ইমপ্রেস করার মেসেজ

ইমপ্রেস করার মেসেজ এসএমএস ক্যাপশন কবিতা স্ট্যাটাস উক্তি ও কিছু কথা নিয়ে আমাদের আজকের পোস্ট । এই পোস্ট এ আমরা এমন কিছু মেসেজ শেয়ার করেছি, যেগুলো কাউকে ইমপ্রেস করার জন্য খুবই উপযোগী । যদি সত্যি কাউকে ইমপ্রেস করতে চান, তাহলে আমাদের লেখা টা পড়ুন । ধন্যবাদ ।ইমপ্রেস করার মেসেজ

ইমপ্রেস করার মেসেজ এসএমএস স্ট্যাটাস :

১. আমার কাছে তুমি কেমন? আমার কাছে তুমি আসলে বর্ষায় ধুয়ে যাওয়া স্বচ্ছ চোখের মতই স্নিগ্ধ। ‌ যে চোখে একবার তাকালে আর সহজে ফিরে আসা যায় না।

২. একবার দেখলে তোমায়, বারবার দেখবার ইচ্ছা জাগে মনে। তোমার কাছে আমি সেভাবে ধেয়ে আসতে চাই, যেভাবে নদী সাগরের কাছে ছুটে যায়।

৩. মাঝে মাঝে তোমার কাছে আত্মসমর্পণ করতে ইচ্ছে করে। বন্দী করে নাও আমায়। আমিও না হয় তোমার মনের কারাগারে যাবত জীবন থাকবো।

৪. তবুও তুমি এসে বসো পাশে,
যেমন করে অসুখ আসে।
যেমন করে সূর্য কিরণ,
ধরার বুকে ছুটে আসে।

৫. তুমি নিজেও জানো না কতটা মায়ায় তোমাকে বেঁধে রেখেছি।‌ কে জানে হয়তো একদিন তুমিও আমার মতো করে জানতে পারবে।‌ সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে। ‌

৬. একদিন আমি পুরো এলাকায় প্রাপ্তি স্বীকার পত্র ঘোষণা করব। ‌‌ আমি তোমাকে পেয়েছি, অধিকার করেছি। সবাইকে জানিয়ে দিবো।

৭. মাঝে মাঝে তোমার ভাবনা আমাকে এমনভাবে পেয়ে বসে, আমার কল্পনাতেও আমি তোমাকে দেখতে পাই।

৮. ভাবছি একদিন তোমার মনের ঘরের তালা ভেঙে সবকিছু এলোমেলো করে দিয়ে আসবো। তোমার সমস্ত অস্থিরতার কারণ হব আমি।

৯. একটা মেয়ে তো দশ হাত দূরে থেকেই একটা ছেলের চোখ পড়তে পারে। আর তুমি আমার এত কাছে থেকেও আমার হৃদয়ে চোখ রাখতে পারলে না।

১০. তোমার রাঙা চাহনি বলে দেয় তোমার হৃদয়ের খবর কেউ জানেনা। একদিন আমিও তোমার হৃদয়ে হামলে পড়বো।‌ যেটা জানিনা তা জেনে নেব, আর আমার হৃদদের খবর তোমাকে জানিয়ে দেবো।

১১. কতটা স্বপ্ন বিসর্জন দিলে তোমাকে পাওয়া যাবে বলো তো? কতো ক্রোশ পথ পাড়ি দিলে তোমার কাছে আসা যাবে?

১২. তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা এক প্রহরে যথেষ্ট নয়? এই অপেক্ষা অনন্ত কালের। তোমাকেও চাইতে হবে কেউ একজন তোমার জন্য অধীর অপেক্ষায় বসে আছে।

১৩. কতশত বাহানায় তোমার কাছে এসেছি। কতবার এসেছে নিজের অব্যক্ত অনুভূতি প্রকাশ করেছে। বোঝো তুমি? তাহলে কেন এত প্রহসন।

১৪. পাহাড় সমতুল্য গাম্ভীর্য নিয়ে তাকিয়ে ছিলে তুমি। তোমাকে নতুন করে জানা ও যেনো নতুন কিছু আবিষ্কার করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x