অনেক সুন্দর সুন্দর ভালোবাসার ছন্দ নিয়ে আমাদের আজকের আয়োজন । আশাকরি এই ভালোবাসার ছন্দ গুলো পড়ে অনেক ভালো লাগবে । এখানে কিছু ছন্দ দেয়া হয়েছে আরো অনেক valobashar ছন্দ আমাদের নিচের লিংক গুলোতে পাবেন । আরো আছে প্রেমের ছন্দ ও কবিতা স্ট্যাটাস ।
ভালোবাসার ছন্দ :
মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো,,
হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো..
স্বপ্ন গুলো দিলাম তাতে আরও দিলাম আশা,,
মনের মতো সাজিয়ে নিও আমার ভালবাসা…
যতই দূরে যাও না কেন, আছি তোমার পাশে
যেমন করে বৃষ্টি ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে ।
তোমার বুকে নীলের আভা তুমিই মেঘবতী।
ইচ্ছে করে তোমায় ছুঁতে আকাশ হতাম যদি
ডালটি হলো সবুজ, ফুলটি হলো লাল,
তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল।
তোমার মুখের হাসি টুকু লাগে আমার ভালো,
তুমি আমার ভালবাসা বেঁচে থাকার আলো।
রাজার যেমন রাজ্য আছে আমার আছ তুমি,
তুমি ছাড়া আমার জীবন শূধু মরুভুমি।
মিষ্টি চাঁদের মিষ্টি আলো,
বাসি তোমায় অনেক ভালো.
মিটি মিটি তারার মেলা,
দেখবো তোমায় সারাবেলা.
নিশিরাতে শান্ত ভুবন,
চাইবো তোমায় সারাজীবন ।
মন যদি আকাশ হত তুমি হতে চাঁদ,,
ভালবেসে যেতাম শুধু হাতে রেখে হাত.
সুখ যদি হৃদয় হত তুমি হতে হাসি,,
হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালবাসি..!!
তোর জন্য আনতে পারি আকাশ থেকে তারা,
তুই বললে বাচতে পারি অক্সিজেন ছাড়া।
পৃথিবী থেকে লুটাতে পারি বন্ধু তোরি পায়,
এবার তুই বল, এভাবে আর কত মিথ্যা বলা যায় !!!
মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে,
তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশের নীলে,
তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা
সারা জীবন পেতে চাই তোমার ভালোবাসা ।
মাটির কোনায় কোনায় জলের বসবাস
পাতার ফোকড়ে ফোকড়ে পাখির বসবাস
নদীর কুলে কুলে নৌকার বসবাস
পাহাড়ের মাঝে ঝরনার বসবাস
অগনিত তারার মাঝে চাঁদের বসবাস
মানুষের দেহের মাঝে আত্মার বসবাস
আমার মনের মাঝে তোমার বসবাস ।
ভালোবাসার নতুন ছন্দ :
প্রেম এক সুখ পাখি! পুষতে হয় বুকের খাচায়।
সেই প্রেমপৃথিবীতে কাউকে হাসায় আবার কাউকে কাঁদায়।
চোখে আছে কাজল কানে আছে দুল,
ঠোট যেন রক্তে রাঙা ফুল,
চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি,
এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।
দেখো চাঁদের দিকে;
কত যে কষ্ট তাঁর বুকে..
কখনো কালো মেঘ ঢেকে যায়,,
কখনো সে জ্যোৎস্না হারায়…
তবুও জ্যোৎস্না ছড়িয়ে সে হাসে,,
কারণ সে আকাশ কে ভালবাসে…!!
ভালোবাসা তার জন্য যে ভালোবাসতে জানে ..
মন তাকে দেওয়া যায়, যে অনুভব করতে জানে !..
বিশ্বাস তাকে কর, যে রাখতে জানে ..
আর ভালোবাস তাকে, যে ভালোবাসা দিতে জানে….
তোমায় আমি বলতে চাই, তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই ।
ভালবাসি শুধু তোমায় আমি, জনম জনম ভালবাসতে চাই।
ভালবাসা মানে আবেগের পাগলামি,
ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি ।
ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা,,
ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা ।
তোমার জন্য স্বপ্ন দেখি তুমি আসবে বলে,
তোমার জন্য অপেক্ষায় আছি তুমি ভালোবাসবে বলে।
মনের মধ্যে প্রবহমান ঝর্ণা
এনে দিল ভালবাসার বন্যা।
ভাসিয়ে নিল বিস্মৃতির ভেলা
শুরু হল ভালবাসার খেলা।
তোমাকে ভেবে পৃথিবী আমার অদেখা তবু একে যাই
আমার ভেতর শুধু তুমি আর তো কিছু পায়নি ঠাই…..
যদি বৃষ্টি হতাম…… তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম।
চোখে জমা বিষাদ টুকু এক নিমিষে ধুয়ে দিতাম।
মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে,
কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে..!
বসন্তের ফুল দিব তোমায়, দিব কোকিলের গান,
গৃষ্মের তাপ দিব তোমায়, দিব ফলের ঘ্রাণ।
বর্ষার বৃষ্টি নাও তুমি, নাও মাছের স্বাদ,
শরতের সাদা আকাশ হবে তোমার, পাবে হেমন্ত ধানের ভাত।
শীতে দিব তোমায় কুয়াশার চাদর,
মিষ্টি রোদে পাবে তুমি নতুন ভোর।
দিন যায় দিন আসে, সময়ের স্রোতে ভেসে,
কেউ কাঁদে কেউ হাসে, তাতে কি যায় আসে,
খুঁজে দেখো আসে পাশে,
কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে ।
তুমি আমার রঙিন স্বপ্ন, শিল্পীর রঙে ছবি,
তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি,
তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল,
তুমি আমার ভালোবাসার শিউলি বকুল ফুল ।
হাজার তারা চাইনা আমি, একটা চাঁদ চাই,
হাজার ফুল চাইনা আমি একটা গোলাপ চাই.
হাজার জনম চাইনা আমি একটা জনম চাই,
সেই জনমে যেন শুধু তোমায় আমি পাই ।
জীবন প্রভাতে মনের মাঁলাতে গেথে ছিলাম যত ফুল,,
আজ দেখি হায় ফুল সেতো নয়,, সবি জীবনের ভূল।
যে ফুল দিয়ে গাথঁবো মালা,, আশা ছিলো মনে
সে ফুল হারিয়ে আমি,, ঘুরি বনে বনে।
আকাশ ভরা লক্ষ তাঁরা মিটি মিটি হাসে,,
ঘুমের ঘোরে স্বপ্নে দেখি তুমি আমার পাশে।
যেখানে যতন করে রেকেছ এই মন,
সেখানে রেখগ আমায় সারাটি জীবন,
তোমাকে ছাড়া যেখানে তাকি সারাক্কন মনে থাকে ভয়.
তোমারি বুকের মাঝে যেন আমার নিরাপধ আশ্রয় ।
ভালবাসি বাগানের ঝরে যাব ফুল,
ভালবাসি মেঘলা নদীর কুল,
ভালবাসি উড়ন্ত ১ ঝাক পাখি। ..
আর ভালবাসি তোমার ওই দুই নয়নের আখি।
আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া,
আমার জীবনে কোনও স্বপ্ন নেই তুমি ছাড়া ,
আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া,
আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া ,
আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া,
আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !
Valobashar chondo :
আরো কিছু সুন্দর ভালোবাসার ছন্দ নিচে পাবেনঃ
তোমায় দেখে মনে হয় কত পরিচিতা।
জানি না তোমার নাম কি ওগো পরিনিতা।
আম মিষ্টি, জাম মিষ্টি, তেঁতুল বড় টক।
তোমার সঙ্গে প্রেম করতে আমার ভারি সখ।
গোলাপ ফুল তুলতে গেলে হাতে লাগে কাঁটা।
তোমার কথা মনে পরলে মনে লাগে ব্যাথা।
প্রথম সেই দেখা যায় কি কখনো ভোলা।
প্রেমের বাঁধনে বেঁধে তোমায়, গাঁথবো স্মৃতির মালা।
প্রথম দেখার দিনগুলো রয়েছে আমার অন্তরে।
লজ্জা জড়ানো কথা তোমার, এখনো বাজে কর্ণকুহ্বরে।
তোমার মতো পেতাম যদি আমি জীবনসাথী,
আমার চেয়ে কে আর বেশি হতো বলো সুখী।
প্রেম সাম্রাজ্যের রানী তুমি, আমি হলাম রাজা।
কেউ থাকে না এই সাম্রাজ্যে মোরা দুজন একা।
মিষ্টি তোমার মুখখানি, সুন্দর তোমার রূপ।
তাই না দেখে এ মন আমার দিয়েছে প্রেমে ডুব।
সুন্দরী গো- রূপ যে তোমার অপরুপা,
ভুলতে পারি না সেই এক পলকের দেখা।
গোলাপ তোমার ঠোঁটগুলো, নয়ন তোমার সাগর।
এমন সুন্দর রূপখানি দেখিনি আর কারোর।
তোমার নামের মালা জপি, আমি প্রেম যোগী।
স্বর্গ সুখ লাভ হয়, তোমায় যখন দেখি।
রাত আরও বাকি, আছে অনেক কথা।
জানি না এমনভাবে, কবে হবে দেখা…!!!
ভালো যদি না বাসবে, তবে কেন দিলে আশা???
ব্যাথা ভরা এই বুকে আর, বলার মতো নেই কোনো ভাষা।
চাঁদের মতো মুখ তোমার দেখে আমি প্রথমবার,
আপন শাখায় ফুল হয়ে তোমায় চায় মন আমার।
তোমার আমার অনেক কথা, বলার ছিল এ রাতে।
চিরটা কাল এমন করে, থাকবে কি আমার সাথে???
তুমি যে আমার জনমে জনমে,
এই কথা আমি জেনেছি মরমে।
আমি রয়েছি তোমার লাগিয়া,
বিরহের গাঁথা ফুল মালিকা।
দেখা হলো যেদিন প্রথম তোমার আমার,
সেই দিনেতেই আমার হৃদয় করলে তুমি জয়।
তোমায় দেখে হাসি মুখে ফিরে এলাম ঘরে,
সারারাত ঘুম হলো না মরি ছটফট করে।
সারাদিনে কাজের ফাঁকে যখন সময় পাই,
মনে পরে বারে বারে, তোমার মুখটাই।
তুমি আমার প্রেম সাগরে, তুলেছো যে তরঙ্গ।
মাথার দিব্যি শেষে রণে দিও নাগো ভঙ্গ।
আকাশেতে যতদিন সূর্য চন্দ্র উদয় অস্ত হবে,
তোমার আমার ভালোবাসা ততদিন অটুট রবে…
আরো কিছু নতুন ছন্দ :
তোমায় আমি দেখেছি স্বপ্নে হাজার বার।
কখনো তো ভাবিনি তুমি হবে যে আমার।
পথে-ঘাটে পুকুর পারে অনেক মেয়ে দেখেছি।
দেখিনি তোমার মতো, তাই ভালোবেসে ফেলেছি।
দু-চোখ ভরে দেখি শুধু তোমার সুন্দর মুখ খানা।
পাগল হয়ে দেখে আঁখি, পলক আর পরে না।
তোমার দুটি ডাগর চোখে আমার মনের ছবি।
এসো প্রিয়া কাছে এসো, দেখে যাও সবই…
মুখটি তোমার ফুলের মতোন, চাঁদের মতোন হাঁসি।
সেই কারণে ওগো প্রিয়া, তোমায় ভালোবাসি…
তোমার আমার প্রেম ফুলের সৌরভ ছড়াবে।
আমাদের প্রেম ওগো, সুরের জাল বুনবে।
আমার এ ভালোবাসা করো নাকো অবহেলা।
আমার হৃদয় নিয়ে করো নাকো খেলা।
নিজেকে আড়াল করে রেখো না আর লুকিয়ে,
এবারে ধরা দাও আমার এ হৃদয়ে…
আমি যে পাগল, প্রিয় তোমার আশায়,
এসো প্রাণসখী মোর আঙিনায়।
প্রেমের প্রদীপ জ্বেলে করিব আরতি,
এসো প্রাণ প্রিয় শুধু একটাই মিনতি।
গাছের ডালে বসে কোকিল মাতিয়ে তোলে গানে,
তারই সাথে হৃদয় আমার ভোরে গানে গানে।
আজকে এই মন মাতানো মধুর সমীরণে,
এ লগনে এসো প্রিয়, থাকো আমার মনে…
তুমি থাকবে মোর হৃদয়ে, চিরদিনের তরে।
কোনও বাধা টিকবে নাকো, মোদের মিলন অভিসারে।
আমার হৃদয়ের সুপ্ত বাসোনা, কারে বোঝাই বলোনা।
চাই শুধু তোমার প্রেম ভালোবাসা, এতে নেইতো কোনো ছলনা।
তুমি যদি প্রিয় দূরে না থাকিয়া, থাকিতে আমার কাছে।
তোমার হৃদয়ের ভালোবাসা দিয়ে, ধন্য করিতে আমাকে।
সকল বাধা তুচ্ছ করে, পাহাড় যেমন দাঁড়িয়ে রয়।
তোমার আমার মিলন স্মৃতি তেমন যেন অটুট রয়…
তোমার বিরহে আমি কেমনে রহিব,
না দেখে তোমার মুখ নিশ্চই মরিব।
একবার এসে প্রিয় জুরাও জীবন,
তুমি মোর প্রাণ প্রিয় হৃদয়ের ধন।
ও প্রেয়সী বোঝ নাকি কিবা আমি চাই,
বারে বারে কেন আমি তোমার কাছে যাই।
কথা দিলাম তোমার কাছে, ওগো আমার প্রিয়া।
তোমায় যদি না পাই আমি করবো নাকো বিয়া।
অভিমান কেন মিছে, ওগো মোর প্রেয়সী।
তব লাগি হতাশায় জেগে থাকি দিবানিশি।
আম খাবে, জাম খাবে, তেঁতুল খেও না।
আমার কথা মনে রেখো, ভুলে যেও না।
পূর্ণিমা রাতে মোর মনে লাগে ঢেউ।
বসে আছি আমি একা, আসবে নাকি কেউ??
যৌবন নদীতে ভাঁটা, কেউ তো এলোনা।
কি আছে ভাগ্যে তাও জানি না…!!!
শেষ কথাঃ
আমাদের এই ভালোবাসার ছন্দ গুলো আপনাদের কাছে কেমন লাগলো ? আশাকরি অনেক এনজয় করেছেন আমাদের এই ছন্দ গুলো । আমাদের এই পেজে আরো অনেক নতুন নতুন ছন্দ যোগ করা হবে, তাই আমাদের সাথেই থাকুন নতুন নতুন ভালোবাসার ছন্দ পেতে হলে । যদি ভালো লাগে নিচে কমেন্ট করে জানাবেন । ধন্যবাদ ।
Second one was the best 😊✨
Nice