কষ্টের ছন্দ

অনেক গুলো নতুন নতুন ভালোবাসার কষ্টের ছন্দ নিয়ে এলাম আপনাদের জন্য । আমাদের জীবনের একেক ধাপে একেক রকম কষ্ট থাকে । আমরা কোন ভাবেই যেন কষ্টকে এড়িয়ে যেতে পারি না । কোন না কোন ভাবে আমাদের জীবনে কষ্ট আসেই । আর কষ্টরা যখন আসে একা আসে না যেন দল বেঁধে আসে । আমরা তাই আজ এখানে অনেক গুলো কষ্টের ছন্দ দিয়ে আজকের পোস্ট টি সাজিয়ে দিলাম । আশাকরি অনেক ভালো লাগবে আপনাদের কাছে । তাই আসুন তাহলে দেখে নেয়া যাক আমাদের দারুণ দারুণ ছন্দ গুলো ।

কষ্টের ছন্দ :

কিছু কিছু কথা আছে বলতে পারিনা
এমন কিছু কষ্ট আছে সইতে পারিনা
এমন কিছু ফুল আছে তুলতে পারি না
আর এমন একটা মনের মানুষ আছে ভুলতে পারিনা ।

এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে
সেই জলের ফোঁটা শুধু তোমার কথা বলে
মনের কথা বুঝনা তুমি মুখে বলি
তাই শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই ।কষ্টের ছন্দ পিক

কাঁদবে কি তখন ? চির নিদ্রায় ঘুমাবো যখন !
মনে রাখবে কি তখন ? না ফেরার দেশে চলে যাবো যখন !
ডাকবে কি তখন ? তোমার ডাকে সাড়া দিবনা যখন !

স্বপ্ন ভরা জীবনে দুঃখ যখন আসে
সবাই তখন পর হয়ে যায় থাকেনা পাশে
কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা
সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা ।কষ্টের ছন্দ

কিছু কথা ভাবতে ভাবতে চোখে এল জল
জলকে বলিলাম তুই হটাৎ কেন বাইরে এলি বল ?
জল বলল চোখটি তোমার সুখের নীড়
কি করে সইবো বল এত দুঃখের ভীড় ।

ভালোবাসার ছন্দ কষ্টের :

প্রিয় বন্ধুরা, আমরা এখানে দুই লাইনে অনেক গুলো ভালোবাসার ছন্দ কষ্টের দিয়েছি । এই কষ্টের ছন্দ গুলো পড়ে দেখুন । অনেক ভালো লাগবে । আপনি হয়তো এমন কিছু ছন্দই খুঁজছেন । অনলাইনে অনেক কষ্টের ছন্দ পাবেন তবে আমাদের এই ছন্দ গুলো একটু অন্যরকম আর নতুন । তাই এগুলো থেকে একটু ভিন্ন কিছু পাবেন আশা করছি । আসুন তাহলে পড়ে দেখা যাক ছন্দ গুলো ।

১. যে কষ্ট আকাশে মেঘ হয়ে ভাসে,
সেই কষ্ট আমার হৃদয়ে বৃষ্টি হয়ে আসে।

২. শত কষ্টেও বদলে যায় না অনুভূতি,
তবুও ভালোবাসা শুধু বাড়তেই থাকে তোমার প্রতি। ‌

৩. এতটাও কষ্ট দিওনা আমায় যতটা আমি সইতে পারবো না,
কারণ কষ্ট দেওয়ার মত হয়তো আমাকে আর খুঁজেও পাবে না। ‌

৪. শুনেছি মানুষ ভালোবেসে যতটা না সুখী হয়, তার চেয়ে বেশি কষ্ট পায়। ‌
যতটা না প্রিয়জনকে কাছে পায়, তার চেয়ে বেশি নিজেকে হারায়। ‌

Read More  ডিম নিয়ে উক্তি

৫. কত হাজার মানুষ কষ্টের সাইক্লোনে ভেসে যায়, কেই বা মনে রাখে?
কেই বা বোঝে কত হৃদয় নিত্য ভাঙ্গে!

