ইমোশনাল স্ট্যাটাস

প্রিয় বন্ধুরা, এখানে আমরা কিছু ইমোশনাল স্ট্যাটাস ক্যাপশন বাংলা কবিতা ও ছন্দ আকারে দিয়েছি । এই ইমোশনাল স্ট্যাটাস বাংলা গুলো খুব খুব সুন্দর ও বাঁচাই করা । তাই এগুলো আপনারা চাইলে আপনাদের ফেসবুকে শেয়ার করতে পারেন । ভালো লাগলে নিচে কমেন্ট করে জানাবেন ।

ইমোশনাল স্ট্যাটাস :

১। দিনশেষে বিশাল আকাশে ঝুলে থাকা চমৎকার চাঁদটার মতো আমিও একা ।

২। সেই সময়টা খুব কঠিন, যে সময়ে চোখের পানি ফেলতে হয়। কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন, যে সময় চোখের পানি লুকিয়ে হাসতে হয়।

৩। স্বপ্ন দেখা যতটা সহজ, বাস্তবতাটা ঠিক তার উল্টো!

৪। হাসি দিয়ে হয়তো সব কিছু প্রকাশ করা যায় না, কিন্তু অনেক কিছু আড়াল করা যায় ।

৫। আমি সেই একজন, যার কাঁধে মাথা রেখে তুমি অন্য কারোর জন্য কাঁদো। আমি সেই একজন, যার চোখে চোখ রেখে তুমি অন্য কারোর স্বপ্ন দেখো।ইমোশনাল স্ট্যাটাস

৬। তোমাকে ভুলতে পারলেও, তোমার সৃতিগুলো কখনই ভুলতে পারবো না ।

৭। যেই খাচাতে থাইকা, শিখলি প্রেমের মানেটা, সেই খাচাটা ছাইরা যাইতেও কষ্ট পাইলি না ।

৮। সবথেকে কঠিনতম একাকীত্ব হল নিজেকে নিজের ভালো না লাগা ।

৯। মানুষের কখনও কখনও একা থাকা ভালো কারণ সেই সময়ে কেউ আপনাকে সেভাবে আঘাত করতে পারে না।

১০। অসৎ মানুষের সঙ্গ লাভ করার থেকে নিঃসঙ্গতা ও একাকীত্ব অধিকতর শ্রেয় ।

১১। একাকীত্ব তখনই মানুষ অনুভব করে যখন সে নিজের সাথে কথা বলে কারণ তখন কেউ তার কথা শোনার মত থাকে না।

১২। একাকীত্ব অপরের দ্বারা সৃষ্টি হয় না। এটি তখনই তৈরি হয় যখন নিজের অন্তঃসত্ত্বা বলে যে , তোমার জন্য ভাবার এ জগতে কেউ নেই।

১৩। মনে রেখো তুমি জগতে একা নয়। তোমার মধ্যে সৃষ্টিকর্তা আর তোমার নিজস্ব বুদ্ধিমত্তা ও বাস করে।

১৪। যে মানুষগুলো সারাজীবন পাশে থাকবে বলে, তারাই ছেড়ে চলে যায়।

১৫। রাতের নিস্তব্ধতা মানে কেউ ভালবাসায় হাসছে আর কেউ নিঃশব্দে কাঁদছে।

১৬। না চায়তেই পেয়ে গেলে মানুষ তা কদর করতে ভুলে যায় ।

১৭। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে। সেটা ভালবাসা হোক কিংবা কষ্ট।

১৮। আসলে জীবন মানে একটা ভুমিকাহীন গল্প, যার প্রতিটা লাইন পড়া খুব সোজা কিন্তু বোঝা ঠিক ততটাই কঠিন।

১৯। একদিন ঠিক হয়ে যাবে, এই কথার ওপর নির্ভর করে টিকে আছে হাজারও সম্পর্ক ।

২০। কি বিচিত্র এই জীবন! কাছে থাকলে কেউ মূল্য দেয় না, কিন্তু হারিয়ে গেলে সবাই খোঁজে।

২১। কাউকে না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর কষ্টটা বোধহয় অনেক বেশি।

২২। যদি মানুষ চাইলেই সব কষ্ট ভুলে যেতে পারতো তাহলে সবাইকে মনে কষ্ট নিয়ে বেঁচে থাকতে হত না।

