রোমান্টিক ক্যাপশন

এখানে পাবেন অনেক গুলো বাংলা রোমান্টিক ক্যাপশন । প্রিয় মানুষটিকে এই বাংলা রোমান্টিক ক্যাপশন গুলো দিয়ে চমক লাগিয়ে দিন । শেয়ার করুন মনের মানুষের সাথে আর উপভোগ করুন চরম রোমাঞ্চ । অনেক সুন্দর সুন্দর ক্যাপশন গুলো শেয়ার করতে পারেন আপনার ফেসবুকে বা অন্য সোশ্যাল নেট ওয়ার্কে । আশা করি সবাই অনেক বেশী পছন্দ করবে এই স্ট্যাটাস গুলো । তাহলে আসুন দেখে নেয়া যাক সেই ক্যাপশন গুলো ।

রোমান্টিক ক্যাপশন :

ডুবে গেছে চাঁদ মেঘের আড়ালে,
ডুবে গেছে যত তাঁরা ।
উদাসী এ মন তোমার খোঁজে
নিশীথে তন্দ্রা হারা ।

তোমার চুড়ির রিনিঝিনি, পায়েল বাজে পায়
তোমার রূপের ছটায় আমার নয়ন পুড়ে যায় ।

মাঠে ঘাটে চুপিচুপি আর ভালো লাগে না
ফুলশয্যা কবে হবে, সেটা বলো না…।

রাগলে তোমার মুখ খানা, হয়ে যায় সিঁদুর রাঙা
কিসে তোমার রাগ কমে, নেই গো আমার জানা ।

প্রেমের সাথী চির সাথী, থাকে চিরকাল
সাদা নয় প্রেমের রং , রং যে তার লাল ।

প্রেমের ভাষা যায় না বোঝা যদি না প্রেমে পড়ো
জানতে যদি চাও ওগো প্রেম সাগরে ডুবে মরো ।

আরো দেখুনঃ>> প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা

প্রেমের জালা বড় জ্বালা, জ্বলে হৃদয়ে আগুন
মেটে না তো সে জ্বালা আসে যত ফাগুন ।

ফুল ফুটেছে কত জানি, তোমার ওই হাসিতে
কত প্রেমিকই না মরেছে, ওই পাগল করা রুপেতে ।

চিরটা কাল থেকো আমার, এমন করে কাছে,
ডাকলে যেন কাছে এসো, আমায় ভালোবেসে ।

রাগ করো না প্রিয়া, তোমায় বড় ভালো বাসি
তাইতো কত দূরে থেকে তোমার কাছে আসি ।

তোমার মত আমি যদি পেতাম জীবন সাথী,
আমার চেয়ে কে আর বলো হতো বেশী সুখী ।রোমান্টিক ক্যাপশন

আজ এই সময় আমার থাকবে মনে,
তোমার আমার মিলন হলো এই শুভ ক্ষনে ।

কত রাত জেগেছি তোমার কথা ভেবে
কবে বলো আমায় তুমি আপন করে নেবে ।

মনের কথা বলি কারে, মনের মানুষ পাই না
যাকে বলবো ভাবি, বলা তো আর হয় না ।

কত তোমায় চিঠি দিলাম, দিলে না কেন জবাব
এমন করে ছলনা করা মেয়েদের কি স্বভাব ।

চাইলেই কি মনের মত মনকে সবাই পায় ?
জীবন খাতায় অনেক কিছুই শুন্য রয়ে যায় ।

চাইলেই কি আর পাওয়া যায় ফুলের মতন মনটা
তোমরা যদি ভ্রমর হয়ে পান করে যাও মধুটা
কোন দিন কি জেনেছ তুমি আমার মনের কথা
ভালোবাসা যত না দিলে, বেশী দিলে ব্যাথা ।

অনেক কথা বলার ছিল আজকের এই রাতে
এমনি করে চিরটা কাল থাকবে আমার সাথে ।

ভালোবাসা নিয়ে তুমি করলে কেন খেলা
এ ভাবেই ভুলবে যদি পরালে কেন মালা ।

বাংলা রোমান্টিক ক্যাপশন :

আপনি হয়তো আরো কিছু নতুন বাংলা রোমান্টিক ক্যাপশন খুঁজছেন, তাই আমরা এখানে আরো কিছু ক্যাপশন দিয়েছি । এগুলোও অনেক সুন্দর, তাই পড়ে দেখুন । আশাকরি এই ক্যাপশন গুলোও অনেক ভালো লাগবে । তাহলে আসুন দেখে নেয়া যাক রোমান্টিক ক্যাপশন গুলো ।

কতো গুলো কথা জমে যায় বরফের মতো
কতো গুলো শব্দ ছড়িয়ে যায় আকাশে
দিন যায় এমনি করে রাত গুলো
আমিও চলে যাই তোমার মতো করে।

সন্ধা গুলো চলে যায়
চলে যায় মাস-ঋতু
এমনি করে বছর এবং
যাপিত জীবন ধারা।

কিছু, কিছু রাগ থাকে অভিমান ভরা
শক্ত হয় যেন স্বাভাবিক বৃষ্টি -খরা।
কিছু, কিছু দূরত্ব বাড়তে থাকে অবিরাম
কিছু, কিছু ঘনিষ্ঠতা সমুদ্রে হারায়
কিছুু হাত পড়ে থাকে অভিশাপ দেবার।

বসন্ত গুলো চলে যায়
উত্তপ্ত বালুকায়
বাতাস ঝরা পাতার
শব্দ শোনায় নিরালা
চলে যায় স্বপ্ব গুলো
আশা এবং প্রত্যাশা
পূরণ-অপূরণ, চিহৃ বিচিহৃ
যতো বলা নাবলা ভাবনা,
চলে যায় ভেসে যায়
সমস্ত ব্যাথা-বেদনা।

তোমাকে সারাক্ষণ যতো হাজার বার
ভালোবাসি বলি ততোবার
চোখের পলকও ফেলিনা,
তোমাকে সারাক্ষণ যতো অজস্রবার
হাত ধরতে বলি ততোবার
বুকের কম্পনও গুনি না…

তুমি খুব বেশি দূরে নও
এ আমার মন জানে
শুধু চোখ জানেনা,
তুমি খুব বেশি দূরে নও
এ আমার স্পর্শ জানে
শুধু হাত জানেনা,

তোমাকে খুঁজতে, খুঁজতে
পার করেছি বহু পথ
ঝরা পাতা মাড়িয়েছি অনেক
শুধু নিঃশ্বাসেরা জানে তুমি
কতোটা কাছে পথ জানেনা,
ঝরা পাতাও না…

আমার সারাটা দিনই
বিফলে যায় তোমার
পিছে, পিছে ঘুরে,
আমি যতটানা আসি
কাছে তুমিযে ততটাই
থেকে যাও দূরে ।

তোমাকে চাইলেও কি
বা নাচাইলেও কি শূন্যই
হয় ফলা ফল,
আমার এই আমিকে
তোমার ভাবনাতেই রাখে
ব্যস্ত ও চঞ্চল ।

আমাকে পারিনা কভু
দূরে থাকার জন্য করতে
সদা প্রতিহত,
এই মন প্রাণ আত্মাটা
শুধু তোমাকে ভাবে
দিন রাত যথাযত ।

আমার সারাটা দিনই দেখি যে
তোমার কাছে থাকে অনাদৃত,
তুমি যেন সদা অধরা তুমিযে
রয়ে যাও সর্বদা চির অনধিকৃত ।

ভালোবাসার ঘর খানিতো
সব চেয়ে বড় হয়,
সব কিছুরই ক্ষয় আছেতো
ভালোবাসার নয় ।

ভালোবাসার সুগন্ধে ঘরটি
থাকে সদা ভরপুর,
দেহ মনের মিলন ঘটে
বাঁজিয়ে প্রেমের সুর ।

ভালোবাসার রঙীন চাদর
জড়িয়ে সারা গায়,
এই মনটি হয়যে উতাল
তোমার অপেক্ষায় ।

ভালোবাসার দরজা খুলে
তুমি আসলে ঘরে,
তোমার স্পর্শ পেলে পরে
দেহ-মন উঠে ভরে ।

ভালোবাসার যত জোর
ততই শক্ত হয়যে ঘর,
ভালোবাসার জোরেই কেউ
আপন কেউ পর ।

ভালোবাসার ঘর বানিয়েছি
এই বুকের ভিতর,
তোমায় নিয়ে সেথায় স্বপ্ন
রচি সারা জীবনভর ।

তোমার জন্য এই বুকে
বেঁধেছি ছোট্ট একটি বাসা,
মনের মাঝে সারাক্ষণ শুধু
তোমায় দেখার আশা ।
তুমি যে শুধু আমারই হবে
এইতো মোর প্রত্যাশা,
মোর সব অনুভবেই তুমি
এইতো মোর ভালবাসা ।

আমি তোমাকে শুধু ভাবি
শয়নে স্বপনে জাগরণে,
তোমার ঐ মুখটি ভেসে
উঠে এই মনে ক্ষণে, ক্ষণে ।
এজীবনে আমি কিছুই চাইনা
শুধু তোমাকেই চাই,
ভালবেসেই যাব জানিনা
তোমায় পাই কিনা পাই ।

শুধু তোমার জন্য মন কাঁদে
ওগো কাঁদে মোর প্রাণ ।
শুধু তোমার জন্য মন করে
ছটফট করে আনচান ।
শুধু একটি অনুরোধ আমাকে
কভু যেয়োনা ভুলে,
শুধু মোরই জন্য তোমার
মনের দুয়ার রেখো খুলে ।

রোমান্টিক বাংলা ক্যাপশন :

আপনি হয়তো এখনো আপনার মনের মত বাংলা রোমান্টিক ক্যাপশন টি খুঁজে পাননি । তাই আপনার জন্য এখানে আমরা আরো কিছু রোমান্টিক ক্যাপশন দিয়েছি । যেগুলো পড়ে আপনার অবশ্যই ভালো লাগবে । এগুলো পড়ে আমাদের কাছে ভালো মনে হয়েছে, তাই আপনাদের সাথেও শেয়ার করেছি ।

সারাক্ষণই আমি ঘুরে বেড়াই
তোমার মনের প্রান্তে,
তোমাকে ভাললেগে গেছে মোর
মনেরই অজান্তে ।
তোমায় ভালবেসে সত্যি
আজ আমি যেগো মরেছি,
মন প্রাণ সপে দিয়ে আমি
তোমারই প্রেমে পড়েছি ।

আমাকে ভুল বুঝনা
আমাকে ভুল বুঝনা
তোমার নিজ গুনে আমায়
ক্ষমা করে দিও,
আমাকে ভুল বুঝনা
যত দূরেই থাকো তুমি
আমার আশীষ নিও ।

আমাকে ভুল বুঝনা
অনেক কিছু হয়তো বলতে
পারিনি সেদিন,
আমাকে ভুল বুঝনা
আজ আমায় কুঁড়ে,
কুঁড়ে খায় তোমার ঋণ ।

আমাকে ভুল বুঝনা
যদি কোনদিন তোমার
সনে দেখা হয় মোর,
আমাকে ভুল বুঝনা
সেই স্বপ্ন দেখে ফিরে
জীবনের প্রতিটি ভোর ।

আমাকে ভুল বুঝনা
তুমি দেখো আমার নীরব
ক্লান্ত নিঃসঙ্গতা,
আমাকে ভুল বুঝনা
তোমায় হারিয়ে যাচে
আমার শত নীরবতা ।

আমাকে ভুল বুঝনা তোমাকে কাছে
পেয়ে হারাই আমি নির্বোধ,
আমাকে ভুল বুঝনা আমি কেঁদে
আঁখি জলে করিযে তার শোধ ।

তোমার জায়গা জমিতে ও নেই –
আকাশে ও নেই তোমার স্থান !
তোমার কথা শুধুই আজ –
অতীত পৃথিবীর উপাখ্যান !

এক বিন্দু জল যদি
চোখ দিয়ে পড়ে,
সেই জলের ফোটা
সুধু তোমার কথা বলে..
মনের কথা বুঝনা
তুমি মুখে বলি তাই,
শত আঘাতের পরেও
তোমায় ভালবেসে যাই..!!

ভালবাসা মানে আবেগ দ্বারা
নিয়ন্ত্রিত হৃদয়ের
অভ্যন্তরীণ একটা অনুভুতি,
যা কেবল – শুধু মাত্র ভালবাসার
মানুষের সামনে ভাষায়
অথবা আচরণে প্রকাশ হয়।

ভালবাসার এস এম এস
হয়ে থাকবো আমি
তোমার হৃদয় জুড়ে,
প্রেমের এস এম এস
রিংটোন হয়ে বাজবো
আমি মিষ্টি মধুর সুরে,
কখনো ভেবোনা আমি
তোমার থেকে দুরে,
বন্ধু হয়ে আছি
আমি তোমার নয়ন জুড়ে।

যখন কেউ কারো জন্য
কাঁদে সেটা হল আবেগ।
যখন কেউ কাউকে কাঁদায়
সেটা হল প্রতারনা।
আর যখন কেউ কাউকে কাঁদিয়ে
নিজেও কেঁদে ফেলে!
সেটাই হল প্রকৃত ভালবাসা!

শুধু কাছে পাওয়ার জন্য ভালবাসা নয়।
শুধু ভালো লাগার জন্য ভালবাসা নয়।
নিজের সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার
মানুষকে সুখী রাখার নামই ভালবাসা।

মহান কোন উপহার পাওয়া
য়ায় না কোন দোকানে,
পাওয়া য়ায় না কোন গাছের নিচে,
সেটা পাওয়া শুধু পাওয়া যায়
সত্যকারী ভালবাসার
মানুষের মনে।

কখনোও কী লিখেছো
স্বপ্নের কবিতা হৃদয়ে,
ভালবাসার শ্রাবন নামবে
মনের আকাশ ছুঁয়ে ।
এক আকাশে উড়বো
দুজনে স্বপ্নের ডানা মেলেক।
করবো তোমায় আলোকিত সুখের
প্রদীপ জ্বেলে,
চাওয়া পাওয়ার স্বপ্নে।

চোখে আমার ঝর্ণা বহে,
মনে দুঃখের গান।
তরে যদি না পাই আমি,
দিব আমার প্রান।
শুনতে চাই তর কথা,
ধরতে চাই হাত।
কেমন করে তরে ছাড়া,
থাকি দিন রাত?

শেষ কথা :

প্রিয় বন্ধুরা আমাদের এই বাংলা রোমান্টিক ক্যাপশন গুলো কেমন লাগলো আপনাদের । আমরা চেষ্টা করেছি আপনাদের সবচেয়ে ভালো ভালো ক্যাপশন গুলো দেয়ার জন্য । আপনি তাই এখানে সব বাছাই করা ক্যাপশন পাবেন । অনেক অনেক ধন্যবাদ  আমাদের ক্যাপশন গুলো পড়ার জন্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x