Read more:>>> ভালোবাসার ছন্দ

৬. তোমাকে পাওয়ার সুখ আজ আর আমাকে ধরা দেয় না,
আমাকে হারানোর কষ্ট ও হয়তো তোমাকে ছুঁয়ে যায় না। ‌

৭. হাজারো কষ্ট হাতরে আমায় খুঁজবে তুমিও,
যেভাবে আজ চোখের জলে ভাসি আমিও। ‌

৮. হাসবে সেদিন সব কষ্ট নিয়ে হাসবে,
যেদিন তুমি আমার মত সত্যি ভালবাসবে?

৯. আমার কাছে টেনে সব কষ্ট মুছে দিও,
আমার আধার হৃদয়ে এক আশার প্রদীপ জ্বেলে দিও।

১০. সহস্র কষ্টের আবরণে ও তোমায় চেয়ে দেখি,
নির্বাক চোখে যেন তোমায় কাছে ডাকি!

১১. চোখে জল মুখে ছল কষ্টে ভরা প্রাণ,
বিজয়ীর হাসি নিয়ে গাই প্রেমের গান।‌

১২. কত নির্ঘুম রাত গিয়েছে কেটে কষ্টের গ্লানিতে,
কত অশ্রু জল লুকিয়ে গিয়েছে আপন মহিমাতে।‌

১৩. কতবার সুখ ছাপিয়ে দুঃখ এসেছে আমার দরজায়,
নীরবে তাহাকে বরণ করেছি পরম মমতায়।

১৪. কষ্ট নিয়ে নির্বাক চোখে জল ফেলেছি তোমার জন্য,
ভালোবেসে আমি পুড়ি যাই তুমি হও ধন্য।

১৫. তোমার মুখে হাসি আর আমার চোখে জল,
কষ্টের পরিসীমা সাগর অতল।

১৬. অধরায় কেটে গেল আমার এই দিন,
ভালোবেসে হলাম আমি বেদনায় নীল।

১৭. ভেসে যাই তুচ্ছ আমি সময়ের স্রোতে,
তবু আমি হেরে যাই কষ্টের শোকে।‌

১৮. আমি সেটুকুই যেটুকু যার প্রয়োজন,
এক আকাশ কষ্ট দিয়ে এক হৃদয় আয়োজন।

১৯. হায় স্বপ্ন ভাঙ্গে হৃদয় কাঁদে কষ্ট সরোবর,
কষ্ট যেথায় নিত্য পাখি নিত্য কলরব।

২০. সুখ দুঃখ বিস্তর চলেন তফাতে,
কষ্ট বিনা সুখ লাভ হয় কি মহিতে।

২১. সুখের অভাবে কষ্ট তৈরি হয়,
তবু সব কষ্ট ছাপিয়ে পথ চলা এই জীবনের অবক্ষয়।

২২. কি এক নিদারুণ কষ্টে এক অশান্ত পরিস্থিতি,
জীবন যেখানে লাগামহীন সুখের সেখানেই ইতি। ‌

২৩. কষ্টের বাধা পেরিয়ে মৃত্যু হয়েছে কত প্রাপ্তি,
রূপকথার গল্পের সেখানেই সমাপ্তি। ‌

২৪. যে কষ্ট প্রিয়জন হারাবার,
সেই বেদনা অনন্তকালের।

২৫. কষ্টহীন জীবন যেন মুকুটহীন রাজ্য,
যুদ্ধহীন ময়দান যেমন করে থাকে শূন্য।

২৬. শত না বলা কথা যেন নিদারুণ চেপে যাওয়া,
কষ্টের পরতে পরতে কত ই না বিচিত্রতা।‌

২৭. সুখী হতে না পারা আমার ব্যর্থতা,
হৃদয়ের শূন্য স্থানে কষ্টের পূর্ণতা।

২৮. কষ্টের কষাঘাতে কাঁদে যে হৃদয়,
তার তরে এই পৃথিবী কতো নির্দয়।

Read More  মোমবাতি নিয়ে ক্যাপশন

ভালোবাসার ছন্দ দুঃখের  :