২৩। কেউ মনের মত হয় না, মনের মত করে নিতে হয়।

২৪। ভালবাসাটা একদিন ঠিকই বুঝবে, কিন্তু সেদিন হয়তো আমি আর থাকবো না।

২৫। শাসন তাকেই করা যায়, যাকে নিজের করে ভালবাসা যায় ।

স্পেশাল ইমোশনাল স্ট্যাটাস :

১. খুব স্পেশাল কারো জন্য মানুষ তার সমস্ত আয়োজন নিয়ে অপেক্ষায় থাকে। কিন্তু অসময়ে ভুল মানুষকে পেলে সেই সমস্ত আয়োজন বৃথা হয়ে যায়।

২. কত বৃষ্টিতে ভিজেছি, কত চোঁখের জল লুকিয়েছি। তুমি দেখনি, বোঝো নি।

৩. যতবার দুহাত মেলে ভালোবাসা বিলিয়েছি, ততোবারই সাজানো-গোছানো অবহেলা ফেরত পেয়েছি। সবার কাছে অমূল্য হওয়ার চেয়ে কোন একজনের কাছে দুর্মূল্য হওয়া সৌভাগ্যের।

৪. স্বপ্ন ভেঙে যাওয়ার প্রতিটা মুহূর্তে মানুষ একেক সমুদ্র দুঃখ ধারন করে। তাই মানুষের হৃদয় প্রশান্ত মহাসাগরের মত। যতটা গম্ভীর ততটাই গভীর।

Read More >>  বাস্তবতা নিয়ে কিছু কথা

৫. যাকে ভুলে ফিরি বারবার, তবু তাহারেই পড়ে মনে….
স্বপ্ন তাহার সাজায়ে প্রদীপ, ঝুম কুয়াশার বনে।

৬. তুমি রক্ত জবা খুব পছন্দ করতে। আজ তোমার কবরের পাশেও এক প্রকাণ্ড রক্ত জবা গাছ। ফুলের ছায়ায় নিবিড় হয়ে থেকো।ইমোশনাল ক্যাপশন

৭. আমি সেদিন ও দুহাত উজাড় করে এসেছিলাম, আর তুমি সেদিন ও আমায় দিয়েছিলে অবহেলা। আজ রিক্তহস্ত আমি। আর আজ তুমি শূন্য ঝুলি পূর্ণ করে নিতে এসেছ।

৮. কতোটা আঁধার হলে কান্না লুকানো যায়? কতোটা ভালোবাসলে তার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায়? এ জীবনে ভালোবাসার বিনিময়ে বুঝি আর ভালোবাসা পাওয়া হলো না।

৯. যে আমার নীরবতা বুঝলো না, সে আমার শব্দ সম্ভার বুঝবে কি করে।

১০. এতোকাল একা পথ পাড়ি দেবার পর সবাই শুধু আমার শূন্য পা জোড়া দেখলো। কেউ আমার রক্তিম পা দুটি দেখলো না।

১১. কারো অবহেলা করুনা মানুষের হৃদয়কে এমনভাবে রক্তাক্ত করে, যেমনভাবে তীক্ষ্ণ ছুড়ি কোনো কিছুকে চিঁড়ে দেয়।

১২. আসলে তোমার প্রতি এতো টা প্রত্যাশা রাখা টা আমার ব্যর্থতা। আমি বুঝি নি, পরম পূজনীয় প্রতিমা ও নিথর। সে নিতে জানে, শুধু বিনিময়ে প্রতিদান দিতে জানে না।

১৩. প্রতিদিন কোনো না কোনো হৃদয় অগ্নি দহনে পোড়ে। এতো সমাধির শেষ কোথায়?

১৪. পাথরের পৃথিবীতে এ হৃদয় কাঁচ সমতুল্য। যা একবার ভাঙলে আর জোড়া লাগে না। তাই দিনশেষে নিজের হৃদয়ের পরিচর্যা করাটা অতীব জরুরি।

১৫. আসলে আজকে আমি আর দুর্বল নই, আশেপাশের মানুষের অভিনয় দেখতে দেখতে আমি প্রচন্ড ক্লান্ত। আঁধার যেখানে দুহাত মেলে ধরে, ছায়াটা ও সেখানে মুখ লুকিয়ে রাখে।

ইমোশনাল ছন্দ কবিতা :

জীবন টা আজ সাদা পাতা, লেখার কিছু নেই
মরুভূমিতে দাঁড়িয়ে আছি, পুরানো আমি সেই
হটাত করে কেনো কাঁদে আজ আমার মন
তাকিয়ে দেখি হারিয়ে গেছে আমার আপনজন ।


