চা নিয়ে অনেক গুলো বিখ্যাত উক্তি ও ক্যাপশন দেয়া হলো । চা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে । অনেকেই মনে করে চা খাওয়া ভালো না । কিন্তু চা খাওয়া ভালো, তবে দুধ চা খাওয়া সাস্থের জন্য ক্ষতিকর । চা সম্পর্কে মনিষীরা কি বলেছেন, চলুন সেই উক্তি বা কথা গুলো দেখে নেই ।
চা নিয়ে উক্তি :
১. জীবনটা হলো এক কাপ চায়ের মতো। এটা তেমন স্বাদই দিবে যেমনটা আপনি বানাবেন।
— সংগৃহীত
২. আপনি হয়তো টাকা দিয়ে সুখ কিনতে পারবেন না, তবে তা দিয়ে আপনি এক কাপ চা কিনতে পারবেন। আর এই চা আপনাকে সুখ এনে দিবে।
— সংগৃহীত
৩. বৃষ্টির দিনগুলোতে যেমন অবসরে থাকা উচিত তেমনি সাথে থাকা উচিত এক কাপ চা এবং একটি ভালো বই।
— বিল ওয়াটারসন
আরো আছেঃ>> শৌখিনতা নিয়ে উক্তি
৪. চা হলো জীবনের অমৃত যা বেচে থাকার শক্তি জোগায়।
— লাও যু
৫. চা ছাড়া সকালবেলা কল্পনা করাও দায়, কেননা সকালকে সুমধুর করতে পারে শুধুমাত্র চা।
— জোরা নিয়ালি হার্সটন
আরো আছেঃ>> ঘুম নিয়ে উক্তি
৬. চা খাওয়ার সময়টা হলো আরামের সময় যখন আপনি আশেপাশের লোক এবং পরিবেশ এর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে পারেন।
— লেটিটিয়া বালড্রিজ
৭. এক পেয়ালা চা হলো এক পেয়ালা শান্তির উৎস।
— সতিসু সেন
৮. এক কাপ চা’ই পারে সব কিছুকে একটু অন্যরকম বানাতে।
— সংগৃহীত
৯. পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যা হাতে এক কাপ চা নিয়ে সমাধান করা যাবে না।
— বার্নাড পল হেরোউক্স
১০. এক কাপ চা হলো হাজারো চিন্তাভাবনা ভাগাভাগি করার একটা অজুহাত।
— বিল ওয়াটারসন
১১. জীবনে যা চলছে চলতে দিন তবে এক কাপ।চা সাথে রাখতে ভুলবেন না।
— ক্লিম্যানটাইন ওমারিয়া
১২. রাত হোক কিংবা দিন, চা হলো বাঙ্গালীর কাছে এক প্রকার নিকোটিন।
— সত্যেন বোস
১৩. চায়ে ডোবা বিস্কুট আর প্রেমে ডোবা বন্ধু চাইলেও ফেরত পাওয়া যায়না ।
— সংগৃহীত
১৪. চা খাওয়া ভালো তবে বেশি চা মোটেও ভালো নয়।
— রবীন্দ্রনাথ ঠাকুর
১৫. চা হলো শরীর এর জন্য অমৃত আর গান হলো আত্মার জন্য।
— ক্যারলিন গ্রে
১৬. চা হলো ইংরেজদের কাছে ঘরের ভিতরেই বনভোজন এর মতো।
— অ্যালাই ওয়াকার
১৭. কারোর প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হয়ো না, মনে রেখো চা খাওয়ার পরে ভাড়ের জায়গা কিন্তু ডাস্টবিনেই হয়।
— সংগৃহীত
চা নিয়ে ক্যাপশন :
চা নিয়ে অনেক গুলো সুন্দর সুন্দর উক্তি তো পড়েছেন । তাই এবার নিয়ে এলাম আরো কিছু দারুণ দারুণ চা নিয়ে ক্যাপশন । আপনি যদি চা পছন্দ করেন, তাহলে আপনি চা নিয়ে এই ক্যাপশন গুলোর প্রেমে পড়ে যাবেন । কারণ এই ক্যাপশন গুলো সব গুলোই চা নিয়ে লিখা । চা যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে আপনি এই ক্যাপশন গুলো আপনার ফেসবুকে শেয়ার করতে পারেন । অনলাইনে অনেক রকমের ক্যাপশন পাবেন কিন্তু আমাদের এই ক্যাপশন গুলো খুবই ইউনিক । আসুন তাহলে পড়ে দেখা যাক ।
১. এক কাপ চা দিয়ে, আপনি কয়েক মুহূর্ত অসাধারণ অনুভূতি কিনে নিতে পারবেন।
২. প্রিয়জনের সাথে বসে দু কাপ চা পান করতে করতে কথার ঝুড়ি সাজিয়ে তুলুন। বুঝতে পারবেন কি এক অনন্য মুহূর্ত কাটাতে চলেছেন আপনি।
৩. এক কাপ চা শুধু যে চা তা নয়। বরং এর সাথে মিশে থাকে দু চামচ চিনি এবং এক চামচ ভালোবাসা।
৪. নিঃসন্দেহে এক কাপ চা এবং একটি ভালো বই বৃষ্টিমুখর দিনে, আপনার ভালো সঙ্গী হয়ে উঠবে। কখন যে সময় কেটে যাবে আপনি টেরই পাবেন না।
৫. আপনার প্রচন্ড ক্লান্তি দূর করার জন্য এক কাপ চা পরাশক্তির মতোই কাজ করে। এতে কোন সন্দেহ নেই।
৬. মুহূর্তের মধ্যে এক কাপ চা আপনার মনকে চাঙ্গা করে দিতে পারে। অবশ্যই যদি সেটা ভালো চা হয়।
৭. চা বিহীন সকাল অনেকটা সৌরভ হীন ফুলের মতো ই মলিন। মনে হয় যেন সকালটা মুষড়ে পড়েছে।
৮. জীবনের সমস্ত প্রতিকূল অবস্থাতেও, এক কাপ চা আপনাকে এক ধরনের শান্তির উৎস খুঁজে দিবে।
৯. পারফেক্ট চা এক ধরনের শিল্প। যেটা অনেক দিনের পরিশ্রমের মাধ্যমেই অর্জন করা যায়।
১০. আমি তুমি আর আর দু পেয়ালা গরম চা। যেন এক স্মরণীয় স্মৃতির সাক্ষী হতে চলেছি।
১১. যত ধরনের পানীয় আছে তার মধ্যে চা হচ্ছে সর্ব গ্রহণযোগ্য। অন্তত চায়ের অনুরোধকে কেউ উপেক্ষা করতে পারে না।
১২. বন্ধুদের সাথে আড্ডায় চা পান করা আর সুখ-দুঃখকে ভাগাভাগি করে নেয়া। ছাত্র জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি।
১৩. শত ব্যস্ততায় চায়ের কাপে চুমুক দেয়া যেন এক আভিজাত্যের ছোঁয়া। এক রাজকীয় আয়োজন।
১৪. বৃষ্টিতে কাক ভেজা হয়ে কোন এক ছোট্ট টঙ দোকানে এক কাপ চা পান করা। আহ! কি সুন্দর সমন্বয়।
১৫. কপালে দুশ্চিন্তার ভাঁজ দেখা মাত্রই এক কাপ চা নিয়ে বসে পড়ুন। দুশ্চিন্তার অন্যতম প্রতিষেধক হচ্ছে চা।
১৬. আমাদের মেজাজ অনেকাংশে সকালের চায়ের উপরে নির্ভর করে। মূলত চায়ের উপর প্রাধান্য দিয়ে একেকজনের দিন শুরু হয়।
১৭. অভ্যাস কিংবা নেশা হোক। চা বরাবরই অতুলনীয়। কেউ যদি চা পান করার জন্য আপনাকে চা খোর বলে তাহলে হাসিমুখে মেনে নিন।
১৮. যখনই আমার খুব মন খারাপ থাকে তখন আমি চায়ের সাথে সবটা ভাগাভাগি করে নিই। যেন এক নিবিড় বন্ধুত্ব গড়ে উঠেছে।
১৯. চা তো নয় যেন এক পেয়ালা শান্তি। প্রতিটি চুমুকেই একটা মোহ মায়ায় আচ্ছন্ন হয়ে উঠে চারিদিকটা।
২০. তোমার সাথে যখন আমার দেখা হবে, তখন অন্তত এক কাপ চায়ের সাথে একটা মুহূর্ত আমাকে উপহার দিও।
২১. এক হাতে চা আরেক হাতে প্রিয়ার হাত। পৃথিবী যেন এক স্বর্গীয় উদ্যান।
২২. চায়ের কাপের যেখানে তোমার ঠোঁট ছুঁয়ে গেছে, আমিও না হয় সেখান থেকেই ভালোবাসা পান করব। ভালোবাসায় মিশ্রিত চা ও অমৃত সমতুল্য মর্যাদা পাবে।
চা বাগান নিয়ে ক্যাপশন :
১. এক কাপ চায়ের পিছনে রয়েছে পুরো এক চা বাগানের অবদান। যেমন টা একটা পরিপূর্ণ ভালোবাসায় দুটো হৃদয়ের আবেগ থাকে।
২. চা বাগানের অজস্র কুড়িতে রচিত হয়েছিল এক না বলা কথা। যে কথা হাজার মানুষের, যে কথা কোন এক জাতির।
৩. এক বিস্তৃত দেবলোক হচ্ছে চা বাগান। যেখানে হাজারো মানুষের পরিশ্রম মিশে আছে প্রতিটি কুড়িতে কুড়িতে।
৪. জীবনে অন্তত একবার হলেও তোমার হাত ধরে চা বাগানে হেঁটে বেড়াতে চাই। দেখা যাবে দুজনেই প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছি।
৫. ছোটবেলায় স্কুল ছুটির লম্বা সময়টায় আমরা চা বাগানে ঘুরতে যেতাম। শত শত জীবন তো স্মৃতি এখনো হৃদয়ের দৃশ্যপটে ভেসে বেড়ায়।
৬. যদি পারো কোন এক বিকেলে আমাকে চা বাগানে নিয়ে যেও। বিনিময় না হয় তোমার এক অনাবিল হাসি আমাকে উপহার দিও।
৭. প্রতিদিন কত মানুষের পদচারণায় মুখরিত চা বাগান রাতে যেন খুব একা হয়ে যায়। পশুপাখি আর জোনাকি হয়ে ওঠে তার সঙ্গী।
৮. চা বাগান আমাকে প্রকৃতির এক বিশাল উদারতার কথা মনে করিয়ে দেয়। যেখানে চা বাগান থেকে এত এত সুবিধা মানুষ পাচ্ছে অথচ প্রকৃতি বিনিময় কিছুই পাচ্ছে না।
৯. আমার খুব ইচ্ছা একদিন চা বাগানে লাল শাড়ি পরে হেটে বেড়াবো। আর তুমি হাতে এসে হাত রাখবে।
১০. কত শতরূপ বৈচিত্রের মাঝে অনেক পরিশ্রমী মানুষ এই চা বাগানে কাজ করে। যাদের জীবনের গল্প আমাদের অনেকেরই অজানা।
Read more:>>> ঝড় নিয়ে ক্যাপশন
চা বাগান নিয়ে স্ট্যাটাস :
১. বিকেলের কোন আড্ডায় এক কাপ চায়ের কোন তুলনা নেই। অথচ এই এক কাপ চা বাগান পেরিয়ে কত কুড়ির বিনিময়ে আমাদের কাছে উঠে আসে তা কি কখনো ভেবে দেখেছি?
২. যদি চা এনে করো হাজির,
আমার প্রেম করবো জাহির। তোমার নামে পুরো চা বাগান উৎসর্গ করব।
৩. চা বাগানের সতেজ হাওয়া আমার মন ভালো হয়ে যায়। আর মন ভালো তো শরীর চাঙ্গা।
৪. আবার একবার এই চা বাগানে আসলাম। অথচ গতবারও একজন প্রিয় মানুষ আমার সাথে ছিল, কিন্তু এখন তার শুধু স্মৃতি হয়ে গেছে।
৫. আপনার আশেপাশের পরিস্থিতি শান্ত করার জন্য একমাত্র সুন্দর উপায় হচ্ছে চা। আর যদি আপনি একবারও চা বাগানে গিয়ে থাকেন তাহলে আপনি সার্থক।
৬. ভ্রমণ পিপাসী মানুষদের জন্য চা বাগান যেন এক ভূস্বর্গ। যেখানে প্রকৃতি আর মানুষের সৌন্দর্য একত্রে মিশে একাকার হয়ে যায়।
৭. চা বাগান আপনার অনেকখানি সুন্দর সময়ের সাক্ষী হতে পারে। আপনি একা হন অথবা প্রিয় মানুষের সঙ্গ নিন, তবুও আপনি ভালো সময় কাটাতে পারবেন।
৮. চা বাগান প্রতিটি দেশেরই এক অনাবিল সৌন্দর্য। আর এই সৌন্দর্যের টানেই মানুষ বারবার চা বাগানে ছুটে যায়।
৯. একটি কুড়ি দুটি পাতার সবুজ সমারোহে এই চা বাগান যেন মানুষের কথা বলে। প্রতিটি চা পাতাই একেক জন চা পিপাসু মানুষের কাপে ঝড় তোলে।
১০. চা যদি হয় বাঙালির প্রাণ। তাহলে এই চা বাগান বাঙালির প্রাণকেন্দ্র।
শেষ কথা :
প্রিয় বন্ধুরা, আমরা এখানে চেষ্টা করেছি চা নিয়ে উক্তি স্ট্যাটাস আর ক্যাপশন দিতে । প্রায় সব রকমের উক্তি স্ট্যাটাস ও ক্যাপশন আমরা এখানে দিয়েছি । তাই আশাকরি এখান থেকে আপনি আপনার পছন্দের চা নিয়ে উক্তি বা ক্যাপশন খুঁজে পেয়েছেন । আমরা এখানে আরো নতুন নতুন স্ট্যাটাস ও ক্যাপশন দিয়ে যাবো সব সময় । তাই আমাদের সাথেই থাকবেন, আর বন্ধুদের সাথে আমাদের এই সাইট শেয়ার করবেন । এই কামনায় আজ এখানেই শেষ করছি । সবাই ভালো থাকবেন এবং ভালো রাখেবন । আর সব সময় চা পান করবেন ।
আমি ত অরজিনাল চা খোর, চা ছাড়া আমার চলেই না। সকাল, দুপুর, রাত প্রতি সময় চা ই আমার প্রান
চা আমার অনেক পছন্দ🤗🤗
তবে আমি যতো বেশি টেনশন এ থাকি
ততো বেশি চা খাইতে হয়।
যখন আমি মিস করি তখন তখন ,
আমি এক সাথে 5/6 কাপ চা খাই ।😍😍