কিছু কষ্টের ছন্দ নিয়ে এলাম আপনাদের কাছে। ছন্দ গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা হলো । এখানে সবগুলো ছন্দ খুব সুন্দর করে সাজিয়ে দেয়া হয়েছে । পড়ে আপনার কাছে অনেক মজা লাগবে।
কষ্টের ছন্দ
কিছু কিছু কথা আছে বলতে পারিনা
এমন কিছু কষ্ট আছে সইতে পারিনা
এমন কিছু ফুল আছে তুলতে পারি না
আর এমন একটা মনের মানুষ আছে ভুলতে পারিনা ।
এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে
সেই জলের ফোঁটা শুধু তোমার কথা বলে
মনের কথা বুঝনা তুমি মুখে বলি
তাই শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই ।
কাঁদবে কি তখন ? চির নিদ্রায় ঘুমাবো যখন !
মনে রাখবে কি তখন ? না ফেরার দেশে চলে যাবো যখন !
ডাকবে কি তখন ? তোমার ডাকে সাড়া দিবনা যখন !
স্বপ্ন ভরা জীবনে দুঃখ যখন আসে
সবাই তখন পর হয়ে যায় থাকেনা পাশে
কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা
সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা ।
কিছু কথা ভাবতে ভাবতে চোখে এল জল
জলকে বলিলাম তুই হটাৎ কেন বাইরে এলি বল ?
জল বলল চোখটি তোমার সুখের নীড়
কি করে সইবো বল এত দুঃখের ভীড় ।
এই জিবনে ব্যথা ছারা কিছু পাইনি
সূর্য গেছে মেঘের বাড়ি,ডুবে গেছে বেলা!
একটু খবর নিলেনাযে আমায় ভুলে গেলা
Nice