সুন্দর ক্যাপশন বাংলা

অনেক গুলো সুন্দর ক্যাপশন (Nice bangla caption) নিয়ে সাজানো আমাদের এই পোস্ট । আমরা অনলাইনে অনেক ক্যাপশন দেখি । কিন্তু সেগুলো হয়ত অনেক পুরনো অথবা তেমন সুন্দর না । অনেকেই ওইগুলো পছন্দ করেন না । তাই আমরা আজ আপনাদের জন্য অনেক গুলো সুন্দর সুন্দর ক্যাপশন দিলাম এখানে । এই ক্যাপশন গুলো আসলেই অনেক ভালো লাগার মত । তাহলে দেখে নেয়া যাক ক্যাপশন গুলো ।সুন্দর ক্যাপশন বাংলা

সুন্দর ক্যাপশন :

১. সুন্দর-অসুন্দর এর বিষয়টা অনেকটা নদীর জোয়ার ভাটার মতো। সুখের জোয়ারে মানুষ যতটা কাছে আসে দুঃখের ভাটার টানে ততটাই দূরে সরে যায়।

২. বৃক্ষরাজি ফলের ভারে আরো অবনত হয়। অথচ ফলশূন্য অবস্থায় ও একটা বৃক্ষ সমুন্নত থাকে। আর মানুষ অর্থের সংস্পর্শে আসলেই অহংকারী হয়ে যায়।

৩. একরাশ সূর্য কিরণের জন্য ই হয়তো, এতো দীর্ঘ রাতকে তুচ্ছ করে অপেক্ষায় থাকি আমরা। তারপর সূর্য কিরণের স্নানে উজ্জীবিত হয়ে উঠি।

৪. পাহাড় সম বাধা অতিক্রম করার ইচ্ছায় মানুষের বেঁচে থাকার অদম্য শক্তি। এই অদম্য শক্তি দিয়ে মানুষ নিজেকে জয় করে এবং বিশ্ব জয় করতে পারে।

৫. অনেক সময় মানুষ অতি তুচ্ছ কারনেও অসাধারণ হয়ে ওঠে। ‌ কারণ মানুষ মাত্রই প্রচন্ড প্রতিভাবান। তাহলে কেন আর পিছিয়ে থাকা?

৬. শুধুমাত্র একজন মানুষকে কেন্দ্র করে কেউ যদি তার সর্বস্ব বাজি রাখে। তাহলে ধরে নিতে হবে সেই মানুষটা তার জীবনের অর্ধেকাংশ।

৭. বহুজনের বহুরূপী মতে মাঝে মাঝে জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তাই আপনার জীবনের সবাইকে অগ্রাধিকার দেয়ার প্রয়োজন নেই।

৮. আমরা সবাই আমাদের অভ্যাসের দাস। আমাদের এক হৃদয়ে হাজারো সত্ত্বার বসবাস। আমাদের হৃদয়ে যখন যে জেগে ওঠে আমরা তাকে অনুসরণ করি।

৯. আমরা সবাই নিজেদের বর্ণ লুকিয়ে চলি। ‌ একটা আলাদা কৃত্রিম আবরণ দিয়ে ঢেকে রাখি নিজের ভেতরের মানুষটাকে। ‌

১০. প্রথমবার প্রেমে পড়ার পর, বেশ ঘটা করেই একজন আরেকজনকে প্রচন্ড রকমের ভালোবাসায় আচ্ছন্ন করে রাখে। সময়ের আবর্জনায় ধীরে ধীরে এই আচ্ছন্নতা কমতে শুরু করে।

১১. পৃথিবীতে সবচেয়ে সুন্দর সংখ্যা হচ্ছে প্রথম। ‌ সবকিছুই প্রথমবার অনেক সুন্দর। ‌ প্রথমবার প্রেমে পড়া, প্রথমবার চোখাচোখি হওয়া। এ যেন এক উন্মাদনা। ‌

১২. মানুষের আদিম স্বত্তা পশুবৃত্তিকে দমিয়ে রাখা, মহাসমুদ্রের শত বছরের কল্লোলকে বেঁধে রাখার মতই কঠিন। এ যেন এক বিধ্বংসী আয়োজন। সামনে আসার সমস্ত কিছুকে ভাসিয়ে নিয়ে যাবে।

১৩. সে অনেক আগে কাল আগে থেকেই মানুষ নিজেকে বিলিয়ে দিতে চাইতো। নিরস্ত্র যুদ্ধে কারো কাছে পরাজিত হয়ে বন্দী হতে চাইত। তবে এখনকার সময়ে কেউ কাউকে জয় করার ইচ্ছা রাখে না।

১৪. কিছু কিছু সম্পর্ক শুধু মায়ায় টিকে থাকে। যেখানে দায়িত্ব থাকে না, ভালোবাসা ও থাকে না।

সুন্দর ফেসবুক ক্যাপশন :

১৫. মানুষ স্বপ্ন তাড়া করে বলেই পৃথিবী দুর্বিষহ হয়ে ওঠে। প্রাপ্তির পরিমাণ পূর্ণ হলেই পৃথিবী সুন্দর।

১৬. মাঝে মাঝে বেখেয়ালিভাবে নিজেকে হারিয়ে ফেলাও সুন্দর অনুভূতি। নিজের কাছেও ধরা পড়তে হয় না।

১৫. ওই মুহূর্ত টাই সবচেয়ে সুন্দর যখন দুজন মানুষের মধ্যে সমঝোতার সৃষ্টি হয়। যেখানে দ্বন্দ্ব বিলুপ্ত হয়ে যায়।

১৮. আধার কালো তুচ্ছ করে আমি নদীর মতো ভাসিয়ে যেতে চাই। আর জীবনের যত সুখ ফুল শ্যাম ভ্রমরের মতোই ছুঁয়ে দিতে চাই।

১৯. গোপনে কারো হৃদয় ছুঁয়ে যাওয়াটাও এক অবিস্মরণীয় কীর্তি। ‌ ওই মানুষটা যখন টের পায় তখন তার মুখে এক পরিতৃপ্তির হাসি ফুটে ওঠে।

২০. মাঝে মাঝে একজন নিষ্পাপ শিশুর মতই নিশ্চিন্ত হতে মন চায়। এক নির্মল হাসির দিয়ে পৃথিবীর সমস্ত দুঃখ দূর করে দিতে চাই।

২১. রাগ ভেঙে হেসে ফেলার মুহূর্তটা যেন আরো সুন্দর। যেমন মেঘ ভেঙ্গে বৃষ্টি আসে।

২২. উঠোনে রক্ত জবার গাছটাও প্রমাণ করে দেয় যে, সবুজের বুকে রক্ত লাল জবা ও খুব সুন্দর।

২৩. জীবনে সুখী হবার জন্য খুব বেশি কিছু প্রয়োজন নেই। একটা ছোট্ট বাংলো বাড়ি আর নরম ঘাসের উঠোন যেন প্রশান্তির ঠিকানা।

২৪. একটা ছেলে যখন নতুন নতুন প্রেমে পড়ে তার প্রেমিকার জন্য গান গায়, সেই মুহূর্তটা পাগলাটে হলেও সুন্দর। ভালোবাসায় কখনো পাগলামির কমতি রাখা উচিত নয়।

২৫. কারো প্রয়োজন পূরণ করার চেয়ে নিজের মধ্যে সীমাবদ্ধ থাকা ভালো। এতে অন্তত নিজের মন ভাঙার ঝুঁকি থাকে না।

২৬. রাতের নিস্তব্ধতা ভেঙে সূর্য যেভাবে নিজের ডানা মেলে ধরে, আমিও তোমার জীবনে ঠিক এভাবেই উজ্জ্বল আলো হয়ে আসতে চাই।

২৭. যতবার তোমার রূপে মুগ্ধ হয়েছি, ততবারই নিজেকে হারিয়ে ফেলেছি। খুঁজতে ও চাই নি।

২৮. যতবার তুমি অভিমানের চাদরে ঢেকে যাবে। কতবার আমার ভালোবাসা দিয়ে আমি তোমাকে পরাজিত করবো।

২৯. ভালোবাসা যদি জলের মতো হয়, তাহলে প্রিয় মুখগুলো তারার মত। দু চোখে গোনা যায় না।

৩০. একাকীত্ব আর নীরবতার সাথে যে বন্ধুত্ব করে নেয়। তার আর কিছু দেবার ও নেই, আর গ্রহণ করার মতোও কিছু নেই।

৩১. এই কঠিন পৃথিবীতে শুধুমাত্র নিজেকে ভালোবাসা মানুষগুলো, অনেকটা সাইকো টাইপের। এরা একাই নিজের মধ্যে সন্তুষ্ট থাকে।

৩২. আপনার জীবনে যে থাকার জন্য আসবে। সে কখনোই যাওয়ার কথা বলবে না। অন্তত তাকে নিয়ে আপনার কোন হারানোর ভয় থাকবে না।

Nice Bangla Caption :

৩৩. আমরা যার মধ্যে নিজের ছায়া দেখতে পাই, তাকে আঁকড়ে ধরতে চাই। কে জানে হয়তো এটাই ভালোবাসা।

৩৪. হাজারো ব্যস্ততার মধ্যে যখন কেউ আপনার খোঁজ নেয়। তখন আপনি তার কাছে অবশ্যই ভালোবাসার মানুষ।

৩৫. জীবনে একবার হলেও একটা অজানা উদ্দেশ্যে যাত্রা করতে চাই। নিজেকে নিয়ে হারিয়ে যাওয়ার মজা ই অন্যরকম।

৩৬. শেষ কবে হেসেছিলাম জানিনা।‌ কে জানে হয়তো আবারো হেসে উঠবো একদিন।

৩৭. মন খারাপের সময়টাতে যে আপনার সঙ্গী হবে। তাকে শক্ত করে হৃদয়ে বেঁধে রাখবেন। যেন সে আপনাকে ছেড়ে যাওয়ার কথা কল্পনাও করতে না পারে।

৩৮. তবুও সে বসুক পাশে, যেমন করে অসুখ আসে।

৩৯. তুমিও আমার জীবনের ঠিক সেই ভাবে এসো, যেভাবে আধার ভেঙে প্রদীপ জ্বেলে ওঠে।

৪০. আমি তোমাকে হৃদয়ে ধারণ করে সমস্ত আয়োজনে ছুঁয়ে দেবো। যদি হৃদয় ছুঁতে না পারি অন্তত হাত ছুঁয়ে দেবো।

৪১. মানুষ যখন খুব করে কিছু বিশ্বাস করে প্রকৃতি ও তাকে দুহাত উজাড় করে বরণ করে নেয়। সে মানুষটার প্রাপ্তির ঝুড়ি পূর্ণ হয়ে ওঠে।

৪২. আমি নিরস্ত্র তোমার কাছে পরাজিত হতে চাই। বিনা যুদ্ধে তুমি জয়ী হতে পারবে।

৪৩. কত শতবার পিছিয়ে পড়ে পরেও তোমার কাছে ছুটে গিয়েছি। হয়তো বোঝো নি তুমি? হয়তো বুঝেছো।

৪৪. আমার আধার ঘরে আমি নিজেই আলোকিত করে থাকি। হয়তো আমি নিজেকে নিয়ে সুখী।

৪৫. আত্মমগ্ন হয়ে কোন কিছু চিন্তা করাও এক প্রকার শিল্প। এতে অন্তত একা হওয়ার ভয় থাকে না।

৪৬. যে অনেক আগেই সে হয়তো নীরবে ভালোবাসে। তার ভালোবাসাটা গোপনে থেকে যায়।

৪৭. যে স্বপ্ন দেখে সে তা হাসিল করতে জানে। কঠিন পরিশ্রমও তাকে ক্লান্ত হতে দেয় না। ‌

৪৮. সকালের মিষ্টি রোদের মতোই একদিন তোমাকে আলতো করে ছুয়ে দেবো। তুমি না হয় তোমার মিষ্টি হাসিটা আমাকে উপহার দিও।

শেষ কথাঃ

প্রিয় বন্ধুরা, আমাদের এই সুন্দর সুন্দর ক্যাপশন গুলো আপনাদের কেমন লেগেছে । আমরা চেষ্টা করেছি সেরা সুন্দর ক্যাপশন গুলো আপনাদেরকে দিতে । আশাকরি আপনাদের কাছে এই সুন্দর ক্যাপশন গুলো অনেক ভালো লেগেছে । ভালো লাগলে নিচে কমেন্ট করে জানাবেন । আমরা এই রকম আরো নতুন নতুন ক্যাপশন এখানে যোগ করবো, তাই আমাদের সাথেই থাকুন । আর আমাদের সাইট নিয়মিত ভিজিট করুন । কথা দিলাম আপনার সময় নস্ট হবে না । ধন্যবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x