ভালোবাসার মেসেজ

এখানে পাবেন অনেক সুন্দর সুন্দর ভালোবাসার মেসেজ ও এসএমএস । আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে । ভালোবাসার এই মেসেজ গুলো আপনারা চাইলে আপনাদের প্রিয় মানুষকে দিতে পারেন । যেহেতু এই এসএমএস গুলো খুবই সুন্দর, তাই যাকেই দিবেন সে অবশ্যই খুশী হয়ে যাবে ।

ভালোবাসার মেসেজ :


যত দূরে যাওনা কেনো, থাকবো তোমার পাশে,
যেমন করে বৃষ্টি ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে,
সকল কষ্ট মুছে দেবো, দেবো মুখের হাসি,
হৃদয় থেকে বলছি তোমায়, অনেক ভালোবাসি ।


মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে,
তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশের নীলে,
তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা,
সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা ।


খুজে দেখো মনের মাঝে, আছি আমি স্বপ্নের সাঁজে,
তোমার ওই চোখের তারায়, হাজার স্বপ্ন এসে দাঁড়ায়,
সুখের সে স্বপ্নের মাঝে পাবে তুমি আমায় ।


হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে যেখানে রয়েছে তোমার ভালোবাসার সূখের নীড় । আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম । আমি কল্পনার সাগরে ভেসে চলে যাব, যাব তোমার হৃদয় সৈকতে, তুমি দিবেনা ধরা ?


ভালোবাসার এস এম এস


তুমি কি জানো পাখি কেন ডাকে ? “তোমার ঘুম ভাঙ্গাবে বলে । তুমি কি জানো ফুল কেন ফোটে ? “তুমি দেখবে বলে । তুমি কি জানো আকাশ কেন কাঁদে ? “তোমার মন খারাপ বলে । তুমি কি জানো তোমাকে সবাই পছন্দ করে কেন ? “তুমি খুব ভাল বলে । তুমি কি জানো তুমি এতো ভালো কেন ? “তুমি আমার “বন্দু” বলে ।


Read more >>> প্রেমের এসএমএস


প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না, যা হয় তা হল ভালো লাগা । আর সেই ভালো লাগা নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালবাসার ।


প্রেম মানে হৃদয়ের টান, প্রেম মানে একটু অভিমান ,দুটি পাখির একটি নীড় , একটি নদীর দুটি তির , দুটি মনের একটি আশা তার নাম ভালোবাসা ।


ভালোবাসার কবিতা


আমি তো হাত বাড়িয়ে দাড়িয়ে আছি তোমার ভালোবাসা নিব, দাও তুমি কত ভালোবাসা দিবে আমায় । বিনিময়ে একটি হৃদয় তোমাকে দিবো যা কখনো ফিরিয়ে নেবার নয়…..


জীবনকে খুজতে গিয়ে তোমাকে পেয়েছি, নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি, জানতাম না কাকে বলে ভালোবাসা, শিখিয়েছ তুমি ।…


জানিনা তুমি কে ! আর কেনই বা ডাকি তোমাকে আমি , তোমার জন্য নিশি জাগি আর একাই বসে থাকি, তুমিতো অদেখা সেই স্বপ্ন ,তুমি আমার কল্পনার রাজকুমারী ।


ভালোবাসার মেসেজ ছন্দ


অল্প অল্প করে তুমি এ হৃদয়ে প্রেম জাগালে, তাইতো আমি পাগলের মতো ভালোবাসি তোমাকে, সারা জীবন তোমার সাথে করতে চাই বসবাস ।

ভালোবাসার এসএমএস :

ভালোবাসি বাগানের ঝরে যাওয়া ফুল,ভালোবাসি মেঘলা নদীর কুল, ভালোবাসি উড়ন্ত এক ঝাঁক পাখি । আর ভালোবাসি তোমার ওই দুই নয়নের আঁখি ।


জানিনা কতটুকু ভালোবাসি তোমায়, শুধু বলবো আমার ভালোবাসার শেষ নেই, তুমি যদি এর সীমানা খুজতে যাও তুমি নিজেই হারিয়ে যাবে আমার ভালোবাসার অতল গভীরে ।


কোনো এক কুয়াশা ভেজা সকালে দেখেছিলাম তোমায়, দেখেছিলাম সাদাসিধে সাজে এলোমেলো চুলে মুখ ঢেকে যায়, আর পাগল হয়ে যাই আমি, কি নিষ্পাপ চাহনি তার, চোখের ভাষায় বলে দিতে চায়- আমিও ভালোবাসি তোমায়……

Read More >>  অপরাজিতা ফুল নিয়ে ক্যাপশন

ভালবাসার এস এম এস ছন্দ


তোমার জন্য আমার শেষ অনুরোধ, কখনো পারলে ভালোবেসো….. আমাকে নয়, অন্য কাউকে….. তবে তোমার মতো করে নয়, আমার মতো করে…… যাতে কোন চাওয়া থাকবে না, থাকবে না কোন প্রাপ্তি । থাকবে শুধুই প্রতিক্ষা আর ভালোবাসা…….


খুঁজিনি কারো মন, তোমার মন পাবো বলে!! ধরিনি কারো হাত, তোমার হাত ধরবো বলে!! হাঁটিনি কারো সাথে, তোমার সাথে হাঁটবো বলে!! বাসিনি কাউকে ভাল তোমাকে ভালোবাসবো বলে!


মন দেখে ভালোবাসো, ধন দেখে নয়””””গুন দেখে প্রেম করো, রুপ দেখে নয়””””রাতের বেলায় সপ্ন দেখো, দিনের বেলায় নয়”” “”একজনকে ভালোবাসো, দশ জনকে নয় “”


ভালবাসার মানুষ যতোই দূরে থাকুকনা কেনো, কখনো মনে হবে না যে সে দূরে আছে, যদি সে অনুভবে মিশে থাকে ।
ভালবাসা মানে আবেগের পাগলামি,,ভালবাসা মানে কিছুটা দুষ্টামি ।ভালবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা,,ভালবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা ।


ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি__ যখন ছেলেটি বুঝে, তখন মেয়েটি বুঝে না__ যখন মেয়েটি বুঝে তখন ছেলেটি বুঝে না__ আর যখন উভয়ই বুঝে তখন দুনিয়া বোঝে না ।


প্রেম এক সুখ পাখি! পুষতে হয় বুকের খাঁচায় । সেই প্রেম পৃথিবীতে কাউকে হাসায় আবার কাউকে কাদায় ।


যদি ভালোবাসা বিশেষ কিছুর উপর নির্ভর করে গড়ে ওঠে, তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায়!! কিন্তু যে ভালবাসা কোন কিছুর উপরই নির্ভর করেনা, সেটাই চির জীবনের জন্য থেকে যায়, এটাকেই হয়তো বলে “স্বার্থহীন ভালবাসা”


ভালোবাসার মেসেজ স্ট্যাটাস:

আরো নতুন কিছু ভালোবাসার মেসেজ পেতে নিচে দেখুনঃ


কখনো যদি শূন্যতায় সীমা খুঁজে না পাও আমায় অনুভব করো, পথ হয়ে খুজে নেব তোমায়, যদি কষ্টের বিষাক্ততায় চোখ ভিজে যায় জলে , আমায় ডেকো জল মুছে দেবো আমি , যদি কখনো নিরবতার নিস্তব্ধে একাকীত্ব অনুভব করো তুমি জানিয়ে দিও , সব কিছু বিসর্জন দিয়ে ছুটে আসবো আমি ।


ভালোবাসা পরিমাপের একক হল বিশ্বাস একে অপরের প্রতি যত বিশ্বাস থাকবে তাদের ভালোবাসার পাল্লা তত ভারি হবে ।


তোমাকে ভালোবাসাটা যদি আমার পাগলামি হয়ে থাকে, তবে তোমাকে না পাওয়া পর্যন্ত আমি সেই পাগলামি করে যাবো । তাতে যদি আমার প্রতি অভিমান হয়, তবে ভেবে নিও ভালোবাসা এভাবেই হয় ।


bangla valobashar sms bengali shayari


জোনাকির আলো জ্বেলে
ইচ্ছের ডানা মেলে
মন চায় হারিয়ে যাই
কোন এক দূর অজানায়
যেখানে আকাশ মিশে
হবে একাকার, আর তুমি
রাজকুমারী হবে শুধু আমার ।


মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো,
হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো
স্বপ্ন গুলো দিলাম তাতে, আরো দিলাম আশা
মনের মত সাজিয়ে নিও আমার ভালোবাসা ।


একটি প্রকৃত ভালোবাসা হতে পারে,
দৈহিক অথবা ঐশ্বরিক, সত্য
ভালোবাসা হচ্ছে, এমন কিছু
যা শাশ্বত ও অধিক শান্তিপূর্ণ ।


চোখে আছে কাজল, কানে আছে দুল
ঠোট যেন রক্তে রাঙা ফুল
চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি
এমন একজন মেয়েকে সত্যি অনেক ভালোবাসি ।

Read More >>  বৃষ্টি নিয়ে ক্যাপশন

একটা আকাশ হেরে গেলো হারিয়ে তার মন
অন্য আকাশ হটাত হলো তাদের প্রিয়জন
তবুও তার ভালোবাসা চাঁদের ভালো চায়
নতুন আকাশ চাঁদকে যেন সুখে ছোঁয়া দেয় ।


valobashar sms bengali shayari


ভালোবেসে এই মন তোকে চায় সারাক্ষন
আছিস তুই মনে মাঝে
পাশে থাকিস সকাল সাঝে
কি করে তোকে ভুলবে এই মন
তুই যে আমার জীবন
তোকে অনেক ভালোবাসি ।


যখন তুমি প্রেমে পড়বে
তখন আর তোমার ঘুরতে ইচ্ছে করবে না ।
কারন তখন তোমার বাস্তব জীবন
স্বপ্নের চেয়ে আনন্দময় হবে ।


কত যে ভালোবাসি মন ছুঁয়ে দেখো না,
তুমি ছাড়া একাকি এই প্রহর কাটে না
সারাটি জনম তোমাকেই শুধু চাই
তোমার ই মাঝে আমি হারাই ।


যে তোমাকে সত্যিকারে ভালোবাসা
সে তোমাকে কখনই ভুলে যাবে না ।
যদি তোমাকে ভুলে যাবার জন্য
১০০ টা কারনও থাকে
তারপর ও তার থেকে ১ টা কারন
খুঁজে বের করবে তোমাকে পাওয়ার জন্য ।
কারন সত্যিকারের ভালোবাসা কোনদিন মরে না ।


ভালোবাসার নতুন এসএমএস :

আরো নতুন কিছু ভালোবাসার মেসেজ নিচে পাবেনঃ

👉🏻 সুন্দর সে তো স্বপ্ন চাইনা মলিন হবে । জীবন সে তো গল্প লিখিনা নষ্ট হবে । মন সে তো মন্দির ভেঙ্গনা পাপ হবে । ভালোবাসা সে তো সত্য ভুল বুঝোনা হারিয়ে যাবে ।

👉🏻 এসএমএস হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুড়ে,, রিংটোন হয়ে বাজব আমি মিষ্টি মধুর সুরে,, কখনো ভেবোনা আমি তোমার থেকে দুরে,, বন্ধু হয়ে আছি আমি তোমার নয়ন জুড়ে ।

👉🏻 কাউকে আবেগের ভালোবাসা দিওনা, মনের ভালোবাসা দিও ! কারন আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে ।

👉🏻 আমি বলতে চাই- বলতে পারিনি । আমি জানাতে চাই- জানাতে পারিনি । আমি বুঝাতে চাই- বুঝাতে পারিনি । আজ সময় এসেছে তাই বলছি, তুমি আমার বাসায় মুরগি চুরি করতে কেন গিয়েছিলে ? উত্তর দাও…!

👉🏻 প্রেম তুমি বড়ই কঠিন প্রেমে না পড়লে বুঝা যায় না । প্রেম তুমি বড়ই কঠিন প্রেমে না পড়লে জীবনকে অনুভব করা যায় না ।

👉🏻 তুমি সেই স্বপ্নপরি যাকে নিয়ে স্বপ্ন দেখি । তুমি সেই অনুভুতি যাকে আমার মন অনুভব করে । তুমি সেই প্রেমিকা যার ভালবাসার ছন্দ প্রেমিক আমি ।

👉🏻 তুমি আমার দৃষ্টি সীমার বাইরে হতে পা্‌র কিন্তূ আমার হৃদয় থেকে দূরে নয় । তুমি আমার নাগালের বাইরে যেতে পার, কিন্তূ আমার মন থেকে নয় । আমি তোমার কাছে কিছু না হতে পারি । কিন্তু তুমি আমার জীবনের সবকিছু ।

👉🏻 হতে পারে তুমি মন থেকে দুরে তথাপি রয়েছো মোর নয়নপুরে । হয়তো তুমি নেই এই হৃদয়ে তবুও রয়েছো পরশেরই ভিতরে । কারণ ভালোবাসি শুধুই তোমারে ।

👉🏻 চাঁদ তুমি যেমন রাতকে ভালোবাসো, আমিও ঠিক তেমনি করে একজনকে ভালোবাসি । তোমার ভালোবাসা যেমন করে কেউ বুঝে না ঠিক তেমনই করে সে আমার ভালোবাসা বুঝে না ।

👉🏻 নিষ্ঠুর এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় দায়, সবাই শুধু মিষ্টি কথা বলে মন ভোলাতে চায় । আসলে থাকে না কারো মনে ভালোবাসা , স্বার্থের লাগি কাছে আসে মনে অন্য আশা । স্বার্থ পুরিয়ে গেলে , দুঃখ দিয়ে কেটে পড়ে ।

Read More >>  নিজের ছবি নিয়ে স্ট্যাটাস

👉🏻 শীতের চাঁদর জড়িযে, কুয়াশার মাঝে দাড়িয়ে, হাত দুটো দাও বাড়িয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন । বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষন ।

👉🏻 নরম হাতের সুইট লেখা | বন্ধু আমি ভেরী একা | চাঁদের গায়ে জোসনা মাখা, মনটা আমার ভীষন ফাঁকা | ফাঁকা মনটা পূরণ করো, একটু আমায় স্বরন করো |

👉🏻 যতই দূরে হারিয়ে যাও , আমি তোমাকে খুঁজে বের করবোই । যতই পর ভাবো আমায় , আমি তোমাকে আপন করে নেবো । যতই ঘৃনা কর আমায় , আমি চিরদিন এভাবে তোমায় ভালোবেসে যাবো । যতই পাষাণ হোক তোমার মন , ওই মনে আমার জন্যে ভালোবাসার ফুল ফুটাবোই ।

👉🏻 তুমি সেই কবিতা ! যা প্রতিদিন ভাবি…. লেখতে পারিনা । তুমি সেই ছবি ! যা কল্পনা করি…. আঁকতে পারি না । তুমি সেই ভালোবাসা ! যা প্রতিদিন চাই…. কিন্তু তা কখনোই পাই না ।

👉🏻 জীবন কারো জন্যে থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝেই থেমে যায়, প্রিয় মানুষটার জন্যে !

👉🏻 আমি সেই সুতো হবো , যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাবো . . . আমি সেই নৌকা হবো , যে তোমায় পার করে নিজেই ডুবে যাবো . . . হবো সেই চোখ যে তোমায় দেখেই বুজে যাবো, হবো সেই সুর যে তোমায় মাতিয়ে করুণ হবো, হবো সেই চাঁদ যে হয়ে গেলে আধ , তোমায় আলো দেবে দিন ফিরে এলেই আবার ফুরিয়ে যাবে , শুধু ভালবেসো আমায় !!

👉🏻 ভালোবাসা স্বপ্নীল আকাশের মত সত্য । শিশির ভেজা ফুলের মত পবিত্র । কিন্তু সময়ের কাছে পরাজিত । বাস্তবতার কাছে অবহেলিত ।

👉🏻 আমি চাইনা তুমি আমাকে বার বার বলো আমি তোমাকে ভালোবাসি. কিন্তু আমি চাইছি তুমি আমার জন্য একটু অপেক্ষা করো, আমি বলছিনা তুমি আমাকে অনেক ভালোবাসবে কিন্তু আমি বলছি তুমি আমাকে একটু সুযোগ দিও তোমাকে মন উজাড় করে ভালোবাসতে ।

👉🏻 আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার জীবনে কোন স্বপ্ন নেই তুমি ছাড়া , আমার দুচোখ কিছুই খোঁজে না তোমায় ছাড়া, আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া , আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া, আমি কিছুই বুঝতে চাইনা তোমায় ছাড়া ।

প্রিয় বন্ধুরা, আমাদের এই ভালোবাসার মেসেজ ও এসএমএস গুলো আমরা আপনাদের জন্য এখানে দিয়েছি । এগুলো খুবই ভালো লেগেছে আপনাদের কাছে আশা করছি । এই রকম আরো অনেক দারুণ দারুণ মেসেজ ও এসএমএস পেতে নিচের পোস্ট গুলো দেখুন । ধন্যবাদ ।

11 Comments

  1. যেমন ভাবে তুমি আমি এই অল্প কিছুটা সময় একসাথে কাটিয়েছি। তেমনি করে চিরটা কাল সমস্ত সমস্যার সমাধান করে একসাথে এগিয়ে চলতে চাই।

  2. প্রেমে না পড়লে বুঝা যায়না যে মনের মধ্য কত ধরনের ফিলিংস আছে।

  3. ভালোবাসা কি জিনিস নিজের বউকে ভালো না বাসলে বুঝতে পারতাম না।

  4. মাথায় পাগড়ী পড়ে এইতো আমি,

    বর সেজে যাব-রে তোমার বাড়ি,
    আলতা রাঙ্গা পায়ে শোন গো মেয়ে,
    অঙ্গে জড়াবে তুমি বধুর শাড়ি,
    বাঁজবে সানাই,নাচবে সবাই,
    বিয়ে হয়ে যাবে-রে দুজনার-ই,(নওশিন +শাকিল)

  5. সুখ বেচে দুঃখ কিনার নাম ভালোবাসা

  6. এখনো কাউকে ভালোবাসিনি তাই, ভালোবাসা কী বুজিনা।

  7. ভালোবাসা একটা আগুনের মতো, না পেলে ভেতর পোড়ে আর পেলে সারা শরীর পোড়ে ।

  8. ভালোবাসা মনের কথা,মুখের কথা নয়,ভালোবাসার সুখ কিন্তু সবার জন্য নয়।

  9. রাত পুহালে সকাল, রাত না পুহালে পরকাল, শুতরাং মেয়েদের মনে কিসের এত অহংকার । { A + M }

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *