাকে নিয়ে স্বপ্ন দেখা নয়, তার স্বপ্ন গুলোকে পুরন করা ।

মাইলের পর মাইল এক সাথে হাটে যাওয়া,
কিংবা ঘণ্টার পর ঘন্টা কারো জন্যে আপেক্ষার নাম ভালোবাসা নয় ।
ভালোবাসা হল, হৃদয়ের সাথে মিশে থাকা,
কারো অস্তিত্তের উপস্থিতি নিজের মাঝে ধারন করা ।ভালোবাসার কথা ছবি

আবেগের বশীভূত হয়ে ভালোবাসার জন্য জীবনটা শেষ করে দেয়ার অর্থ হলো- ভালোবাসার মানুষের পাশাপাশি আপনজনদেরকে সারাজীবনের জন্য হারানো, সেইসঙ্গে ভালোবাসার মানুষকে অপরাধী বানিয়ে চলে যাওয়া। প্রেমে ব্যর্থ হয়ে নিজেকে বিসর্জন দেয়ার নাম জীবন নয়, তার জন্য লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করার নাম জীবন।

চোখ বন্ধ করে যার উপর নির্ভর করা যায়। যে অনুভূতি খুব তাড়াতাড়ি তৈরি হয় তা হারিয়েও যায় খুব দ্রুত ।

অনুভূতি হারিয়ে গেলে সে মানুষটাও কিছু না বলে চুপি চুপি আপনার জীবন থেকে হারিয়ে যায়। তখন বুঝতে হবে আপনার প্রতি তার কখনো ভালোবাসা ছিল না। যা ছিল তার পুরোটাই ছিল ভালো লাগা। কারন যাকে ভালোবাসা যায় হুট করে রাস্তার মাঝখানে তার হাত ছেড়ে দিয়ে দূরে চলে যাওয়া যায়না। বেশিরভাগ মানুষই ভালো লাগা এবং ভালোবাসার মধ্যে পার্থক্য বের করতে পারেনা।

3 Comments

  1. রাত পুহালে সকার, রাত না পুহালে, পরকাল। মেয়েরা কেন, এত অহ্যকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *