সবাই উপদেশ মূলক কথা শুনতে বা পাড়তে চায় না । তবে যারা খুব বুদ্ধিমান তারা এই ধরণের কথা খুব ভালো করেই শুনে এবং পড়ে । আপনি যদি এই ধরণের কথা পড়তে ভালোবাসেন, তাহলে জেনে রাখুন আপনি একজন বুদ্ধিমান মানুষ । আর কিছু মানুষ আছে, এই কথা গুলো নিজে শুনতে বা পড়তে চায় না । কিন্তু তারা সবাইকে উপদেশ দিতে পছন্দ করে । তাদের আমরা বলি বোকা । কারণ এই ধরণের মানুষ গুলোর মাথায় কিছুই থাকে না । আর তাদের ভেতর অনেক বেশী অহংকার কাজ করে বলেই, তারা সবাইকে জ্ঞান দিতে চায়, কিন্তু নিজে নিতে চায় না । যাহোক আসুন তাহলে আমাদের লেখা গুলো পড়ে দেখি ।
উপদেশ মূলক কথা :
১। তোমার ক্রোধকে ধমিয়ে রাখ, নচেৎ ক্রোধই তোমাকে নিঃস্ব করে দিবে ।
— হোরেস ।
২। তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজেদের সংশোধন করতে পারে ।
— উইলিয়াম শেক্সপিয়র ।
আরো পড়ুনঃ অনুপ্রেরণা মূলক উক্তি
৩। অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে বরং নিজেকে উপযোগী করে তোল যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে ।
— জর্জ বার্নার্ড ।
৪। সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে ।
— এপিজে আবদুল কালাম ।
৫। যে ব্যক্তি কাউকে গোপনে উপদেশ দিলো, সে তাকে খুশি করল ও সুশোভিত করলো । আর যে ব্যক্তি প্রকাশ্যে কাউকে উপদেশ দি্লো, সে যেন তাকে লাঞ্ছিত ও কলঙ্কিত করলো।
— শেখ সাদি (রঃ)
৬। আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না ।
— রবীন্দ্রনাথ ঠাকুর ।
৭। বাঙালি একশো ভাগ সৎ হবে এমন আশা করা অন্যায় , পঞ্চাশ ভাগ সৎ হ’লেই বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত ।
— হুমায়ুন আজাদ ।
৮। যতোদিন মানুষ অসৎ থাকে ততোদিন তার কোনো শত্রু থাকে না , কিন্তু যেই সে সৎ হয়ে উঠে তার শত্রুর অভাব থাকে না ।
— হুমায়ুন আজাদ ।
৯। কারো প্রতি শ্রদ্ধা অটুট রাখার উপায় হচ্ছে তার সাথে কখনো সাক্ষাৎ না করা ।
— হুমায়ুন আজাদ ।
১০। দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না ।
— হুমায়ূন আহমেদ ।
১১। ভবে মানুষ গুরু নিষ্ঠা যার সর্ব সাধন সিদ্ধ হয় তার ।
— লালন ।
১২। এমনভাবে অধ্যয়ন করবে যেন তোমার সময়ের অভাব নেই তুমি চিরজীবী । এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে যেন মনে হয় তুমি আগামীকাল মারা যাবে ।
— মহাত্মা গান্ধী ।
১৩। প্রাচুর্যের মধ্যে থাকাকালে দুঃখীদের মধ্যে উপদেশ দেওয়া খুবই সহজ ।
— এস্কাইলাস ।
১৪। ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও ।
— হযরত সুলাইমান (আঃ) ।
১৫। অনুকরন নয় , অনুসরন নয় , নিজেকে খুঁজুন , নিজেকে জানুন , নিজের পথে চলুন ।
— ডেল কার্নেগী ।
১৬। কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কিনা । অন্যথায় এ ধরনের জ্ঞান বিতরণ করা হবে এক ধরনের জবরদস্তি , জন্তুর সাথে জবরদস্তি করা যায় , মানুষের সাথে নয় , হিউম্যান উইল রিভল্ট ।
— আহমদ ছফা ।
উপদেশ মূলক উক্তি :
উপদেশ বাণী গুলো আশা করি অনেক ভালো লাগবে । নিচে কিছু সুন্দর উপদেশ মূলক কথা দেয়া হলোঃ
১। বেফাস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয় ।
— জর্জ হাবার্ট
২। চালাকির দ্বারা কোন মহৎ কাজ হয় না ।
— স্বামী বিবেকানন্দ
৩। অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না ।
— সাইরাস
৪। সময় বেশী লাগলেও ধৈর্য সহকারে কাজ করো তাহলেই প্রতিষ্ঠা পাবে ।
— ডব্লিউ এস লেন্ডের
৫। যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না ।
— জন বেকার
৬। যদি তুমি কোন লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালবাসতে শেখো ।
— লেলিন
৭। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া ।
— থেলিস
৮। আমি বলবোনা আমি ১০০০ বার হেরেছি আমি বলবো যে আমি হারার ১০০০ টি কারণ বের করেছি ।
— টমাস আলভা এডিসন
৯। সুন্দর একটা মানুষ না খুঁজে সুন্দর একটা মন খুঁজো তাহলে ভালবাসার সফলতা আসবে ।
— অজানা
১০। যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত, যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত ।
— উইলিয়াম শেক্সপিয়র
১১। যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ কর ।
— সাইরাস
১২। সৎ পরামর্শের চেয়ে কোন উপকার অধিক মূল্য নয় ।
— ইমারসন
১৩। কখনো কোন বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না ।
— সিসেরো
উপদেশ বাণী :
আরো নতুন কিছু উপদেশ মূলক কথা পড়তে নিচে দেখুনঃ
১। কথাবার্তায় ক্রোধের পরিমান খাবারের লবনের মত হওয়া উচিত, পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর ।
— প্লেটো
২। কিভাবে কথা বলতে হয় তা না জানলে, অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও ।
— অজানা
৩। জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে, যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থেকি ।
— ক্রিনেট
৪। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত, ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি ।
— হুইটিয়ার
৫। ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান ।
— ড্রাইডেন
৬। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় ।
— এডওয়ার্ড ইয়াং
৭। যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম ।
— জন লিভগেট
৮। শৈশবে লজ্জা, যৌবনে ভারসাম্য এবং বার্ধক্যে ব্যয়সংকোচন ও দূরদর্শিতার প্রয়োজন ।
— সক্রেটিস
৯। যদি ভালোভাবে বাঁচতে চান, তাহলে মনে রাখবেন সমস্যাকে তুচ্ছজ্ঞান করতে হবে , আশীর্বাদকে গণ্য করতে হবে ।
— ডেল কার্নেগী
১০। যে মানুষ ভুল করে না, বাস্তবে সে কিছুই করে না ।
— স্যার জন ফিলিপস
১১। সুন্দরভাবে বাঁচতে হলে তোমার দুটো জিনিস দরকার তা হচ্ছে বুদ্ধি এবং রুচিবোধ ।
— জে টি হুইটিয়ার
১২। জীবনে দুটি দুঃখ আছে, একটি হল তোমার ইচ্ছা অপূর্ণ থাকা অন্যটি হল ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা ।
— জর্জ বার্নার্ড
১৩। জীবন একটি কঠিন খেলা, ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমে শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে ।
— এপিজে আবুল কালাম
Bangla advice sms :
১। আগামী কালের কাজ ভালো করার সবচেয়ে ভালো প্রস্তুতি হলো আজকের কাজ ভালো করে করা ।
২। আত্মবিশ্বাস সাধারণত সাফল্যের সাথে আসে, কিন্তু সাফল্য তাদেরকেই ধরা দেয় যারা আত্মবিশ্বাসী ।
৩। তোমার যদি কোনো কিছুর প্রতি দারুণ আগ্রহ থাকে এবং তুমি যদি কঠোর পরিশ্রম করো, তাহলে সাফল্য আসবেই ।
৪। আমাদের আত্মবিশ্বাস যতটা থাকে, ততটাই আমাদের ক্ষমতাও থাকে, তাই তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পেলে তোমার ক্ষমতাও বৃদ্ধি পাবে ।
৫। যে লোক ধৈর্য ধরতে পারে, তার জন্য আনন্দ ও প্রশান্তি অপেক্ষা করে ।
৬। যদি ঘুম থেকে উঠার ক্ষেত্রে বনের পাখি আপনাকে হারিয়ে দেয়, তবে সেখানেই আপনার ব্যর্থতা ।
৭। যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্তি দাও, যদি সে ফিরে আসে তবে সে তোমার, আর যদি ফিরে না সে তবে সে কোনো দিনও তোমার ছিলো না ।
৮। তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে, তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না ।
৯। তোমার বন্ধু যখন বিপদে থাকবে সে না ডাকলেও তাকে সাহায্য করো, কিন্তু যখন খুশিতে থাকবে সে না ডাকলে যেও না ।
১০। তুমি ওপরের যত ক্ষতি চাইবে, তার চেয়ে বেশি তুমি নিজেই ক্ষতির সম্মুখীন হবে ।
১১। দেশের জন্য এক বিন্দু রক্ত দান করার মতো মহৎ কাজ আর নেই ।
১২। দেহের সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্য হাজার গুনে শ্রেষ্ঠ ।
১৩। নিজেই প্রতিশোধ নিও না, আল্লাহ্র জন্য অপেক্ষা করো, তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন
শেষ কথা :
প্রিয় বন্ধুরা, আমাদের লেখা এই উপদেশ মূলক কথা ও উক্তি গুলো আপনাদের কাছে কেমন লাগলো, তা আমাদের জানাতে পারেন নিচে কমেন্ট করে । আমরা এখানে আরো অনেক নতুন নতুন উক্তি যোগ করবো, তাই আমাদের সাথেই থাকবেন আর আমাদের সাইট সবার সাথে শেয়ার করবেন । ধন্যবাদ ।
Valo