এখানে পাবেন অনেক গুলো বাংলা রোমান্টিক ক্যাপশন ও ছন্দ । প্রিয় মানুষটিকে এই বাংলা শর্ট ক্যাপশন রোমান্টিক গুলো দিয়ে চমক লাগিয়ে দিন । শেয়ার করুন মনের মানুষের সাথে আর উপভোগ করুন চরম রোমাঞ্চ । অনেক সুন্দর সুন্দর ক্যাপশন গুলো শেয়ার করতে পারেন আপনার ফেসবুকে বা অন্য সোশ্যাল নেটওয়ার্কে । আশা করি সবাই অনেক বেশী পছন্দ করবে এই স্ট্যাটাস গুলো । তাহলে আসুন দেখে নেয়া যাক সেই ক্যাপশন গুলো ।
রোমান্টিক ক্যাপশন :
ডুবে গেছে চাঁদ মেঘের আড়ালে,
ডুবে গেছে যত তাঁরা ।
উদাসী এ মন তোমার খোঁজে
নিশীথে তন্দ্রা হারা ।
তোমার চুড়ির রিনিঝিনি, পায়েল বাজে পায়
তোমার রূপের ছটায় আমার নয়ন পুড়ে যায় ।
মাঠে ঘাটে চুপিচুপি আর ভালো লাগে না
ফুলশয্যা কবে হবে, সেটা বলো না…।
রাগলে তোমার মুখ খানা, হয়ে যায় সিঁদুর রাঙা
কিসে তোমার রাগ কমে, নেই গো আমার জানা ।
প্রেমের সাথী চির সাথী, থাকে চিরকাল
সাদা নয় প্রেমের রং , রং যে তার লাল ।
প্রেমের ভাষা যায় না বোঝা যদি না প্রেমে পড়ো
জানতে যদি চাও ওগো প্রেম সাগরে ডুবে মরো ।
আরো দেখুনঃ>> প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা
প্রেমের জালা বড় জ্বালা, জ্বলে হৃদয়ে আগুন
মেটে না তো সে জ্বালা আসে যত ফাগুন ।
ফুল ফুটেছে কত জানি, তোমার ওই হাসিতে
কত প্রেমিকই না মরেছে, ওই পাগল করা রুপেতে ।
চিরটা কাল থেকো আমার, এমন করে কাছে,
ডাকলে যেন কাছে এসো, আমায় ভালোবেসে ।
রাগ করো না প্রিয়া, তোমায় বড় ভালো বাসি
তাইতো কত দূরে থেকে তোমার কাছে আসি ।
তোমার মত আমি যদি পেতাম জীবন সাথী,
আমার চেয়ে কে আর বলো হতো বেশী সুখী ।
আজ এই সময় আমার থাকবে মনে,
তোমার আমার মিলন হলো এই শুভ ক্ষনে ।
কত রাত জেগেছি তোমার কথা ভেবে
কবে বলো আমায় তুমি আপন করে নেবে ।
মনের কথা বলি কারে, মনের মানুষ পাই না
যাকে বলবো ভাবি, বলা তো আর হয় না ।
কত তোমায় চিঠি দিলাম, দিলে না কেন জবাব
এমন করে ছলনা করা মেয়েদের কি স্বভাব ।
চাইলেই কি মনের মত মনকে সবাই পায় ?
জীবন খাতায় অনেক কিছুই শুন্য রয়ে যায় ।
চাইলেই কি আর পাওয়া যায় ফুলের মতন মনটা
তোমরা যদি ভ্রমর হয়ে পান করে যাও মধুটা
কোন দিন কি জেনেছ তুমি আমার মনের কথা
ভালোবাসা যত না দিলে, বেশী দিলে ব্যাথা ।
অনেক কথা বলার ছিল আজকের এই রাতে
এমনি করে চিরটা কাল থাকবে আমার সাথে ।
ভালোবাসা নিয়ে তুমি করলে কেন খেলা
এ ভাবেই ভুলবে যদি পরালে কেন মালা ।
বাংলা শর্ট ক্যাপশন রোমান্টিক :
আরো কিছু রোমান্টিক ক্যাপশন ছন্দ আকারে দেয়া হয়েছে নিচে ।
১. এ প্রনয়ে কথা দিলাম সূর্য চন্দ্র তারা,
সাক্ষী থেকো মরন যেন হয় না তোমায় ছাড়া।
২. এতক্ষণে এলে তুমি, এতক্ষণে এলে?
আমায় তবে সরিয়ে দূরে, কি সুখ তুমি পেলে?
৩. আসলে এইসব আয়োজন তোমার প্রেমের জন্য,
ভেবে দেখো জীবনটা মোর করবে তুমি ধন্য।
৪. কত শত স্বপ্ন সাজাই তোমায় ভালোবেসে,
তোমায় চোখে হারাই খুঁজে বেড়াই আমার চারপাশে।
৫. আমার হৃদয়ে বিরাজ করে যা খুশি তাই করো,
শাওন, ভাদর, আষাঢ় শ্রাবণ বৃষ্টি হয়ে ঝরো।
৬. ঠাঁই নেই সেই আকুল পাথার ডুব দিয়েছি কবে!
প্রথমবার তোমার চোঁখে চোঁখ রেখেছি যবে!
৭. কত ছলে কত বলে তোমার কাছে আসি,
তোমায় পেতে উজাড় করে দিচ্ছি দিবা রাতি।
৮. আশায় থাকি চেয়ে থাকি তোমার পথের পানে,
আসবে কবে আমার কাছে ভালোবাসার টানে।
৯. যেদিন তুমি আমার হবে প্রেমের বাহুডোরে,
সেদিন সব পিপাসার হবে অবসান, খুব আয়োজন করে।
১০. তোমায় কাছে পেলেই মনে হয় সব খোয়ালাম বুঝি,
নিজেকে যেন তোমার কাছে হারিয়ে আবার খুঁজি।
১১. যেন তোমাকেই ভালবেসেছি শতরূপে বহুবার,
ভালোবাসায় হাজার প্লাবনে ভেসে গেছি কতোবার।
১২. তুমি কত রূপ ধরে পড়েছ অঙ্গে, কতো যে রূপকার-
কত হৃদয়ে যে বলি হল তাই, কতো যে হাহাকার।
১৩. হায়! বিধাতার কাছে কতো অনুযোগ, কতো অনুরাগ তোমার নামে,
ভালোবাসা তাই সাজিয়ে দিলাম রক্তিম কৃষ্ণচূড়ার খামে।
১৪. আপনি আমাকে অধিকার করুন, একবার ভালোবাসে ছুঁয়ে দেবো!
বিনিময়ে আপনার শতকনা ভালোবাসা, হাজার গুণ প্রানবন্ত করে ফিরিয়ে নেবো।
১৫. কতো করুনায় চাতকের মতো চেয়ে থেকেছি,
যতবার দেখেছি তোমায়, ততবার তৃষিত হয়েছি।
১৬. ধন্য করো পূর্ণ করো আমার হৃদয় আঁখি,
এইটুকুন এক আশার প্রদীপ তোমায় জ্বেলে রাখি।
১৭. তুমি বোঝো? কতো ভালোবাসি তোমাকে?