ভালোবাসার ছন্দ কষ্টের এই ছন্দ গুলো আমরা আপনাদের জন্য দিয়েছি । আশাকরি ছন্দ গুলো অনেক অনেক পছন্দ হবে । কারণ এগুলো অনেক বাছাই করা । আপনারা এর আগে হয়তো অনেক ছন্দ দেখেছেন, তবে আমাদের এই ছন্দ গুলো তাদের মত নয় । আসুন তাহলে ছন্দ গুলো দেখে নেয়া যাক ।

১. পোঁড়া বাঁশি কে বাজায়?
আমায় যে কাঁদায়,
মন বেঁধে রাখি
তবুও সে হারায়।

২. সুখ নিংড়ে কষ্ট ভাসে,
প্রবল স্রোতের তরে।
আমি যেনো ডুবো তরী
অচিন নদীর পাড়ে….

৩. স্বপ্ন ভরা এই জীবনে কষ্ট যখন আসে,
হায় কেউ থাকেনা আমার পাশে দুঃখের অভিলাসে।

৪. স্বপ্নহারা হৃদয় ভাঙা কঠিন মানুষগুলো,
এক অতীতে কেমন করে অনেক খুশি ছিল।

৫. কষ্ট যেখানে দুহাত বাড়িয়ে দেয়,
শ্রাবণ ঢল সেখানে অঝোর বৃষ্টি নিয়ে হাজির হয়।

৬. হৃদয়ে যেথায় মরু হাহাকার সুখ সেখানে ফাঁকি,
দুচোখ ভরে কষ্ট চেপে মুখ লুকিয়ে রাখি।

৭. কষ্ট বুঝি পরশ পাথর আমার অভিধানে,
কতো মানুষ পর হলো যে মিথ্যে মায়ার টানে

৮. আধার কালো কষ্ট হেথায় আমার হৃদয় জুড়ে,
সুখ সরোবর সব আয়োজন তোমায় খুঁজে ফেরে।ভালোবাসার ছন্দ কষ্টের

৯. খুব ঠকেও সুখ খুঁজেছি স্বপ্ন দেখার ভিড়ে,
কষ্ট যেন আসলো ছুয়ে নিলো আমায় ঘিরে।

১০. কষ্ট সয়ে রাত পোহালো তবু কান্না করা বারণ,
আমার চোখের শিকল পরা কষ্ট হলো আপন।

১১. তোমায় যতবার হারিয়ে খুঁজি, যদি ততবার নিজেকে খুঁজতাম।
তাহলে হয়তো নিজেকে হারাতাম না।

১২. আজ শিকল পরিয়ে আমার চোখে তুমি ভালোবাসো আকঁছো….
কাদঁতে পারছি না আমি…..

১৩. ভালোবাসা তখনই অসহায়,
যখন অবহেলা সামনে এসে দাঁড়ায়।

১৪. নিজের সর্বস্ব দিয়েও বুঝি তোমাকে পাওয়া হলো না।
তোমার ভালোবাসার ভার সইতে পারছি না।

১৫. জনমে জনমে পূজনীয় প্রেম অবহেলার পাত্রে উৎসর্গ করা হয়েছিলো-
শত কষ্টে আধারে প্রদীপ জ্বেলে অগ্নিশিখা জ্বলেছিল।

১৬. কারো জন্য অপেক্ষা করে কিছু বলতেও পারা যায় না।
আবার সহ্য করা যায় না।

কষ্টের ছন্দে ভালোবাসা :

১৭. স্বপ্ন ভাঙ্গা এই শহরে কষ্ট ছিল যত,
উড়িয়ে দিলাম ঐ আকাশে রঙিন ঘুড়ির মত।

১৮. কষ্ট দিয়ে বাঁধো আমায় স্বপ্ন ছুঁয়ে দিও,
একলা শহরে হাঁটবে যখন আমায় খুঁজে নিও।

১৯. তবু ডাকিও না আমায় নিবিড় করে তোমার প্রয়োজনে,
তবুও অপেক্ষা করি আমি হাজারো কষ্টের আয়োজনে।

২০. শুনেছি ভালোবাসায় নাকি সুখ কম কষ্টের পাল্লায় বেশি হয়।‌
তবুও ভালোবেসে ছেড়ে যাওয়া মানুষের কত ভয়।

Read More  চাওয়া পাওয়া নিয়ে উক্তি

২১. নদী ভাঙনের মতো তিলে তিলে কষ্টের হৃদয় ভাঙ্গা টাও বুঝি এত গভীর।
যেখানে মানুষটা শুধু পৃথিবীর মতোই স্থবির।

২২. কি ভয়ানক সেই যন্ত্রনা, যখন মানুষ ভালোবাসা হারিয়ে ফেলে।
অথচ নতুন ভালোবাসা তার চেয়েও বেশি সহজ, নতুন মানুষ খুঁজে পেলে।

২৩. যদি ভালবাসতে নাই পারো তাহলে কেন স্বপ্ন দেখাও?
কেনো সুখের চেয়ে বেশি কষ্টেরই মর্ম বোঝাও।

২৪. আমি সেদিনও এসেছিলাম এক সহস্র সুখের বৃষ্টি নিয়ে।
অথচ ভালোবাসা না দিয়ে তুমি আমাকে এক সাগর কষ্ট ফিরিয়ে দিলে।

২৫. কতবার তোমার কাছে এসেছি, তোমাকে এক নজর দেখেছি।
তোমার এক মুঠো হাসির বিনিময়ে, হাজারো কষ্ট সয়ে নিয়েছি।

২৬. পৃথিবীতে নিখাদ ভালোবাসা বলে কিছুই নেই।
যা আছে সেটা শুধু কষ্টে মোড়ানো এক রক্তিম সুখের অনুভূতি।

২৭. রক্ত জবার মতো রক্তিম হৃদয় নিয়ে তোমার কাছে এসেছিলাম।
অথচ তোমার চোখে কষ্ট সরোবর এক ঝরনা দেখেছিলাম।

২৮. তাহলে কি আজকাল ভালোবাসা ও মেকি হয়ে যাচ্ছে?
আসল আর নকল যে কষ্টই হোক না কেন, তা ভালোবাসাকে হারিয়ে দিচ্ছে।

২৯. কিছু কিছু নীরব কষ্ট রক্তিম ভালোবাসা বয়ে আনে।
যেমনটা এক হৃদয় অন্য হৃদয়কে টেনে আনে।
তুমি শুন্য হাতে এসেছিলে, কষ্ট দিয়ে
ভালোবাসার উপহার দিয়ে গেলে।

৩০. যেমন টা তুমি চেয়েছিলে ঠিক তেমনি করেই বুঝি কষ্ট এসেছে আমার দুয়ারে।
তবুও তুমি করুণার দৃষ্টি নিও না সরায়ে।

৩১. আমার হৃদয় শূন্য ঝুড়ি তোমার পথে চেয়ে,
তবু কষ্ট সয়ে তোমায় দেখি আমার দুচোখ ভরে।

শেষ কথা :

প্রিয় বন্ধুরা, আমরা এখানে চেষ্টা করেছি সবচেয়ে সুন্দর আর ভালো কিছু কষ্টের ছন্দ দিতে । আশাকরি আপনি আপনার পছন্দের ভালোবাসার ছন্দ কষ্টের এখানে পেয়েছেন । আর যাই হোক যদি আমাদের কোন লিখা ভালো লাগে, তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না । আর আমাদের সাথেই থাকবেন দয়াকরে । আমরা এখানে আরো অনেক সুন্দর সুন্দর ছন্দ যোগ করবো । বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাইট । সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য । নিচের পোস্ট গুলো পড়ে দেখার আহ্বান করা হলো । ধন্যবাদ ।

About the Author:

Habibur Rahman is an expert writer about Bangla poems, romantic stories, captions, status and quotes. He is writing about all romantic and motivational quotes, poems, captions, and status messages from the past 12 years. He has completed honors and master's degrees in literature from Dhaka University.

6 Comments

  1. সূর্য গেছে মেঘের বাড়ি,ডুবে গেছে বেলা!
    একটু খবর নিলেনাযে আমায় ভুলে গেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *