কষ্টের ছন্দ

অনেক গুলো নতুন নতুন কষ্টের ছন্দ নিয়ে এলাম আপনাদের জন্য । আমাদের জীবনের একেক ধাপে একেক রকম কষ্ট থাকে । আমরা কোন ভাবেই যেন কষ্টকে এড়িয়ে যেতে পারি না । কোন না কোন ভাবে আমাদের জীবনে কষ্ট আসেই । আর কষ্টরা যখন আসে একা আসে না যেন দল বেঁধে আসে । আমরা তাই আজ এখানে অনেক গুলো কষ্টের ছন্দ দিয়ে আজকের পোস্ট টি সাজিয়ে দিলাম । আশাকরি অনেক ভালো লাগবে আপনাদের কাছে । তাই আসুন তাহলে দেখে নেয়া যাক আমাদের দারুণ দারুণ ছন্দ গুলো ।

কষ্টের ছন্দ :

কিছু কিছু কথা আছে বলতে পারিনা
এমন কিছু কষ্ট আছে সইতে পারিনা
এমন কিছু ফুল আছে তুলতে পারি না
আর এমন একটা মনের মানুষ আছে ভুলতে পারিনা ।

এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে
সেই জলের ফোঁটা শুধু তোমার কথা বলে
মনের কথা বুঝনা তুমি মুখে বলি
তাই শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই ।কষ্টের ছন্দ পিক

কাঁদবে কি তখন ? চির নিদ্রায় ঘুমাবো যখন !
মনে রাখবে কি তখন ? না ফেরার দেশে চলে যাবো যখন !
ডাকবে কি তখন ? তোমার ডাকে সাড়া দিবনা যখন !

স্বপ্ন ভরা জীবনে দুঃখ যখন আসে
সবাই তখন পর হয়ে যায় থাকেনা পাশে
কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা
সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা ।কষ্টের ছন্দ

কিছু কথা ভাবতে ভাবতে চোখে এল জল
জলকে বলিলাম তুই হটাৎ কেন বাইরে এলি বল ?
জল বলল চোখটি তোমার সুখের নীড়
কি করে সইবো বল এত দুঃখের ভীড় ।

দুই লাইনের কষ্টের ছন্দ :

প্রিয় বন্ধুরা, আমরা এখানে দুই লাইনে অনেক গুলো কষ্টের ছন্দ দিয়েছি । এই কষ্টের ছন্দ গুলো পড়ে দেখুন । অনেক ভালো লাগবে । আপনি হয়তো এমন কিছু ছন্দই খুঁজছেন । অনলাইনে অনেক কষ্টের ছন্দ পাবেন তবে আমাদের এই ছন্দ গুলো একটু অন্যরকম আর নতুন । তাই এগুলো থেকে একটু ভিন্ন কিছু পাবেন আশা করছি । আসুন তাহলে পড়ে দেখা যাক ছন্দ গুলো ।

১. যে কষ্ট আকাশে মেঘ হয়ে ভাসে,
সেই কষ্ট আমার হৃদয়ে বৃষ্টি হয়ে আসে।

২. শত কষ্টেও বদলে যায় না অনুভূতি,
তবুও ভালোবাসা শুধু বাড়তেই থাকে তোমার প্রতি। ‌

৩. এতটাও কষ্ট দিওনা আমায় যতটা আমি সইতে পারবো না,
কারণ কষ্ট দেওয়ার মত হয়তো আমাকে আর খুঁজেও পাবে না। ‌

৪. শুনেছি মানুষ ভালোবেসে যতটা না সুখী হয়, তার চেয়ে বেশি কষ্ট পায়। ‌
যতটা না প্রিয়জনকে কাছে পায়, তার চেয়ে বেশি নিজেকে হারায়। ‌

৫. কত হাজার মানুষ কষ্টের সাইক্লোনে ভেসে যায়, কেই বা মনে রাখে?
কেই বা বোঝে কত হৃদয় নিত্য ভাঙ্গে!

Read more:>>> ভালোবাসার ছন্দ

৬. তোমাকে পাওয়ার সুখ আজ আর আমাকে ধরা দেয় না,
আমাকে হারানোর কষ্ট ও হয়তো তোমাকে ছুঁয়ে যায় না। ‌

৭. হাজারো কষ্ট হাতরে আমায় খুঁজবে তুমিও,
যেভাবে আজ চোখের জলে ভাসি আমিও। ‌

৮. হাসবে সেদিন সব কষ্ট নিয়ে হাসবে,
যেদিন তুমি আমার মত সত্যি ভালবাসবে?

৯. আমার কাছে টেনে সব কষ্ট মুছে দিও,
আমার আধার হৃদয়ে এক আশার প্রদীপ জ্বেলে দিও।

১০. সহস্র কষ্টের আবরণে ও তোমায় চেয়ে দেখি,
নির্বাক চোখে যেন তোমায় কাছে ডাকি!

১১. চোখে জল মুখে ছল কষ্টে ভরা প্রাণ,
বিজয়ীর হাসি নিয়ে গাই প্রেমের গান।‌

১২. কত নির্ঘুম রাত গিয়েছে কেটে কষ্টের গ্লানিতে,
কত অশ্রু জল লুকিয়ে গিয়েছে আপন মহিমাতে।‌

১৩. কতবার সুখ ছাপিয়ে দুঃখ এসেছে আমার দরজায়,
নীরবে তাহাকে বরণ করেছি পরম মমতায়।

১৪. কষ্ট নিয়ে নির্বাক চোখে জল ফেলেছি তোমার জন্য,
ভালোবেসে আমি পুড়ি যাই তুমি হও ধন্য।

১৫. তোমার মুখে হাসি আর আমার চোখে জল,
কষ্টের পরিসীমা সাগর অতল।

১৬. অধরায় কেটে গেল আমার এই দিন,
ভালোবেসে হলাম আমি বেদনায় নীল।

১৭. ভেসে যাই তুচ্ছ আমি সময়ের স্রোতে,
তবু আমি হেরে যাই কষ্টের শোকে।‌

১৮. আমি সেটুকুই যেটুকু যার প্রয়োজন,
এক আকাশ কষ্ট দিয়ে এক হৃদয় আয়োজন।

১৯. হায় স্বপ্ন ভাঙ্গে হৃদয় কাঁদে কষ্ট সরোবর,
কষ্ট যেথায় নিত্য পাখি নিত্য কলরব।

২০. সুখ দুঃখ বিস্তর চলেন তফাতে,
কষ্ট বিনা সুখ লাভ হয় কি মহিতে।

২১. সুখের অভাবে কষ্ট তৈরি হয়,
তবু সব কষ্ট ছাপিয়ে পথ চলা এই জীবনের অবক্ষয়।

২২. কি এক নিদারুণ কষ্টে এক অশান্ত পরিস্থিতি,
জীবন যেখানে লাগামহীন সুখের সেখানেই ইতি। ‌

২৩. কষ্টের বাধা পেরিয়ে মৃত্যু হয়েছে কত প্রাপ্তি,
রূপকথার গল্পের সেখানেই সমাপ্তি। ‌

২৪. যে কষ্ট প্রিয়জন হারাবার,
সেই বেদনা অনন্তকালের।

২৫. কষ্টহীন জীবন যেন মুকুটহীন রাজ্য,
যুদ্ধহীন ময়দান যেমন করে থাকে শূন্য।

২৬. শত না বলা কথা যেন নিদারুণ চেপে যাওয়া,
কষ্টের পরতে পরতে কত ই না বিচিত্রতা।‌

২৭. সুখী হতে না পারা আমার ব্যর্থতা,
হৃদয়ের শূন্য স্থানে কষ্টের পূর্ণতা।

২৮. কষ্টের কষাঘাতে কাঁদে যে হৃদয়,
তার তরে এই পৃথিবী কতো নির্দয়।

শেষ কথা :

প্রিয় বন্ধুরা, আমরা এখানে চেষ্টা করেছি সবচেয়ে সুন্দর আর ভালো কিছু কষ্টের ছন্দ দিতে । আশাকরি আপনি আপনার পছন্দের ছন্দটি এখানে পেয়েছেন । আর যাই হোক যদি আমাদের কোন লিখা ভালো লাগে, তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না । আর আমাদের সাথেই থাকবেন দয়াকরে । আমরা এখানে আরো অনেক সুন্দর সুন্দর ছন্দ যোগ করবো । বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাইট । সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য । নিচের পোস্ট গুলো পড়ে দেখার আহ্বান করা হলো । ধন্যবাদ ।

6 Comments

  1. সূর্য গেছে মেঘের বাড়ি,ডুবে গেছে বেলা!
    একটু খবর নিলেনাযে আমায় ভুলে গেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x