যতটা আকাশ তার বিশাল বুকে, মেঘকে ধরে রাখে।
১৮. ভালোবেসে এসো তুমি আমার এই জীবনে,
আধার ঘোচায় যেমন প্রদীপ নিজের আলোর গুনে।
১৯. লাল গোলাপে সাজিয়ে দেবো তোমার ভালোবাসা,
তোমার খুশি, তোমার হাসি আমার কাছে নেশা।
২০. আকাশ ছোঁয়া সুখের মতো তোমার ভালোবাসা,
আমার হৃদয়ে তোমার যেনো নিত্য যাওয়া আসা।
রোমান্টিক ক্যাপশন ফর ফেইসবুক :
নিচে আরো কিছু রোমান্টিক ক্যাপশন দেয়া হয়েছে ।
কতো গুলো কথা জমে যায় বরফের মতো
কতো গুলো শব্দ ছড়িয়ে যায় আকাশে
দিন যায় এমনি করে রাত গুলো
আমিও চলে যাই তোমার মতো করে।
সন্ধা গুলো চলে যায়
চলে যায় মাস-ঋতু
এমনি করে বছর এবং
যাপিত জীবন ধারা।
কিছু, কিছু রাগ থাকে অভিমান ভরা
শক্ত হয় যেন স্বাভাবিক বৃষ্টি -খরা।
কিছু, কিছু দূরত্ব বাড়তে থাকে অবিরাম
কিছু, কিছু ঘনিষ্ঠতা সমুদ্রে হারায়
কিছুু হাত পড়ে থাকে অভিশাপ দেবার।
বসন্ত গুলো চলে যায়
উত্তপ্ত বালুকায়
বাতাস ঝরা পাতার
শব্দ শোনায় নিরালা
চলে যায় স্বপ্ব গুলো
আশা এবং প্রত্যাশা
পূরণ-অপূরণ, চিহৃ বিচিহৃ
যতো বলা নাবলা ভাবনা,
চলে যায় ভেসে যায়
সমস্ত ব্যাথা-বেদনা।
তোমাকে সারাক্ষণ যতো হাজার বার
ভালোবাসি বলি ততোবার
চোখের পলকও ফেলিনা,
তোমাকে সারাক্ষণ যতো অজস্রবার
হাত ধরতে বলি ততোবার
বুকের কম্পনও গুনি না…
তুমি খুব বেশি দূরে নও
এ আমার মন জানে
শুধু চোখ জানেনা,
তুমি খুব বেশি দূরে নও
এ আমার স্পর্শ জানে
শুধু হাত জানেনা,
তোমাকে খুঁজতে, খুঁজতে
পার করেছি বহু পথ
ঝরা পাতা মাড়িয়েছি অনেক
শুধু নিঃশ্বাসেরা জানে তুমি
কতোটা কাছে পথ জানেনা,
ঝরা পাতাও না…
আমার সারাটা দিনই
বিফলে যায় তোমার
পিছে, পিছে ঘুরে,
আমি যতটানা আসি
কাছে তুমিযে ততটাই
থেকে যাও দূরে ।
তোমাকে চাইলেও কি
বা নাচাইলেও কি শূন্যই
হয় ফলা ফল,
আমার এই আমিকে
তোমার ভাবনাতেই রাখে
ব্যস্ত ও চঞ্চল ।
আমাকে পারিনা কভু
দূরে থাকার জন্য করতে
সদা প্রতিহত,
এই মন প্রাণ আত্মাটা
শুধু তোমাকে ভাবে
দিন রাত যথাযত ।
আমার সারাটা দিনই দেখি যে
তোমার কাছে থাকে অনাদৃত,
তুমি যেন সদা অধরা তুমিযে
রয়ে যাও সর্বদা চির অনধিকৃত ।
ভালোবাসার ঘর খানিতো
সব চেয়ে বড় হয়,
সব কিছুরই ক্ষয় আছেতো
ভালোবাসার নয় ।
ভালোবাসার সুগন্ধে ঘরটি
থাকে সদা ভরপুর,
দেহ মনের মিলন ঘটে
বাঁজিয়ে প্রেমের সুর ।
ভালোবাসার রঙীন চাদর
জড়িয়ে সারা গায়,
এই মনটি হয়যে উতাল
তোমার অপেক্ষায় ।
ভালোবাসার দরজা খুলে
তুমি আসলে ঘরে,
তোমার স্পর্শ পেলে পরে
দেহ-মন উঠে ভরে ।
ভালোবাসার যত জোর
ততই শক্ত হয়যে ঘর,
ভালোবাসার জোরেই কেউ
আপন কেউ পর ।
ভালোবাসার ঘর বানিয়েছি
এই বুকের ভিতর,
তোমায় নিয়ে সেথায় স্বপ্ন
রচি সারা জীবনভর ।
তোমার জন্য এই বুকে
বেঁধেছি ছোট্ট একটি বাসা,
মনের মাঝে সারাক্ষণ শুধু
তোমায় দেখার আশা ।
তুমি যে শুধু আমারই হবে
এইতো মোর প্রত্যাশা,
মোর সব অনুভবেই তুমি
এইতো মোর ভালবাসা ।
আমি তোমাকে শুধু ভাবি
শয়নে স্বপনে জাগরণে,
তোমার ঐ মুখটি ভেসে
উঠে এই মনে ক্ষণে, ক্ষণে ।
এজীবনে আমি কিছুই চাইনা
শুধু তোমাকেই চাই,
ভালবেসেই যাব জানিনা
তোমায় পাই কিনা পাই ।
শুধু তোমার জন্য মন কাঁদে
ওগো কাঁদে মোর প্রাণ ।
শুধু তোমার জন্য মন করে
ছটফট করে আনচান ।
শুধু একটি অনুরোধ আমাকে
কভু যেয়োনা ভুলে,
শুধু মোরই জন্য তোমার
মনের দুয়ার রেখো খুলে ।
রোমান্টিক বাংলা ছন্দ :
আরো কিছু কবিতার মত রোমান্টিক ক্যাপশন নিচে পাবেন ।
সারাক্ষণই আমি ঘুরে বেড়াই
তোমার মনের প্রান্তে,
তোমাকে ভাললেগে গেছে মোর
মনেরই অজান্তে ।
তোমায় ভালবেসে সত্যি
আজ আমি যেগো মরেছি,
মন প্রাণ সপে দিয়ে আমি
তোমারই প্রেমে পড়েছি ।
আমাকে ভুল বুঝনা
আমাকে ভুল বুঝনা
তোমার নিজ গুনে আমায়
ক্ষমা করে দিও,
আমাকে ভুল বুঝনা
যত দূরেই থাকো তুমি
আমার আশীষ নিও ।
আমাকে ভুল বুঝনা
অনেক কিছু হয়তো বলতে
পারিনি সেদিন,
আমাকে ভুল বুঝনা
আজ আমায় কুঁড়ে,
কুঁড়ে খায় তোমার ঋণ ।
আমাকে ভুল বুঝনা
যদি কোনদিন তোমার
সনে দেখা হয় মোর,
আমাকে ভুল বুঝনা
সেই স্বপ্ন দেখে ফিরে
জীবনের প্রতিটি ভোর ।
আমাকে ভুল বুঝনা
তুমি দেখো আমার নীরব
ক্লান্ত নিঃসঙ্গতা,
আমাকে ভুল বুঝনা
তোমায় হারিয়ে যাচে
আমার শত নীরবতা ।
আমাকে ভুল বুঝনা তোমাকে কাছে
পেয়ে হারাই আমি নির্বোধ,
আমাকে ভুল বুঝনা আমি কেঁদে
আঁখি জলে করিযে তার শোধ ।
তোমার জায়গা জমিতে ও নেই –
আকাশে ও নেই তোমার স্থান !
তোমার কথা শুধুই আজ –
অতীত পৃথিবীর উপাখ্যান !
এক বিন্দু জল যদি
চোখ দিয়ে পড়ে,
সেই জলের ফোটা
সুধু তোমার কথা বলে..
মনের কথা বুঝনা
তুমি মুখে বলি তাই,
শত আঘাতের পরেও
তোমায় ভালবেসে যাই..!!
ভালবাসা মানে আবেগ দ্বারা
নিয়ন্ত্রিত হৃদয়ের
অভ্যন্তরীণ একটা অনুভুতি,
যা কেবল – শুধু মাত্র ভালবাসার
মানুষের সামনে ভাষায়
অথবা আচরণে প্রকাশ হয়।
ভালবাসার এস এম এস
হয়ে থাকবো আমি
তোমার হৃদয় জুড়ে,
প্রেমের এস এম এস
রিংটোন হয়ে বাজবো
আমি মিষ্টি মধুর সুরে,
কখনো ভেবোনা আমি
তোমার থেকে দুরে,
বন্ধু হয়ে আছি
আমি তোমার নয়ন জুড়ে।
যখন কেউ কারো জন্য
কাঁদে সেটা হল আবেগ।
যখন কেউ কাউকে কাঁদায়
সেটা হল প্রতারনা।
আর যখন কেউ কাউকে কাঁদিয়ে
নিজেও কেঁদে ফেলে!
সেটাই হল প্রকৃত ভালবাসা!
শুধু কাছে পাওয়ার জন্য ভালবাসা নয়।
শুধু ভালো লাগার জন্য ভালবাসা নয়।
নিজের সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার
মানুষকে সুখী রাখার নামই ভালবাসা।
মহান কোন উপহার পাওয়া
য়ায় না কোন দোকানে,
পাওয়া য়ায় না কোন গাছের নিচে,
সেটা পাওয়া শুধু পাওয়া যায়
সত্যকারী ভালবাসার
মানুষের মনে।
কখনোও কী লিখেছো
স্বপ্নের কবিতা হৃদয়ে,
ভালবাসার শ্রাবন নামবে
মনের আকাশ ছুঁয়ে ।
এক আকাশে উড়বো
দুজনে স্বপ্নের ডানা মেলেক।
করবো তোমায় আলোকিত সুখের
প্রদীপ জ্বেলে,
চাওয়া পাওয়ার স্বপ্নে।
চোখে আমার ঝর্ণা বহে,
মনে দুঃখের গান।
তরে যদি না পাই আমি,
দিব আমার প্রান।
শুনতে চাই তর কথা,
ধরতে চাই হাত।
কেমন করে তরে ছাড়া,
থাকি দিন রাত?
রোমান্টিক ফানি পোস্ট :
এখানে পাবেন অনেক গুলো ফানি বা মজার রোমান্টিক ক্যাপশন ।
১. নিজেকে সকল সময় চেষ্টা করতে হবে যেন নিজের হাসি দিয়ে প্রিয় মানুষটির জীবন আরো অনেক সুন্দর করে তোলা যায়।
২. প্রেম খুবই সুন্দর সম্পর্ক। প্রেমের সূত্রপাত কিন্তু হাসি দিয়েই হয়ে থাকে,তাই সকল সময় হাসিমুখে মিলিত হতে হবে।
৩. প্রকৃত ভালোবাসায় হাসির গুরুত্বটা অনেক। প্রিয় মানুষটার মুখে ছোট একটু মিষ্টি হাসি সারাদিনকে রঙ্গিন করতে যথেষ্ট।
৪. আমি যদি কখনও এক মুহূর্তের জন্যেও তোমার হাসির কারণ হতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো।
৫. আমি জানি একটি হাসি পৃথিবী পরিবর্তন করতে যথেষ্ট নাই কিন্তু আমার জীবনটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য তোমার একটি হাসি যথেষ্ট।
৬. তোমার হাসিতে কি আছে যা দিয়ে তুমি আমাকে করেছো বস,মন যে আমার হারিয়ে গেছে অনেক আগে এখন আমি শুধু চাই তোমার প্রেমের পরশ।
৭. তোমার হাসি দেখলে আমার মনে হাজার কষ্ট থাকলে যেন ভাল হয়ে যায়। জানিনা প্রিয় কি আছে তোমার ওই সুন্দর হাসিতে।
৮. আমি তোমার ওই সুন্দর দুই নয়নে আশ্রয় নিয়েছি আর তোমার হাসিতে খুজে পেয়েছি তোমার ভালোবাসা।
৯. ভালবাসতে তো সবাই পারে কিন্তু ভালোবাসার মানুষটিকে কতজনই বা হাসাতে পারে। আমি সেটা পারি তাই নিজেকে অনেক ভাগ্যবান মনে করি।
১০. প্রিয় তুমি যখন আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দাও তখনই আমার সারা শরীরে শিহরণ জেগে ওঠে।
১১. তোমার মিষ্টি মুখের সুন্দর হাসি আমি বারবার দেখতে ভালোবাসি।
১২. নারী যতই দেখাও না তুমি রুপের বন্যা অবশেষে করতেই হবে তোমাকে তরকারি রান্না।
১৩. আমার ভিতরে থাকা হাজার কষ্ট গুলো নিমিষেই শেষ হয়ে যায় তোমার মুখের সুন্দর হাসি দেখে ।
১৪. যাকে ভালোবাসো তাকে কখনো কষ্ট দিও না যদি পারো তাকে সকল সময় হাসানোর চেষ্টা করো।
১৫. আমার হৃদয় করে নিয়েছে চুরি তার ভুবনভোলানো হাসি নিজেকে পারছিনা আমি আর ধরে রাখতে তাই বাজাই প্রেমের বাঁশি।
১৬. তোমার ওই নিল দুটো চোখ যখন আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয় তখন আমার মনে হয় পৃথিবীর সব সুখ আমার হাতের মুঠোয় চলে এসেছে।
১৭. প্রিয় তুমি যখন হাসো তখন আকাশের তারারাও সেজে যায়, তুমি হাসলে আমি ওই হাসিতে নিজেকে যেন খুঁজে পায়। আকাশের সূর্য যেন হেসে ওঠে এবং নিজেকে সাজিয়ে নেয় অপরূপ সাজে।
১৮. আমি পৃথিবীর সব থেকে একটি জিনিস দেখতে বেশী ভালবাসি সেটা হচ্ছে তোমার মুখের সুন্দর হাসি।
১৯. হাসি হচ্ছে আত্মার সৌন্দর্য, আর তুমি হচ্ছে আমার কাছে সবথেকে বেশি সুন্দর। কেননা তোমার হাসি পাগল করা হাসি।
২০. বলতে পারো তোমার ওই সুন্দর হাঁসি তে কি রয়েছে, তুমি যখন আমার দিকে তাকিয়ে হাসো আমি তখন আর নিজেকে ধরে রাখতে পারি না।
রোমান্টিক ফানি ক্যাপশন :
১. বিয়ের পর হঠাৎ করে একদিন মাঝরাতে জেগে উঠবো। চোর চোর বলে চিৎকার দেওয়ার পর যখন তোমাকে দেখব তখন বুঝব যে সত্যি আমার বিয়ে হয়ে গেছে।
২. যেকোনো যুগলের কাছাকাছি আসার মুহূর্তে কেউ একজন ঘরে ঢুকে সেই মুহূর্তটা নষ্ট করে দেয়। এটা শুধু মুভি সিনেমা নাটক নয় বরং বাস্তবেও সত্যি।
৩. শ্বশুরবাড়িতে যাওয়ার পর ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে স্ত্রীকে বললাম তোমাকে খুব মিস করছি। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে শাশুড়ি বেরিয়ে এসেছে।
৪. স্ত্রীর হাত ধরে বলেছিলাম হয়তো এই হাতে পৃথিবীর সবচেয়ে সুন্দর হাত। এদিকে আমার স্ত্রী বলল হয়তো মানে কি, নিশ্চিত হয়ে বলো তুমি কি আর কারো হাত ধরেছো নাকি?
৫. প্রেমিকার আঁচল নাকি প্রেমিকার শেষ আশ্রয়স্থল। তাইতো হয়তো বারবার আমার প্রেমিকা আমাকে বলে আর কারো দিকে তাকালে তোমাকে আমার আঁচলে পেঁচিয়ে মেরে ফেলবো।
৬. ভালবাসলে নাকি প্রেমিক পুরুষরা দেউলিয়া হয়ে যায়। মাস শেষে আমারও পকেট ফাঁকা হয়ে একই অবস্থা হয়ে যায়।
৭. গভীর রাতে যে কোন স্বামী স্ত্রী হয়তো সবচেয়ে সুন্দর সময় পার করে। আর এদিকে আমার হাজবেন্ডের নাক ডাকার শব্দে আমি মাঝে মাঝে ভয় পেয়ে উঠি।
৮. হাজবেন্ডের কাছাকাছি এসে তাকে জড়িয়ে ধরেছিলাম। এখন আমার চুলের গোছা শার্টের বোতামে আটকে গেছে, আর এটা মোটেই কোন রোমান্টিক দৃশ্য নয় বরং বিরক্তিকর।
৯. প্রেমিকা আমাকে আদর করে জিজ্ঞেস করেছিল তোমার কোন গুণের কারণে আমি তোমাকে ভালোবাসবো? আমি বলেছিলাম আমার রক্তের গ্রুপ এবি পজেটিভ আর বিয়ের পর তুমি সেই রক্ত পান করবে।
১০. প্রতিটি প্রেম নাকি হাসি দিয়ে সূত্রপাত হয়। আর এদিকে আমার স্ত্রীর অট্টহাসিতে আমি প্রচন্ড রকমের ডিপ্রেশনে চলে যাওয়া আমি।
Read more:>>> ভালোবাসার মানুষকে খুশি করার মেসেজ
১১. টাইটানিক মুভিতে তিন দিনের ভিতরে নায়ক ভালোবাসা দিয়ে নায়িকাকে জয় করে নিয়েছিল। অথচ শেষ পর্যন্ত কে ডুবেছিল নায়ক নিজে তাই না, এটাই প্রমাণিত যে ভালোবাসা সবসময় পুরুষরাই ডুবে।
১২. আমার প্রেমিকার হাত ধরে বলেছিলাম তোমার জন্য সমস্ত আঁধার জয় করে নেব আমি। এদিকে আধার রাতে রাস্তায় হাঁটতে ভূতের ভয়ে দৌড়াতে থাকা আমি।
১৩. খুব অন্তরঙ্গ মুহূর্তগুলো কাটানোর সময় কখনই স্ত্রীর কাছে কোন ওয়াদা করবেন না। কারণ আপনার কাছ থেকে কিছু আদায় করে নেয়ার জন্য এটাও একটা ফাঁদ।
১৪. স্ত্রী বলল চলো শপিংয়ে যাই, আর সেই মুহূর্তে স্ত্রীকে খুব কাছে টেনে নিয়ে বললাম আমার কাছ থেকে দূরে যেও না ভালোবাসি তোমাকে। আপনার কাছে মনে হতে পারে এটা রোমান্টিক কিন্তু আসলে এটা অর্থনৈতিক।
১৫. রাস্তায় প্রেমিকা আর আমি কাছাকাছি হাঁটছিলাম। হঠাৎ করে প্রেমিকার হাত ধরলাম ও হেসে ফেললো, আসলে রাস্তার সামনে কিছু কুকুর ছিল সেই ভয়ে প্রেমিকার হাত ধরেছিলাম।
১৬. মুভিতে প্রেমিক প্রেমিকা বৃষ্টিতে ভিজে রোমান্টিক দৃশ্য তৈরি করে। আর আমি আমার প্রিয়জনের সাথে বৃষ্টিতে ভিজে সাত দিন জ্বরে ভুগছিলাম।
১৭. সারারাত প্রিয় মানুষটিকে অনুভব করার পর ঘুম থেকে উঠে দেখি ওটা কোলবালিশ ছিল। এ কেমন নিয়তি আমার।
শেষ কথা :
প্রিয় বন্ধুরা, এখানে দেয়া এই রোমান্টিক ক্যাপশন গুলো যদি ভালো লাগে, তাহলে আমাদের সাথেই থাকুন । আমরা আরো নতুন নতুন বাংলা শর্ট ক্যাপশন রোমান্টিক এখানে যোগ করবো । আমরা এখানে আরো নতুন নতুন ক্যাপশন যোগ করবো । কোন কিছু জানার থাকলে নিচে কমেন্ট করে জানাবেন । সবাই ভালো থাকবেন । ধন্যবাদ ।