যদি লেখা হয় হাজারও উপন্যাস
তবুও পুরাবে না আমার এই সত্য হৃদয়ের কথা
কোন কলমে লিখবো আমি আমার মনের বেথা ?
জন্ম থেকে জীবন আমার দুঃখ দিয়ে গাঁথা ।


তুমি ভুল বুঝে চলে গেলে করে আমায় একা
তুমি ছাড়া এই ভুবনে সুখের নেই দেখা
বলেছিলে আমার সাথে থাকবে চিরদিন
আজ তুমি নেই তাই আমি স্বপ্ন হীন ।


বলবো না তুমি ফিরে আসো
চাইবো না আমি কোন ভালোবাসার অধিকার
বলবো তুমি ভালো থাকো
সুখের নীড়ে হোক তোমার বসবাস ।


ভুলেই যদি যাবি কেনো বাধলি মায়ার এই বাঁধন
কেনো ভাসালি জীবন টাকে সুখের এ আভাসে
বুঝবিরে ঠিকই একদিন ফিরবি সেই চেনা ঘরে
সে দিন আর থাকবো নারে
শান্ত হয়ে ঘুমিয়ে রবো অচিন সেই পুরে ।


Read More:>>> কষ্টের উক্তি


কাঁদছি আমি কত রাত তোমার কথা ভেবে
সৃতির পাতায় আজও তুমি অভিমানী এক মেয়ে
আসোনা ফিরে তুমি আজ সব অভিমান ভুলে
সত্যি আর পারছি না তোমার সৃতির সাথে
যুদ্ধ করে একা আমি থাকতে ।


আজ কষ্ট সৃতির পাতায় আমি খুঁজি সেই দিন গুলো
যে খানে আমার ভালোবাসা শুধু তোমার জন্য ছিলো
তোমার জন্য সাজানো ছিলো আমার প্রতিটি দিন
আজ নেই তুমি তাই আমি স্বপ্ন হীন ।


ইমোশনাল স্ট্যাটাস ছবি


না বুঝে তোমাকে অনেক আপন ভেবেছি আমি
আপন ভেবে দেখি তোমার মন থেকে অনেক দূরে আমি
কেনো এতো আপন মনে করি তোমায়
কখনো কি বুঝতে চেয়েছো আমায় ?


পথের কাটায় পা কেটেছে, ফুলের কাটায় হাত
মনের কাটায় মন কেটেছে, কাঁদি দিনরাত
চোখের দেখায় ভুল হয়েছে এখন মনে হয়
যাকে আমার সব ভেবেছি সে তো আমার নয় ।

Read More >>  নিয়মানুবর্তিতা নিয়ে উক্তি

ভালোবাসনি বলে বন্ধু দুঃখ দিলা মনে
আজ কেনো বাসবা ভালো বললে কানে কানে
শেষের পথে আজ কেনো ভালো বাসতে চাও
এখনো সময় আছে আমায় ভুলে যাও ।


দূরে আছি তাই বলে ভুলে গেছি এমন টা নয়
হৃদয়ে আছে যা, তাকে কি করে ভুলে থাকা যায়
কথা হয় না হয়তো কিন্তু ভালোবাসা আছে আগের মত
মিস করি তোমায় অবিরত, আছি আমি আগের মত ।

ইমোশনাল ক্যাপশন :

অভিমান বেশী সময় বাঁচিয়ে রাখতে নেই, বহু বছর পর অভিমান ভাঙলে, গিয়ে দেখবে যার সাথে অভিমান সে আর নেই । হয়তো দূরে কোথায় ও হারিয়ে গেছে আর তখন Sorry বলার সুযোগ টুকু ও হারিয়ে যাবে

জীবনে অনেক খারাপ সময় পার করেছি। তবে এখন যেই সময়টা পার করছি সেটা আমি কখনো কল্পনাতেও ভাবিনি। মাঝে মাঝে দুনিয়াটা বড় নিষ্ঠুর লাগে।

ভালোবাসা খুব দামী জিনিস। যত্ন করে রাখতে হয়। কারন ভালোবাশা একবার হারিয়ে গেলে জীবনে আর কোনো দিন ফিরে পাওয়া যায় না।

জীবনে কখনো আনন্দ থাকে আর কখনো কষ্ট। সব সময় আমি সুখের আশা করি না, আর সব সময় কষ্ট সহ্য করতে পারি না। হয়তো তুমি অকারনে ই একটু বেশি কষ্ট দাও, যেটা আমার সহ্যের বাইরে।

কিছু কিছু কথা আছে বলতে পারিনা’এমন কিছু কষ্ট আছে সইতে পারিনা.এমন কিছু ফুল আছে তুলতে পারিনা.আর এমন1ta মনের মানুষ আছে ভূলতে পারিনা…

এমন কাও কে ভালবাসবে না, যে ”ভালবাসা” কি এটাই জানে না। এমন কাও কে আপন করবে না, যে তোমাকে আপন করবে না। বন্ধু বানাও তাকে, যে তোমাকে গুরুত্ত দিতে জানে। ভালবাসার মানুষ/বন্ধুর কাছ থেকে কষ্ট পাওয়ার চেয়ে তাকে দুরে রাখা ভাল। ..…

এখন আর স্বপ্ন আঁকি না দুচোখের কোণে………নেই কোন আশা আজ আমার পোড়া মনে…… এখন আর অশ্রু ঝোড়ে পরে না দুচোখ বেয়ে………যত ছবি আঁকা ছিল স্মৃতির দেয়ালে………… আজ তার সবটুকুই যে মুছে গেছে……তোমার দেয়া ব্যথাগুলো সহ্য করে করে……… কষ্টের মায়া জালে হৃদয়টা হয়

আমি অভিমান করি,, তুমি আমার কষ্ট বুঝবে বলে.. আমি দুরে খাকি,, তুমি আমাকে মিস করবে বলে,,

আমি এমন এক জনকে চাই,, যে আমাকে বুঝবে,, একটু চোখের আড়াল হলে,, পাগলের মত খুজবে,,

তুমি সব সময় আমার পাশে থাকো,, তবু কেন তোমাকে দেখি না? থাকতে হবে আশায় আশায় জানলে ভালোবাশা করতাম না,, সাগরের পাশে বাস করে পিপাসায় মরতাম না.

চলেই যদি যাবে, তো এসে ছিলে কেন? ভুলেই যদি যাবে, তো জান বলে ডেকে ছিলে কেন?

যদি জানতাম তোমার কষ্টের কারন হব আমি । তোমার এক ফোঁটা অস্রুর কারন হব আমি । তবে সত্যি বলছি আমি কখনোই আসতাম না তোমার জীবনে !! শুধু দুর থেকে ভালবেসে যেতাম তোমায় !!!

সব সময় নিজেকে খুব একা ভাবি,, কারণ জানি আমার পাশে থাকার মতো কেউ নেই । মাঝে মাঝে কাউকে খুব আপন ভাবি,, পাশে গিয়ে দেখি সবই আমার কল্পনা ।

সুন্দর রাত তার চেয়ে সুন্দর তুমি,মনের দরজা খুলে দেখ তোমার অপেক্ষায় দাড়িয়ে আছি আমি।দুহাত বাড়ালাম আমি তোমার তরে, তুমি কি নিবে আমায় ভালবেসে আপন করে?

স্বপ্ন দিয়ে আঁকি আমি, সুখের সীমানা । হৃদয় দিয়ে খুঁজি আমি, মনের ঠিকানা । ছায়ার মত থাকবো আমি, শুধু তার পাশে, যদি বলে সে আমায় সত্যি ভালবাসে॥

কাউকে বেশি miss করো না প্রেমে পড়ে যাবে —! কাউকে কষ্ট দিয়ো না পরে নিজেই কষ্ট পাবে—-! কাউকে ভালোবেস ন ’হারিয়ে যাবে —! কাউকে পেয়ে ভুলে যেয়ো না তা হলে সারাজীবন কষ্ট পাবে —

Read More >>  তাকিয়ে থাকা নিয়ে ক্যাপশন

তোমার জন্য আমি আর কাঁদিনা কাঁদলেও চোখের পানি ঝরে না, চোখের পানি ঝরলেও কষ্ট হয়না কষ্ট হলেও আমি আর তোমাকে ভালবাসিনা ।। ভালবাসলেও তোমাকে বলবো না জানি, বললেও তুমি শুনবেনা, শুনলেও, তোমার কিছুই আসে যায় না কারণ আমি আজ নিঃস্ব…বড়ই নিঃস্ব ।।

প্রতিটা দিন প্রতিটা রাত কষ্টের জলে ভাসি আমি, তবুও এ হৃদয় প্রতিটা মূহুর্তে জানতে চায় কেমন আছো তুমি। হয়ত ভালো আছো, আর হয়ত বলছি কেন ভালোই তো আছো তুমি।মোরে ভুলে সুখ সমুদ্রে ডুবে আছো তুমি।মোরে যদি থাকবেই ভুলে তবে ভালো কেন বেসেছিলে, আর ভালোই যদি বেসে থাকো তবে মোরে ভুলে গেলে কেমন করে।আমি তো ভুলতে পারিনি তোমাকে, তোমার স্মৃতি গুলোকে।

কে আমি??? কতটুকু জানো আমায়???কতটুকু জানলে বলা যায়,তুমি সবটুকু জেনেছ আমায়।মুখোশ পরে এক আমি আবার মুখোশের আড়ালে অন্য আমি।তোমার অজানা হাজারও আমির ভিতরে আজ লুকিয়ে আছি আমি,শুধুই আমি।তোমার কল্পমায়ায় এক আমি আর আমার বাস্তবতায় আরেক আমি।তাই বলছি আজ হাজারও আমির গভীরে হারিয়ে গেছি আমি।আর কখনো খুঁজে পাবে না তুমি।

তুমি একদিন আমার মত কষ্ট পাবে তুমিও আমার মত চোখের জল ফেলবে আর তুমি আমার কথা ভাববে কবে জানো? যে দিন তুমি আমার মত সত্যি ভালোবাসবে।

জানি না আজ আমার কি হয়েছে, শূন্য মনের গহীন অতলে এক ঝড় উঠেছে !ভিষন ভাবে তোমাকে মনে পড়ছে, তোমার কথা ভাবতেই জল এলো দু’চোখের কোনে !কেমনে বলবো আমি-একটু খানি ভালোবাসি তোমায় ! সেই সাধ্য দেওয়া হয়নি আমায় !তবুও কেনো জানি তোমাকে অনেক ভালোবাসি !!

বসে আছি আমি একা, ভাবছি তোমায় নিয়ে | ভাবতে ভাবতে হঠাৎ চোখে এল জল | তুমি জানো আমার এই চোখের জল আনন্দের নয়, অনেক কষ্টের |আর এই কষ্টের কারন হলে তুমি. কেনো দিলে আমাকে এতো কষ্ট ?আমি তো তোমাকে দেই নি,তবে তুমি কেনো | ভাল থাকো অনেক সুখে থাকো আমি দোয়া করি |

মানছি আমার ভুল হয়েছিল , তোমায় মুখ ফুটে কখোনোও ভালবাসার কথা বলতে পারিনি, তবে দোষ তো তোমারও কম ছিল না, একবারও আমার চোখের ভাষা পড়ার চেষ্টাও করোনি , নিরবতাকে না বুঝে ভেবেছো কখনও তোমায় ভালবাসিনি !!!

আবার ফিরে আসো অন্তত এক ঘন্টার জন্য…।নয়তো এক মিনিটের জন্য…অন্তত একটা মুহূর্তের জন্য…।বলবো না পাশে থাকতে ।বলবো না আর একটি বার নতুন করে ভালোবাসতে…।শুধু বলবো, তোমার দেয়া স্মৃতি গুলো নিয়ে যাও ।

তোমার মাঝে আমার সমস্ত সুখ লুকিয়ে ছিল !!!তাই তোমাকে চেয়েছিলাম সুখ পাবো বলে ! কিন্তু তুমি যা দিয়েছ সুখের বদলে তার কোন তুলনা হয় না, আসলেই তা অমুল্য এক কষ্ট আর যন্ত্রনা তোমার দেয়া কষ্ট আর যন্ত্রনা নিয়ে এখনো বেঁচে আছি সুখ পাবো বলে আমার সুখ মানেই তুমি !!

শেষ কথাঃ

প্রিয় বন্ধুরা, আমাদের এই ইমোশনাল স্ট্যাটাস গুলো আপনাদের কাছে কেমন লাগলো, নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন । কারণ আপনাদের উৎসাহ পেলেই আমরা আরো এগিয়ে যাবো । আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর লেখা উপহার দিতে পারবো । এখানে আমরা আরো নতুন নতুন ইমোশনাল স্ট্যাটাস যোগ করবো, তাই আমাদের সাথেই থাকবেন । এই কামনা করছি সবার কাছে । ধন্যবাদ ।

3 Comments

  1. অনেক ভালো লাগলো, বর্তমান সময় অনুযায় সেট স্ট্যাটাস দিবে,,ধন্যবাদ🥀🥀🥀

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *